TRENDING:

BJP Dilip Ghosh: "রাজ্যে মন নেই, প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছেন মমতা": ইকোপার্কে প্রাতঃভ্রমণে এসে কটাক্ষ দিলীপ ঘোষের

Last Updated:

CM Mamata Banerjee: মুখ্যমন্ত্রীর ভূমিকাকে কটাক্ষ করে দিলীপ ঘোষ বলেন, “মুখ্যমন্ত্রীর আর এখন রাজ্যে মন নেই প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছেন।"

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: রবিবার সাতসকালেই নিউটাউনের ইকোপার্কে হাজির দিলীপ ঘোষ (BJP Dilip Ghosh)। প্রাতঃভ্রমণে এসে এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিলোত্তমার সুরক্ষা বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন বিজেপির সর্বভারতীয় সহসভাপতি তথা বিজেপি সাংসদ দিলীপ ঘোষ (BJP Dilip Ghosh)! পাশাপাশি রাজ্যের নির্বাচনী হিংসা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন তিনি। শহরে একের পর এক গুলির ঘটনায় মহানগর কতটা সুরক্ষিত এপ্রশ্নের জবাবে তিনি বলেন, “মহানগর বলে আমাদের একটু চোখে বেশি পড়ছে জেলায় জেলায় যে ধরনের হিংসা, অসামাজিক কাজ কারবার শুরু হয়েছে রাজ্য সরকারের কোথাও কোনো নিয়ন্ত্রণ নেই।” মুখ্যমন্ত্রীর (CM Mamata Banerjee) ভূমিকাকে কটাক্ষ করে দিলীপ ঘোষ বলেন, “মুখ্যমন্ত্রীর আর এখন রাজ্যে মন নেই প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছেন। তাই রাজ্যের মানুষকে এখানকার গুণ্ডাদের হাতে তুলে দিয়েছেন। একই দিনে দু’জন কাউন্সিলর মারা গিয়েছেন, প্রকাশ্যে দিনের বেলা গুলি চালিয়ে দুষ্কৃতীরা ঘুরে বেড়াচ্ছে। তারা ধরা পড়ছে না, ধরা পড়লেও একজন লোকও সাজা পাচ্ছে না।” দুষ্কৃতীদের সাজা না দিয়ে পুলিশের কাজ এখন কেবল বিরোধীদের আটকানো বলেও মন্তব্য করেন তিনি।
দিলীপ ঘোষের কটাক্ষ
File Photo
দিলীপ ঘোষের কটাক্ষ File Photo
advertisement

আরও পড়ুন- আসানসোলে অগ্নিমিত্রা, আবারও তাঁকেই ভরসা কেন? উঠছে প্রশ্ন

অন্যদিকে আসানসোল এবং বালিগঞ্জ কেন্দ্রে লোকসভা নির্বাচনে (Loksabha Election 2022_  বালিগঞ্জের তৃণমূল প্রার্থী বাবুল সুপ্রিয় (Babul Supriyo) নিজের প্রচারে দিলীপ ঘোষকে (BJP Dilip Ghosh) কটাক্ষ করেন। বাবুলের মন্তব্যের পালটা জবাব দিয়ে নিজস্ব ভঙ্গিতে এদিন দিলীপ ঘোষ বলেন, “আমি ওঁকে জিজ্ঞাসা করতে চাই সবে তো টুপি পরলেন, লুঙ্গি কবে পরতে চলেছেন? পোশাক বদলের মতো দল বদলায় এঁরা। নৈতিক দিক দিয়ে হেরে গেছেন, এখন হাতে-পায়ে ধরে মন্ত্রী হওয়ার তালে আছেন।” রাজ্যের নির্বাচনী আবহাওয়াকে কটাক্ষ করে দিলীপ বলেন, “পশ্চিমবাংলায় নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ হতে পারে এটা কল্পনাও করা যায় না। পরপর নির্বাচন হচ্ছে, আমরা দেখছি পুলিশ চোর ধরা বন্ধ করে বিরোধীদের আটকাতেই ব্যস্ত।” পশ্চিমবঙ্গের শাসক দল পেশী শক্তির বলেই জোর করে ভোট করানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেন তিনি।

advertisement

আরও পড়ুন- রাজমিস্ত্রি থেকে সোজা কাউন্সিলর! ভোটে জিতেও কেন চিন্তায় তৃণমূলের পুরপিতা?

রানাঘাটে সাংসদ জগন্নাথ সরকারের ওপর হামলার নিন্দা করে দিলীপ ঘোষ বলেন, “দু’দিন আগেই আমাদের জেলা সভাপতি কল্যাণ চৌবের ওপর আক্রমণ হয়েছে। গতকাল জগন্নাথ সরকারের ওপর আক্রমণ হয়েছে। আমরা দেখছি দুষ্কৃতীরা দাপিয়ে বেড়াচ্ছে, বন্দুক চালাচ্ছে।” রাজ্যের সাধারণ মানুষের নিরাপত্তাহীনতার অভিযোগ তুলে বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ (BJP Dilip Ghosh) জানান, মন্ত্রী, বিধায়কদের নিরাপত্তায় খামতি রাখে না রাজ্য সরকার। কিন্তু সাধারণ মানুষের সুরক্ষার বিষয়ে সরকারের ভূমিকা নীরব দর্শকের।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
একটা ফোন, বাড়িতে পৌঁছে যাবে খোদ বর্ধমানের বিখ্যাত সীতাভোগ! বড় উদ্যোগ মিষ্টি দোকানের
আরও দেখুন

Anup Chakraborty

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
BJP Dilip Ghosh: "রাজ্যে মন নেই, প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছেন মমতা": ইকোপার্কে প্রাতঃভ্রমণে এসে কটাক্ষ দিলীপ ঘোষের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল