TRENDING:

TMC-র  বিরুদ্ধে আন্দোলনে BJP-র হাতিয়ার তৃণমূলের অস্ত্রই! আন্দোলনে ঝাপাচ্ছে পদ্ম শিবির

Last Updated:

উৎসব শেষ। আন্দোলন শুরু। শাসকের বিরুদ্ধে ফের বড়সড় আন্দোলনের পথে গেরুয়া শিবির।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: সেই সিঙ্গুর থেকে বিজেপির পদযাত্রা। পাখির চোখ পঞ্চায়েত ভোট। বিজেপির হাতিয়ার সিঙ্গুর। চারদিন ধরে পদযাত্রার ভাবনা গেরুয়া শিবিরের। সিঙ্গুর থেকে শুরু। নিউটাউনের সিলিকন ভ্যালিতে শেষ। বিজেপি যুব মোর্চার ব্যানারে হবে পদযাত্রা। তবে দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি। সিঙ্গুরের যে জমিতে টাটাদের ন্যানো গাড়ির কারখানা হওয়ার কথা ছিল সেখান থেকেই শুরু হবে পদযাত্রা।
BJP will be using TMC agenda to fight with TMC in Bengal
BJP will be using TMC agenda to fight with TMC in Bengal
advertisement

১১ বছর আগে রাজ্যে পরিবর্তনের অন্যতম আঁতুরঘর ছিল সিঙ্গুর। সেই সিঙ্গুরকেই এবা:রের পঞ্চায়েত ভোটের আগে হাতিয়ার করতে চাইছে বঙ্গ বিজেপি।সিঙ্গুর থেকে নিউটাউন। বিজেপি সূত্রের খবর, এই মিছিলে ধাপে ধাপে যোগ দেবেন রাজ্য বিজেপির সাংসদ, বিধায়ক এবং নেতারা। মিছিলে দক্ষিণবঙ্গের সব জেলা থেকেই কর্মীদের আনার ভাবনা রয়েছে বঙ্গ বিজেপির। কিন্তু কর্মসূচির শুরু ও শেষের জায়গা হিসাবে সিঙ্গুর ও নিউটাউনের সিলিকন ভ্যালিকে কেন বেছে নিল বিজেপি? রাজ্য বিজেপির এক মুখপাত্র বলেন, ‘‘বাংলায় শিল্পের স্বপ্নভঙ্গের দুই কেন্দ্র হিসেবে সিঙ্গুর ও সিলিকন ভ্যালিকে তুলে ধরতে চাইছি আমরা।’’

advertisement

আরও পড়ুন -  Viral Reels: বাজারের মধ্যেই যৌনতার আবেদন মাখা লাস্যপূর্ণ নাচ , কিন্তু পড়ে গেল এক ফোঁটা চোনা! ভাইরাল রিল

উৎসব শেষ। আন্দোলন শুরু। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশ, উৎসবের মরসুম মিটলেই ঝাঁপাতে হবে। সেই মতো, অক্টোবরের শেষ থেকেই রাজ্যজুড়ে শাসক দল তৃণমূল কংগ্রেস ও সরকারের বিরুদ্ধে দুর্নীতি অনিয়মের অভিযোগে আন্দোলনে নামছে বঙ্গ বিজেপি। জেলায় জেলায় হবে আইন অমান্য কর্মসূচি।  দুর্নীতি, আইনশৃঙ্খলা সহ নানা অভিযোগে চলবে লাগাতার আন্দোলন। এরই সঙ্গে নভেম্বরে সিঙ্গুর থেকে পদযাত্রা। রাজ্য সরকারের বিরুদ্ধে কর্মসংস্থানে ব্যর্থতার অভিযোগ তুলেই মূলত সিঙ্গুর থেকে নিউ টাউনের সিলিকন ভ্যালি পর্যন্ত পদযাত্রার কর্মসূচি বলে পদ্ম শিবির সূত্রের খবর।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
গজরাজের প্রত্যাবর্তন, দু'দশকে হাতির সংখ্যায় অবিশ্বাস্য লাফ! তথ্য দেখে চমকে যাবেন
আরও দেখুন

VENKATESWAR  LAHIRI

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
TMC-র  বিরুদ্ধে আন্দোলনে BJP-র হাতিয়ার তৃণমূলের অস্ত্রই! আন্দোলনে ঝাপাচ্ছে পদ্ম শিবির
Open in App
হোম
খবর
ফটো
লোকাল