দেশের মধ্যে এই প্রথমবার ব্রেন ডেথ হওয়া কোনও ব্যক্তির ক্ষুদ্রান্ত্র প্রতিস্থাপন করা হচ্ছে৷ পশ্চিম মেদিনীপুরের রাধাকান্তপুরের বাসিন্দা নীলশেখর মণ্ডল পথ দুর্ঘটনায় গুরুতর আহত হন৷ তাঁর বয়স ২৩ বছর৷ আহত হয়ে তিনি ভর্তি হন বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালে৷
আরও পড়ুন : বাড়ছে গাড়ি, যানজট এড়াতে ২০২৬-এর মধ্যে ৬ লেনের হবে কোনা এক্সপ্রেসওয়ে
advertisement
হাসপাতালের তরফ থেকে বলা হয়েছে, শুক্রবার তাঁর ব্রেন ডেথ হয়৷ যুবকের মৃত্যুতে শোকস্তব্ধ পরিবার তারপরেও দায়িত্ব ভোলেনি৷ মৃতের অঙ্গদান করার সিদ্ধান্ত নেওয়া হয় পরিবারের তরফ থেকে৷
প্রয়াত নীলের দু’টি ফুসফুস পাঠানো হচ্ছে চেন্নাইয়ের এমজিএম হাসপাতালে৷ এ ছাড়া হার্ট কলকাতা মেডিক্যাল কলেজে প্রতিস্থাপন করা হবে৷ এ ছড়া লিভার কলকাতার ওই হাসপাতালেই প্রতিস্থাপিত হবে৷ এ ছাড়া ক্ষুদ্রান্ত্র পাঠানো হবে চেন্নাইয়ের এমজিএম হাসপাতালে৷
একটি কিডনি প্রতিস্থাপিত হবে বাইপাসের ধারের বেসরকারি হাসপাতালে আর একটি আলিপুর কম্যান্ড হাসপাতালে৷ এই ধরনের ঘটনা গোটা দেশেই প্রথমবার, সেই কারণেই শিরোনামে উঠে এসেছে এই বিষয়টি৷
Abhijit Chanda