TRENDING:

Kolkata News: একুশে জুলাই তৃণমূলের শহীদ সমাবেশের দিনই পথে বিজেপি

Last Updated:

TMC-BJP: একই দিনে যুযুধান শাসক-বিরোধী শিবিরের রাজনৈতিক দুই কর্মসূচি ঘিরে দুই ফুল শিবিরের প্রস্তুতি তুঙ্গে। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা:  তৃণমূলের একুশে জুলাই ধর্মতলায় শহীদ সমাবেশের দিনই আন্দোলন কর্মসূচির ঘোষণা বিজেপির। গত বিধানসভা ভোটের ফলাফলের পর থেকেই শাসকদলের বিরুদ্ধে হিংসা ও সন্ত্রাসের অভিযোগে লাগাতার সরব হয়ে আসছে গেরুয়া শিবির। গত দু’বছর করোনার কারণে ভার্চুয়ালি একুশে জুলাই উদযাপন করা হলেও ২০২২ এ ধর্মতলাতেই দিনটি পালন করবে তৃণমূল কংগ্রেস। সামনেই পঞ্চায়েত ও লোকসভা নির্বাচন। তাই একুশের মঞ্চ থেকেই  আগামী দিনের রাজনৈতিক আন্দোলনের দিশা দেখাবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বলেই মনে করছে রাজনৈতিক মহল। আর ঠিক এই দিনেই পথে বিজেপি।
advertisement

আরও পড়ুন Transport Department || যানজট ও দূষণ থেকে শহরকে বাঁচাতে নতুন উদ্যোগ পরিবহন দফতরের, ফিডার সার্ভিস নিয়ে কী সিদ্ধান্ত?

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে একুশ জুলাই হাওড়ার উলুবেড়িয়াতে প্রতিবাদ সভা করবে পদ্ম শিবির। নেতৃত্বের কথায়, যেভাবে ক্রমাগত হিংসা ও সন্ত্রাসের বাতাবরণ গ্রাস করেছে বাংলাকে, তার প্রতিবাদ হিসেবেই বিজেপির এই কর্মসূচি।  বিজেপি সূত্রের খবর,  শুভেন্দু অধিকারী ছাড়াও বঙ্গ বিজেপির প্রথম সারির নেতারা এদিন উলুবেড়িয়ার প্রতিবাদ সভায় অংশ নেবেন। তবে শুধু প্রতিবাদ সভাই নয়, এদিনের সভামঞ্চে  'আক্রান্ত'দের হাজির করে ক্ষতিপূ্রণও দেবে বিজেপি বলে দলীয় সূত্রের খবর। সাম্প্রতিক সময়ে একাধিক ইস্যুতে কোণঠাসা করার চেষ্টা করা হয়েছে তৃণমূলকে এমনটাই অভিযোগ করছেন শাসক নেতারা। তবে ২১-এর বাংলার বিধানসভা ভোটের ফল, পরবর্তী সময় জুড়ে একাধিক উপনির্বাচনের ফল জোড়া ফুল শিবিরের দিকেই গিয়েছে। এই আত্মবিশ্বাসকে সামনে রেখেই এবারের ২১ জুলাইয়ের  আয়োজনে জোর তৎপরতা শুরু হয়েছে ঘাসফুল শিবিরে।

advertisement

আরও পড়ুন Kolkata Weather News: কলকাতায় বৃষ্টির ঘাটতি? কেন এমন জানাল হাওয়া অফিস...

সেরা ভিডিও

আরও দেখুন
মেদিনীপুরের 'সবুজ নায়ক'! এই বনাঞ্চল বাঁচিয়েছে বহু মানুষের প্রাণ
আরও দেখুন

প্রসঙ্গত, গত দু'বছর করোনা পরিস্থিতির জন্য সভার আয়োজন করা যায়নি ৷ ভার্চুয়াল সমাবেশ করতে হয়েছিল। এবার সমাবেশে নিজেদের শক্তি বোঝাতে চায় তৃণমূল কংগ্রেস। আর রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপিও একুশে জুলাইয়ের দিনটাকেই বেছে নিল পথে নেমে শাসকের বিরুদ্ধে প্রতিবাদের সুর চড়াতে। সব মিলিয়ে একই দিনে যুযুধান শাসক-বিরোধী শিবিরের রাজনৈতিক দুই কর্মসূচি ঘিরে দুই ফুল শিবিরের প্রস্তুতি এখন তুঙ্গে।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
Kolkata News: একুশে জুলাই তৃণমূলের শহীদ সমাবেশের দিনই পথে বিজেপি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল