TRENDING:

Blood- Price || পেট্রল, ডিজেলের পর দাম বাড়ল রক্তের, মধ্যবিত্তের মাথায় হাত

Last Updated:

Blood- Price || চলতি মাসের ১৪ তারিখ কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের অতিরিক্ত ডিরেক্টর জেনারেল ডক্টর অনিল কুমার এক নির্দেশিকায় রক্তের প্রসেসিংয়ের দাম ৫০ থেকে  ১০০ টাকা বাড়ানোর কথা জানিয়েছেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পেট্রল, ডিজেল, রান্নার গ্যাসের পর এবার রক্তের দাম বাড়াল কেন্দ্র। চলতি মাসের ১৪ তারিখ কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের অতিরিক্ত ডিরেক্টর জেনারেল ডক্টর অনিল কুমার এক নির্দেশিকায় রক্তের প্রসেসিংয়ের দাম ৫০ থেকে  ১০০ টাকা বাড়ানোর কথা জানিয়েছেন।
দাম বাড়ল রক্তের
দাম বাড়ল রক্তের
advertisement

আরও পড়ুন: পরকীয়া প্রেমে ঝোঁক বেশি কোন মহিলাদের? সমীক্ষায় উঠে এল অবাক করা তথ্য!

এত দিন ডোনার কার্ড না থাকলে সরকারি ব্লাড ব্যাংক থেকে বেসরকারি হাসপাতালের রোগীর জন্যে রক্তের দাম ছিল ১ হাজার ৫০ টাকা এবার তা হলো ১১০০ টাকা। বেসরকারি ব্লাড ব্যাংক থেকে ডোনার কার্ড ছাড়া হোল ব্লাডের দাম ছিল ১৪৫০ টাকা, এবার তা বেড়ে দাঁড়াল ১৫৫০ টাকা। একই ভাবে দাম বাড়ল প্যাকড সেলেরও। আগে সরকারি দাম ছিল ১০৫০ টাকা তা এবার বেড়ে হল ১১০০ টাকা এবং বেসরকারি ক্ষেত্রে ১৪৫০ টাকা থেকে বেড়ে হল ১৫৫০ টাকা। তবে প্লাজমা, প্লেটলেটর দাম একই রয়েছে।

advertisement

সম্প্রতি দাম বেড়েছে জ্বালানী ও রান্নার গ্যাসের৷ এমনিতেই নাভিশ্বাস উঠছে মধ্যবিত্তের৷ এই  অবস্থায় আবার দাম বাড়ল রক্তের৷ স্বাভাবিকভাবেই চিন্তায় পড়েছেন রোগীর আত্মীয় পরিজনেরা৷

বাংলা খবর/ খবর/কলকাতা/
Blood- Price || পেট্রল, ডিজেলের পর দাম বাড়ল রক্তের, মধ্যবিত্তের মাথায় হাত
Open in App
হোম
খবর
ফটো
লোকাল