TRENDING:

Agnimitra Paul: ‘তড়িঘড়ি পোস্টমর্টেম কেন?’ ‘অপরাজিতা বিল’ পেশ নিয়ে তোলপাড় বিধানসভা, এবার বড় প্রশ্ন তুললেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা

Last Updated:

BJP: ধর্ষণে সাজা সংক্রান্ত ‘অপরাজিতা’ পেশ করা হয় মঙ্গলবার। অপরাজিত বিল নিয়ে বক্তব‍্য রাখেন মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্য‍ায়। বক্তব‍্য পেশ করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিরারীও। এবার মমতা বন্দ‍্যোপাধ‍্যায়ের বক্তব‍্য পেশের পর এবার এই বিল নিয়ে প্রতিক্রিয়া জানালেন, বিরোধী নেত্রী অগ্নিমিত্রা পল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: ধর্ষণে সাজা সংক্রান্ত ‘অপরাজিতা বিল’ পেশ করা হয় মঙ্গলবার। অপরাজিতা বিল নিয়ে বক্তব‍্য রাখেন মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্য‍ায়। বক্তব‍্য পেশ করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিরারীও। এবার মমতা বন্দ‍্যোপাধ‍্যায়ের বক্তব‍্য পেশের পর এবার এই বিল নিয়ে প্রতিক্রিয়া জানালেন, বিরোধী নেত্রী অগ্নিমিত্রা পল।
‘তড়িঘড়ি পোস্টমর্টেম কেন?’ ‘অপরাজিত বিল’ পেশ নিয়ে তোলপাড় বিধানসভা, এবার বড় প্রশ্ন তুললেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা
‘তড়িঘড়ি পোস্টমর্টেম কেন?’ ‘অপরাজিত বিল’ পেশ নিয়ে তোলপাড় বিধানসভা, এবার বড় প্রশ্ন তুললেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা
advertisement

এদিন অগ্নিমিত্রা বলেন, ‘‘সারা দেশ যে আইনটাকে অনুসরণ করছে, তাহলে চোখে ধুলো দেওয়ার জন‍্যই এই বিলটি আনা হল? আমাদের রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রীর রাজত্বে আইনের শাসন নেই। ১১ বছর হয়ে গিয়েছে। এখনও কামদুনি বিচার পায়নি। কামদুনি তো সিবিআই দেখছিল না, সিআইডি দেখছিল। তাহলে অভিযুক্তরা ছাড়া পেলো কী করে?

আরও পড়ুন: ‘এই বিল গোটা দেশের মেয়েদের সুরক্ষার জন্য’, বিধানসভায় যাবতীয় অভিযোগ খণ্ডন মমতার

advertisement

পুলিশের ভূমিকা নিয়েও জানালেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা। তিনি বলেন, ‘‘সব পুলিশ‌ই খারাপ এটা আমি বলব না। অনেক পুলিশ‌ই দক্ষ। কিন্তু পুলিশকে কাজে লাগানো হয় শুধু বিরোধীদের শায়েস্তা করতে।’’ নির্যাতিতার দেহ কেন তড়িঘড়ি পোস্টমর্টেম করা হল? প্রশ্ন তুলেছেন বিরোধী নেত্রী।

আরও পড়ুন: পুষ্টির ভাণ্ডার, ভিটামিনে ঠাসা, করে হজম, কমায় বাড়তি ওজন, তবু কাদের খাওয়া বারণ পেঁপে? ভুল করবেন না, এখনই জানুন

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
হারিয়ে যাওয়া উপকরণে সেজেছে মণ্ডপ, দেবীর সঙ্গে হাজির 'ডাকিনী-যোগিনী'
আরও দেখুন

তিনি বলেন, ‘‘এত প্রশ্ন‌ই তো আসতোই না যদি নির্যাতিতার দেহটা সংরক্ষিত থাকতো? কেন অত তাড়াতাড়ি পোষ্ট মর্টেম করে ফেলা হল? আরজি করের প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপ ঘোষকে গ্রেফতারের প্রসঙ্গে অগ্নিমিত্রা জানালেন, ‘‘গতকাল সন্দীপ ঘোষকে গ্রেফতার করা হল। আপনি (মুখ্যমন্ত্রী) কেন তাকে গ্রেফতার করেন নি।আপনি তাকে সেফ গার্ড করেছেন। অভয়ার খুনের সঙ্গে দুর্নীতির যোগ আছে। আস্তে আস্তে সব বের হবে।’’

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Agnimitra Paul: ‘তড়িঘড়ি পোস্টমর্টেম কেন?’ ‘অপরাজিতা বিল’ পেশ নিয়ে তোলপাড় বিধানসভা, এবার বড় প্রশ্ন তুললেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল