রাজ্যের তথ্যপ্রযুক্তির কেন্দ্র বা আইটি হাব হল সল্টলেক সেক্টর ফাইভ। গোটা এলাকা জুড়ে ছড়িয়ে রয়েছে একাধিক বহুতল। বহু কোম্পানির অফিসে চাকরি করেন লক্ষ লক্ষ যুবক যুবতী। ফলে সল্টলেকের সেক্টর ফাইভের বোমাতঙ্কে ছড়িয়ে পড়ে আতঙ্ক।
advertisement
প্রসঙ্গত, সোমবার বোমাতঙ্কের খবর পাওয়া গিয়েছিল দক্ষিণ ২৪ পরগণার মহেশতলার রবীন্দ্রনগরের একটি বেসরকারি স্কুলে। সোমবার রাতে স্কুলে দীর্ঘক্ষণ তল্লাশি চালায় পুলিশ। যদিও এখানে ঘটনাস্থলে যায় CID-র বম্ব স্কোয়াড, দমকলের ২ এঞ্জিন। স্কুলে ৭০-এর বেশি ক্লাসরুম। যদিও দীর্ঘ ক্ষণ তল্লাশির পর ঘটনাস্থল থেকে কোনও বোমা মেলেনি।
পুলিশ সূত্রে খবর, স্কুলটিতে প্রায় ৭০ টিরও বেশি রুম রয়েছে। গোটা স্কুল চত্বরেই তল্লাশি চালানো হয়। সূত্রের খবর, বোমা মেলেনি। গোটা ঘটনায় স্কুল কর্তৃপক্ষ মুখ খোলেনি।
অন্যদিকে, গত সপ্তাহেই কলকাতার দুই নামী স্কুলে বোমাতঙ্ক ছড়িয়ে পড়ে। আনন্দপুর এবং শিয়ালদহ চত্বরের দুই স্কুলে বোমা রাখা আছে, এই মর্মে ইমেল করা হয়। বলা হয়, দুপুর দু’টোয় স্কুল উড়িয়ে দেওয়া হবে। ইমেল আসার পরই স্কুল ছুটি দিয়ে দেওয়া হয়। খবর যায় দুই থানায়। ছুটে আসে আনন্দপুর এবং তালতলা থানার পুলিশ। আসে বম্ব স্কোয়াডেও। পুলিশ কুকুর আনা হয়। শুরু হয় তল্লাশি। কিন্তু কিছুই মেলেনি।