TRENDING:

Bombs recovered in Kolkata: সাংসদের বাড়ির অদূরে রাখা ছিল অটো, তল্লাশি চালাতেই মিলল বোমা-বন্দুক! হরিদেবপুরে চাঞ্চল্য

Last Updated:

রাজ্যসভার সাংসদ শুভাশিস চক্রবর্তী এলাকারই বাসিন্দা হওয়া সবসময়ই ওই রাস্তায় কমবেশি পুলিশি প্রহরা থাকেই৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: খাস কলকাতায় সাংসদের বাড়ির অদূরে অটোর মধ্যে থেকে মিলল বোমা, আগ্নেয়াস্ত্র৷ শনিবার ভোররাতে হরিদেবপুরের একচল্লিশ পল্লি এলাকায় একটি গ্যারেজে রাখা অটোর ভিতর থেকে ১৯টি বোমা ও একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করে পুলিশ৷
এই গ্যারেজেই রাখা ছিল অটোটি৷
এই গ্যারেজেই রাখা ছিল অটোটি৷
advertisement

যে জায়গগায় এই অটোটি দাঁড়িয়েছিল, তার অদূরেই থাকেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ শুভাশিস চক্রবর্তী৷ কে বা কারা অটোর মধ্যে বোমা বা আগ্নেয়াস্ত্র রেখে গেল, তার তদন্তে নেমেছে পুলিশ৷

আরও পড়ুন: আবর্জনা ফেলা নিয়ে তুমুল তুলকালাম! বচসা- মারধোর, দেখুন সিসিটিভি ফুটেজ

জানা গিয়েছে, হরিদেবপুরে একটি ক্লাবের জায়গার মধ্যেই একটি ফিনান্স সংস্থাকে গ্যারেজ ভাড়া দেওয়া ছিল৷ কোনও অটোর কিস্তির টাকা বাকি পড়লে সেই অটোগুলিকে এনে ওই গ্যারেজে রাখা হত৷ ভবানীপুর এলাকার বাসিন্দা এক ব্যক্তির মালিকানাধীন একটি অটোকেও দিন কুড়ি আগে ওই ফিনান্স সংস্থার লোকজন নিয়ে এসে ওই গ্যারেজে রেখেছিল৷ সূত্র মারফত খবর পেয়ে শনিবার ভোর রাতে সেই অটোতেই তল্লাশি চালায় হরিদেবপুর থানার পুলিশ৷ তখনই সেই অটোর ভিতর থেকে উদ্ধার হয় ১৯টি বোমা, একটি আগ্নেয়াস্ত্র ও দু' রাউন্ড গুলি৷

advertisement

আরও পড়ুন: ফের দময়ন্তী সেনের উপর আস্থা, নতুন দায়িত্ব দিল কলকাতা হাই কোর্ট!

রাজ্যসভার সাংসদ শুভাশিস চক্রবর্তী এলাকারই বাসিন্দা হওয়া সবসময়ই ওই রাস্তায় কমবেশি পুলিশি প্রহরা থাকেই৷ তা সত্ত্বেও কীভাবে ওই অটোর মধ্যে বোমা, আগ্নেয়াস্ত্র এলো, তা নিয়ে প্রশ্ন উঠছে৷ যেখানে অটোটি রাখা ছিল, তার উল্টোদিকেই হরিদেবপুর ৪১ পল্লি ক্লাব রয়েছে৷ ওই ক্লাবেও সবসময় লোকজন থাকেন৷ ক্লাবের বাইরে লাগানো সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখছে পুলিশ৷

advertisement

তৃণমূল সাংসদ এবং দলের দক্ষিণ চব্বিশ পরগণার জেলা সভাপতি শুভাশিস চক্রবর্তী বলেন, 'হরিদেবপুর মিলনী ক্লাবের তরফে ওই গ্যারেজটি ভাড়া দেওয়া হয়েছিল৷ ফিনান্স সংস্থা বিভিন্ন গাড়ি এনে সেখানে রাখত৷ কীভাবে কী হয়েছে, তা পুলিশ তদন্ত করে দেখছে৷'

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

Sanhyik Ghosh

বাংলা খবর/ খবর/কলকাতা/
Bombs recovered in Kolkata: সাংসদের বাড়ির অদূরে রাখা ছিল অটো, তল্লাশি চালাতেই মিলল বোমা-বন্দুক! হরিদেবপুরে চাঞ্চল্য
Open in App
হোম
খবর
ফটো
লোকাল