Mamata Banerjee: 'এই বিল গোটা দেশের মেয়েদের সুরক্ষার জন্য', বিধানসভায় যাবতীয় অভিযোগ খণ্ডন মমতার

Last Updated:

Mamata Banerjee: সোমবার থেকেই শুরু হয়েছে রাজ‍্যের বিধানসভার বিশেষ অধিবেশন। পূর্বনির্ধারিতভাবেই বিধানসভার দ্বিতীয় দিনে অপরাজিতা বিল নিয়ে বক্তৃতা পেশ করা শুরু করলেন মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায়। মুখ‍্যমন্ত্রীর ধর্ষণে ফাঁসির সংক্রান্ত এই বিল নিয়ে বক্তব‍্য রেখেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিধানসভায় অপরাজিতা বিলকে ঐতিহাসিক বিল বলে আখ‍্যা দিলেন মুখ‍্যমন্ত্রী।

'এই বিল গোটা দেশের মেয়েদের সুরক্ষার জন্য', বিধানসভায় যাবতীয় অভিযোগ খণ্ডন মমতার
'এই বিল গোটা দেশের মেয়েদের সুরক্ষার জন্য', বিধানসভায় যাবতীয় অভিযোগ খণ্ডন মমতার
কলকাতা: সোমবার থেকেই শুরু হয়েছে রাজ‍্যের বিধানসভার বিশেষ অধিবেশন। পূর্বনির্ধারিতভাবেই বিধানসভার দ্বিতীয় দিনে অপরাজিতা বিল নিয়ে বক্তৃতা পেশ করা শুরু করলেন মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায়। মুখ‍্যমন্ত্রীর ধর্ষণে ফাঁসির সংক্রান্ত এই বিল নিয়ে বক্তব‍্য রেখেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিধানসভায় অপরাজিতা বিলকে ঐতিহাসিক বিল বলে আখ‍্যা দিলেন মুখ‍্যমন্ত্রী।
এদিন মমতা বন্দ‍্যোপাধ‍্যায় বলেন, ‘‘আমি কোনটা সত্য আর কোনটা মিথ্য সেটা বলব। আপনার থেকে জ্ঞান নেব না। বিরোধী দলনেতাকে আমার কথা ধৈর্য্য ধরে শুনতে হবে। আমি প্রেস-মিডিয়ার বিরোধী নই। মেয়েদের অধিকার রক্ষার লড়াইয়ে শামিল হতে হবে। ৩ সেপ্টেম্বর ঐতিহাসিক দিন। ইউনাইটেড নেসনস শুরু করেছিল মহিলাদের জন্য নারী বৈষম্য বিরোধী কমিটি। আমি সমবেদনা জানাচ্ছি নির্যাতিতার পরিবারকে। গোটা দেশে যারা অত্যাচারিত হয়েছে। তাদের পরিবারকেও সমবেদনা জানাচ্ছি।’’
advertisement
advertisement
মুখ‍্যমন্ত্রীর কথায়, ‘‘কোনও শর্ত ছাড়া এই বিল সমর্থন করবে সেই আশা রাখি। ধর্ষণের মতো নিকৃষ্ট অপরাধে সর্বোচ্চ শাস্তি হওয়া উচিত। আমি নিজে সিবিআইকে দিয়ে দেব বলেছিলাম। কিন্তু আমি রবিবার পর্যন্ত সময় চেয়েছিলাম। আদালতের নির্দেশে সিবিআই হয়ে যায়। আমাদের আপত্তি নেই। উই ওয়ান্ট জাস্টিস। সিবিআইয়ের থেকে জাস্টিস চাই। বিরোধী দলনেতাকে বলছি, রাজ্যপালকে বলুন এই বিলে সই করতে। আমিও চাই আপনাদের মতো এই বিল দ্রুত কার্যকর করতে।’’
advertisement
মুখ‍্যমন্ত্রীর কথায় উঠে এল কামদুনির প্রসঙ্গও। তাঁর কথায়, ‘‘৮৮ ফাস্ট ট্র‍্যাক কোর্ট আছে। মহিলাদের জন্য ৫২’টা নির্দিষ্ট কোর্ট আছে। কামদুনি কেসে পিপি বদল হয়েছে অনেক সময় ট্রান্সফারের কারণে। আদালত আমাদের হাতে নেই। আদালত আপনাদের হাতে আছে।’’
মুখ‍্যমন্ত্রী বলেন, ‘‘ আমি মনে করি বিরোধীদের দায়বদ্ধতা আছে। ট্রেনের ভেতর রক্ষা করার দায়িত্ব আর পি এফের। রাজ্য সরকারের নয়। ম্যাক্সিমাম ফেক নিউজ। একাধিক বিকৃত তথ্য দেওয়া হল। খবরের কাগজের নামে যা দেখানো হল।’’
advertisement
মুখ‍্যমন্ত্রীর বক্তব‍্যে উঠে এল উন্নাও, হাথরসের প্রসঙ্গও। তিনি বলেন, ‘‘উন্নাও, হাথরসে বিচার পায়নি। ইউপিতে(উত্তরপ্রদেশ) একাধিক এই ঘটনা ঘটেছে। উত্তরাখণ্ডে নার্সকে ধর্ষণ করা হয়েছে। মহারাষ্ট্র নাবালিকা, স্কুল ছাত্রী ধর্ষণ করা হল। আমি বলছি ছি ছি। যারা এটা করেছে তাদের লজ্জা নেই।’’
আরজি কর প্রসঙ্গে প্রধানমন্ত্রীকে দুটি চিঠি লেখেন মুখ‍্যমন্ত্রী। এদিন বিধানসভায় ফের এই প্রসঙ্গে মুখ‍্যমন্ত্রী বলেন, ‘‘প্রধানমন্ত্রীকে আমি দুটো চিঠি দিয়েছি। তিনি কোনও রিপ্লাই দেননি। তবে একজন নারী ও শিশু কল্যাণ দফতর মন্ত্রী উত্তর দিয়েছেন। আমি ন্যায় সংহিতা নিয়ে তাড়াহুড়ো করতে বারণ করেছিলাম। আমি একাধিকবার স্বরাষ্ট্র দফতরকে বলেছি। বলেছিলাম নতুন সরকারের সঙ্গে কথা বলতে।  আমি চেয়েছিলাম এই আইন কেন্দ্রীয় সরকার করুক। কিন্তু আইনে ফাঁক রাখা হয়েছিল। ধর্ষণের ঘটনায় সাত মাসে জামিন পেয়ে যায়। আর তাদের ফুল মালা পরানো হয়। ভিনেশ দেশের জন্য একটা পদক আনতে পারত। সিপিএম এখন বিজেপির সঙ্গে প্রতিযোগিতা করছে।’’
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Mamata Banerjee: 'এই বিল গোটা দেশের মেয়েদের সুরক্ষার জন্য', বিধানসভায় যাবতীয় অভিযোগ খণ্ডন মমতার
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement