TRENDING:

Bomb Threat: হঠাত্‍ এল মেল...‘বোমা রাখা আছে সেক্টর ফাইভের এই বিল্ডিংয়ে’! স্কুলের পর এবার সল্টলেকেও বোমাতঙ্ক, এল অ‍্যান্টি বম্ব স্কোয়াড

Last Updated:

Bomb Threat: সল্টলেক সেক্টর ফাইভের একটি বিল্ডিংয়ে বোমাতঙ্ক। সেক্টর ফাইভ-এর একটি বিল্ডিং এ বোমা রাখা আছে বলে মেইল আসে বিল্ডিং কর্তৃপক্ষের কাছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: সল্টলেক সেক্টর ফাইভের একটি বিল্ডিংয়ে বোমাতঙ্ক। সেক্টর ফাইভ-এর একটি বিল্ডিং এ বোমা রাখা আছে বলে মেইল আসে বিল্ডিং কর্তৃপক্ষের কাছে। তৎক্ষণাৎ পুলিশকে খবর দেওয়া হলে ঘটনাস্থলে পৌঁছায় অ‍্যান্টি বম্ব স্কোয়াড বা বোমা নিষ্ক্রিয়কারী দল। যদিও তল্লাশি চালিয়ে কোনও কিছুই পাওয়া যায়নি।
হঠাত্‍ ই-মেইল... ‘বোমা রাখা আছে সেক্টর ফাইভের এই বিল্ডিংয়ে’! স্কুলের পর বোমাতঙ্ক সল্টলেকে, পৌঁছল অ‍্যান্টি বম্ব স্কোয়াড
হঠাত্‍ ই-মেইল... ‘বোমা রাখা আছে সেক্টর ফাইভের এই বিল্ডিংয়ে’! স্কুলের পর বোমাতঙ্ক সল্টলেকে, পৌঁছল অ‍্যান্টি বম্ব স্কোয়াড
advertisement

রাজ‍্যের তথ‍্যপ্রযুক্তির কেন্দ্র বা আইটি হাব হল সল্টলেক সেক্টর ফাইভ। গোটা এলাকা জুড়ে ছড়িয়ে রয়েছে একাধিক বহুতল। বহু কোম্পানির অফিসে চাকরি করেন লক্ষ লক্ষ যুবক যুবতী। ফলে সল্টলেকের সেক্টর ফাইভের বোমাতঙ্কে ছড়িয়ে পড়ে আতঙ্ক।

আরও পড়ুন: বর্ষায় মশা, মাছি, বিছে…পোকামাকড়ের উত্‍পাতে অতিষ্ঠ? ঘর মোছার জলে মেশান এই ৫ টাকার সাদা জিনিস! মেঝেও হবে ঝকঝকে

advertisement

প্রসঙ্গত, সোমবার বোমাতঙ্কের খবর পাওয়া গিয়েছিল দক্ষিণ ২৪ পরগণার মহেশতলার রবীন্দ্রনগরের একটি বেসরকারি স্কুলে। সোমবার রাতে স্কুলে দীর্ঘক্ষণ তল্লাশি চালায় পুলিশ। যদিও এখানে ঘটনাস্থলে যায় CID-র বম্ব স্কোয়াড, দমকলের ২ এঞ্জিন। স্কুলে ৭০-এর বেশি ক্লাসরুম। যদিও দীর্ঘ ক্ষণ তল্লাশির পর ঘটনাস্থল থেকে কোনও বোমা মেলেনি।

পুলিশ সূত্রে খবর, স্কুলটিতে প্রায় ৭০ টিরও বেশি রুম রয়েছে। গোটা স্কুল চত্বরেই তল্লাশি চালানো হয়। সূত্রের খবর, বোমা মেলেনি। গোটা ঘটনায় স্কুল কর্তৃপক্ষ মুখ খোলেনি।

advertisement

আরও পড়ুন: সাদা সাদা হয়ে গিয়েছে দেওয়াল-মেঝে? বর্ষায় ড‍্যাম্প ধরে ভেজা ভাব? ৬ উপায় জেনে নিন, বৃষ্টি যতই হোক, ড‍্যাম্প আর ধরবে না

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

অন‍্যদিকে, গত সপ্তাহেই কলকাতার দুই নামী স্কুলে বোমাতঙ্ক ছড়িয়ে পড়ে। আনন্দপুর এবং শিয়ালদহ চত্বরের দুই স্কুলে বোমা রাখা আছে, এই মর্মে ইমেল করা হয়। বলা হয়, দুপুর দু’টোয় স্কুল উড়িয়ে দেওয়া হবে। ইমেল আসার পরই স্কুল ছুটি দিয়ে দেওয়া হয়। খবর যায় দুই থানায়। ছুটে আসে আনন্দপুর এবং তালতলা থানার পুলিশ। আসে বম্ব স্কোয়াডেও। পুলিশ কুকুর আনা হয়। শুরু হয় তল্লাশি। কিন্তু কিছুই মেলেনি।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Bomb Threat: হঠাত্‍ এল মেল...‘বোমা রাখা আছে সেক্টর ফাইভের এই বিল্ডিংয়ে’! স্কুলের পর এবার সল্টলেকেও বোমাতঙ্ক, এল অ‍্যান্টি বম্ব স্কোয়াড
Open in App
হোম
খবর
ফটো
লোকাল