অভিযোগে শুভেন্দু অধিকারী জানিয়েছেন, ‘‘গতকাল, অর্থাৎ ১৯ অক্টোবর ২০২৫ তারিখে, দক্ষিণ ২৪ পরগনা জেলার সুন্দরবন পুলিশ জেলার আওতাধীন এলাকায় আমার পূর্ব নির্ধারিত কর্মসূচি তথা কালীপুজো ও দীপাবলি উৎসবে যোগ দিতে যাওয়ার সময়, একাধিক স্থানে দুষ্কৃতিকারীরা আমাকে আক্রমণ করে।’’
advertisement
শুভেন্দু অধিকারী জানান, ‘‘আমার সফরের বিস্তারিত সূচি আগে থেকেই সুন্দরবন পুলিশ জেলার পুলিশ সুপারকে জানান হয়েছিল, যাতে কোনও অপ্রত্যাশিত ঘটনা না ঘটে। কিন্তু পুলিশ শুধুমাত্র সেই দায়িত্ব পালনে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে তাই নয়, বরং দুষ্কৃতীদের জমায়েতে সাহায্যও করেছে।’’
ঘটনাকে তৃণমূলের ষড়যন্ত্র বলে উল্লেখ্য শুভেন্দুর। বিজেপি নেতার দাবি, ‘‘গতকালের ঘটনা কোনও আকস্মিক গুন্ডামির ঘটনা নয়, এটি শাসক দল তৃণমূল কংগ্রেসের এক মরিয়া ষড়যন্ত্র, যেখানে তারা বেআইনি বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের উসকানি দিয়ে বিরোধী দলের উপর হামলা চালানোর অস্ত্র হিসেবে ব্যবহার করছে।’’
শুভেন্দুর দাবি, ‘‘মহামান্য কলকাতা হাইকোর্ট (WPA 1097/2021) অর্ডারের মাধ্যমে রাজ্য সরকারকে আমার নিরাপত্তা সুনিশ্চিত করার নির্দেশ দিয়েছিলেন। পূর্ববর্তী (১১.০৮.২০২১ ও ১৬.০৮.২০২১) তারিখের আদেশ অনুযায়ীও সুরক্ষা প্রদানের নির্দেশ ছিল, কিন্তু সেই নির্দেশগুলিকেও অমান্য করা হয়েছে। এই নিরাপত্তা ব্যর্থতার সম্পূর্ণ দায় পুলিশ প্রশাসনের, এবং এর বিরুদ্ধে উপযুক্ত আইনি পদক্ষেপ নেওয়া হবে। আমার আইনজীবী সংশ্লিষ্ট থানাগুলিতে একাধিক এফআইআর দায়ের করেছেন, যাতে দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়।’’ হামলাকারীদের নামের তালিকাও দিয়েছেন শুভেন্দু।