TRENDING:

Soumitra Khan|| কলকাতায় বসে ফের বোমা ফাটালেন সৌমিত্র খাঁ! কনভয়ে হামলা নিয়ে বিস্ফোরক অভিযোগ

Last Updated:

Soumitra Khan Controversy: কনভয় কাণ্ড তৃণমূল কংগ্রেসের 'গেম প্ল্যান' আখ্যা দিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মঙ্গলবার বিজেপির সল্টলেক দফতরে বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ  নতুন বোমা ফাটালেন। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: অভিষেক বন্দ্যোপাধ্যায় ও মন্ত্রী বীরবাহা হাঁসদার গাড়িতে  হামলা কাণ্ডে বিস্ফোরক অভিযোগ করলেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। এই কাণ্ড পূর্ব পরিকল্পিত, বলেন বিজেপি সাংসদ সৌমিত্র। সৌমিত্রর কথায়, “কনভয়ে নুড়িপাথর ছোঁড়ার পরিকল্পনা শাসকদলেরই। তৃণমূলীদের পায়ের তলার মাটি সরে যাওয়াতেই জঙ্গলমহলকে ওরা অশান্ত করার চেষ্টা করছে।  আলোচনার মাধ্যমে কুড়মি আন্দোলনের সমাধান করা উচিত।”
সৌমিত্র খাঁ।
সৌমিত্র খাঁ।
advertisement

এর আগে বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ বলেছিলেন, “অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নেতা করার জন্য মন্ত্রীর গাড়ি ভেঙে ইচ্ছে করে ‘নাটক’ করছে তৃণমূল কংগ্রেস।”  ‘আন্দোলন কালীঘাট পর্যন্ত যাবে’ বলেও তুমুল হুঁশিয়ারি দেন দিলীপ। খোদ তৃণমূল সুপ্রিমো তথা  মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কুড়মি সমাজকে ক্লিন চিট দিয়ে বলেছিলেন, “কুড়মি সম্প্রদায় নয়, কনভয়ে হামলার ঘটনার সঙ্গে সরাসরি বিজেপির যোগ রয়েছে।”

advertisement

আরও পড়ুনঃ কালীঘাটের বিয়েবাড়িতে মায়ের কোল থেকে শিশু চুরি! অবাক করা পদ্ধতি, সাবধান হন আজই

যদিও আগেই সেই অভিযোগ অস্বীকার করেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। নবজোয়ার কর্মসূচিতে ঝাড়গ্রামে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়ে হামলা এবং অভিষেকের কর্মসূচির মাঝে বীরবাহা হাঁসদার কনভয়ে হামলা নিয়ে রীতিমতো উত্তপ্ত হয় রাজ্য রাজনীতি।

advertisement

প্রসঙ্গত, গত শুক্রবার সন্ধ্যায় জাতীয় সড়কে বিক্ষোভ দেখাচ্ছিল কুড়মি সম্প্রদায়। সেই সময় অভিষেকের কনভয় গড় শালবনি এলাকায় যাওয়ার পথে বিক্ষোভ বাড়ে। এমনকি নেতার কনভয়ে হামলারও অভিযোগ উঠে। অন্যদিকে, অভিষেকের কনভয় বেরিয়ে যাওয়ার পর কনভয়ে থাকা আদিবাসী নেত্রী তথা রাজ্যের মন্ত্রী বীরবাহা হাঁসদার গাড়িতে ইট এসে পড়ে। যাতে মন্ত্রীর গাড়ির কাঁচ ভেঙে যায়। আহত হন গাড়ির চালক। ঘটনাকে কেন্দ্র করে শুরু হয় রাজনৈতিক তরজা।

advertisement

অভিষেক বন্দ্যোপাধ্যায় এক সভায় বলেছিলেন, “আমি এখনও বিশ্বাস করি, আমার কুড়মি ভাইয়েরা একাজ করতে পারে না।” মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, “আমি মনে করি, কুড়মিদের নাম করে এই অত্যাচার করেছে বিজেপি।” আর এ বার কনভয় কাণ্ড তৃণমূল কংগ্রেসের ‘গেম প্ল্যান’ আখ্যা দিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মঙ্গলবার বিজেপির সল্টলেক দফতরে বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ  নতুন বোমা ফাটালেন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
যা নেবেন মাত্র ৫ টাকা! বিজয়ার মিষ্টির সাবেকি স্বাদ পেতে হলে যেতে হবে এখানে, কোথায় জানেন
আরও দেখুন

Venkateswar Lahiri

বাংলা খবর/ খবর/কলকাতা/
Soumitra Khan|| কলকাতায় বসে ফের বোমা ফাটালেন সৌমিত্র খাঁ! কনভয়ে হামলা নিয়ে বিস্ফোরক অভিযোগ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল