আরও পড়ুন- আসানসোলে অগ্নিমিত্রা, আবারও তাঁকেই ভরসা কেন? উঠছে প্রশ্ন
অন্যদিকে আসানসোল এবং বালিগঞ্জ কেন্দ্রে লোকসভা নির্বাচনে (Loksabha Election 2022_ বালিগঞ্জের তৃণমূল প্রার্থী বাবুল সুপ্রিয় (Babul Supriyo) নিজের প্রচারে দিলীপ ঘোষকে (BJP Dilip Ghosh) কটাক্ষ করেন। বাবুলের মন্তব্যের পালটা জবাব দিয়ে নিজস্ব ভঙ্গিতে এদিন দিলীপ ঘোষ বলেন, “আমি ওঁকে জিজ্ঞাসা করতে চাই সবে তো টুপি পরলেন, লুঙ্গি কবে পরতে চলেছেন? পোশাক বদলের মতো দল বদলায় এঁরা। নৈতিক দিক দিয়ে হেরে গেছেন, এখন হাতে-পায়ে ধরে মন্ত্রী হওয়ার তালে আছেন।” রাজ্যের নির্বাচনী আবহাওয়াকে কটাক্ষ করে দিলীপ বলেন, “পশ্চিমবাংলায় নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ হতে পারে এটা কল্পনাও করা যায় না। পরপর নির্বাচন হচ্ছে, আমরা দেখছি পুলিশ চোর ধরা বন্ধ করে বিরোধীদের আটকাতেই ব্যস্ত।” পশ্চিমবঙ্গের শাসক দল পেশী শক্তির বলেই জোর করে ভোট করানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেন তিনি।
advertisement
আরও পড়ুন- রাজমিস্ত্রি থেকে সোজা কাউন্সিলর! ভোটে জিতেও কেন চিন্তায় তৃণমূলের পুরপিতা?
রানাঘাটে সাংসদ জগন্নাথ সরকারের ওপর হামলার নিন্দা করে দিলীপ ঘোষ বলেন, “দু’দিন আগেই আমাদের জেলা সভাপতি কল্যাণ চৌবের ওপর আক্রমণ হয়েছে। গতকাল জগন্নাথ সরকারের ওপর আক্রমণ হয়েছে। আমরা দেখছি দুষ্কৃতীরা দাপিয়ে বেড়াচ্ছে, বন্দুক চালাচ্ছে।” রাজ্যের সাধারণ মানুষের নিরাপত্তাহীনতার অভিযোগ তুলে বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ (BJP Dilip Ghosh) জানান, মন্ত্রী, বিধায়কদের নিরাপত্তায় খামতি রাখে না রাজ্য সরকার। কিন্তু সাধারণ মানুষের সুরক্ষার বিষয়ে সরকারের ভূমিকা নীরব দর্শকের।
Anup Chakraborty