১১ বছর আগে রাজ্যে পরিবর্তনের অন্যতম আঁতুরঘর ছিল সিঙ্গুর। সেই সিঙ্গুরকেই এবা:রের পঞ্চায়েত ভোটের আগে হাতিয়ার করতে চাইছে বঙ্গ বিজেপি।সিঙ্গুর থেকে নিউটাউন। বিজেপি সূত্রের খবর, এই মিছিলে ধাপে ধাপে যোগ দেবেন রাজ্য বিজেপির সাংসদ, বিধায়ক এবং নেতারা। মিছিলে দক্ষিণবঙ্গের সব জেলা থেকেই কর্মীদের আনার ভাবনা রয়েছে বঙ্গ বিজেপির। কিন্তু কর্মসূচির শুরু ও শেষের জায়গা হিসাবে সিঙ্গুর ও নিউটাউনের সিলিকন ভ্যালিকে কেন বেছে নিল বিজেপি? রাজ্য বিজেপির এক মুখপাত্র বলেন, ‘‘বাংলায় শিল্পের স্বপ্নভঙ্গের দুই কেন্দ্র হিসেবে সিঙ্গুর ও সিলিকন ভ্যালিকে তুলে ধরতে চাইছি আমরা।’’
advertisement
আরও পড়ুন - Viral Reels: বাজারের মধ্যেই যৌনতার আবেদন মাখা লাস্যপূর্ণ নাচ , কিন্তু পড়ে গেল এক ফোঁটা চোনা! ভাইরাল রিল
উৎসব শেষ। আন্দোলন শুরু। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশ, উৎসবের মরসুম মিটলেই ঝাঁপাতে হবে। সেই মতো, অক্টোবরের শেষ থেকেই রাজ্যজুড়ে শাসক দল তৃণমূল কংগ্রেস ও সরকারের বিরুদ্ধে দুর্নীতি অনিয়মের অভিযোগে আন্দোলনে নামছে বঙ্গ বিজেপি। জেলায় জেলায় হবে আইন অমান্য কর্মসূচি। দুর্নীতি, আইনশৃঙ্খলা সহ নানা অভিযোগে চলবে লাগাতার আন্দোলন। এরই সঙ্গে নভেম্বরে সিঙ্গুর থেকে পদযাত্রা। রাজ্য সরকারের বিরুদ্ধে কর্মসংস্থানে ব্যর্থতার অভিযোগ তুলেই মূলত সিঙ্গুর থেকে নিউ টাউনের সিলিকন ভ্যালি পর্যন্ত পদযাত্রার কর্মসূচি বলে পদ্ম শিবির সূত্রের খবর।
VENKATESWAR LAHIRI