বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে একুশ জুলাই হাওড়ার উলুবেড়িয়াতে প্রতিবাদ সভা করবে পদ্ম শিবির। নেতৃত্বের কথায়, যেভাবে ক্রমাগত হিংসা ও সন্ত্রাসের বাতাবরণ গ্রাস করেছে বাংলাকে, তার প্রতিবাদ হিসেবেই বিজেপির এই কর্মসূচি। বিজেপি সূত্রের খবর, শুভেন্দু অধিকারী ছাড়াও বঙ্গ বিজেপির প্রথম সারির নেতারা এদিন উলুবেড়িয়ার প্রতিবাদ সভায় অংশ নেবেন। তবে শুধু প্রতিবাদ সভাই নয়, এদিনের সভামঞ্চে 'আক্রান্ত'দের হাজির করে ক্ষতিপূ্রণও দেবে বিজেপি বলে দলীয় সূত্রের খবর। সাম্প্রতিক সময়ে একাধিক ইস্যুতে কোণঠাসা করার চেষ্টা করা হয়েছে তৃণমূলকে এমনটাই অভিযোগ করছেন শাসক নেতারা। তবে ২১-এর বাংলার বিধানসভা ভোটের ফল, পরবর্তী সময় জুড়ে একাধিক উপনির্বাচনের ফল জোড়া ফুল শিবিরের দিকেই গিয়েছে। এই আত্মবিশ্বাসকে সামনে রেখেই এবারের ২১ জুলাইয়ের আয়োজনে জোর তৎপরতা শুরু হয়েছে ঘাসফুল শিবিরে।
advertisement
আরও পড়ুন Kolkata Weather News: কলকাতায় বৃষ্টির ঘাটতি? কেন এমন জানাল হাওয়া অফিস...
প্রসঙ্গত, গত দু'বছর করোনা পরিস্থিতির জন্য সভার আয়োজন করা যায়নি ৷ ভার্চুয়াল সমাবেশ করতে হয়েছিল। এবার সমাবেশে নিজেদের শক্তি বোঝাতে চায় তৃণমূল কংগ্রেস। আর রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপিও একুশে জুলাইয়ের দিনটাকেই বেছে নিল পথে নেমে শাসকের বিরুদ্ধে প্রতিবাদের সুর চড়াতে। সব মিলিয়ে একই দিনে যুযুধান শাসক-বিরোধী শিবিরের রাজনৈতিক দুই কর্মসূচি ঘিরে দুই ফুল শিবিরের প্রস্তুতি এখন তুঙ্গে।
