TRENDING:

'পুরাতনই ভিত্তি, নতুনই ভবিষ্যৎ' কলকাতায় জোড়া ফুলের নয়া পোস্টার নিয়ে কটাক্ষ পদ্ম ফুল শিবিরের 

Last Updated:

দুই প্রান্তে  তৃণমূলের হোডিং ,পোস্টার লাগানোকে দুর্নীতির মুখ বদলের কৌশল বলেই মনে করছে পদ্ম শিবির।               

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: তৃণমূলের নয়া পোস্টার নিয়ে রাজনৈতিক তরজা অব্যাহত। রবিবার মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি লাগানো শহরে তৃণমূলের পোস্টার পড়েছে। কলকাতা পুরসভার আঠাশ নম্বর ওয়ার্ডের অন্তর্গত এলাকায় লাগানো পোস্টারের স্লোগান 'পুরাতনই ভিত্তি। নতুনই ভবিষ্যৎ'। এই পোস্টার নিয়ে শাসক দলকে কটাক্ষ করতে ছাড়েনি প্রধান বিরোধী দল বিজেপি।
BJP is criticisizing TMC's new poster campaign
BJP is criticisizing TMC's new poster campaign
advertisement

বঙ্গ বিজেপি নেতাদের কথায়,' তৃণমূল কর্মীদের ভেতরে কোন্দল চলছে। দেখানো হচ্ছে মমতা অভিষেক -এর মধ্যে বিরোধ চলছে। এটা দুর্নীতির পাঁকে ডুবে থাকা তৃণমূলের মুখ বদলের কৌশল' তৃণমূলের নয়া পোস্টার নিয়ে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের বক্তব্য, ‘‘ স্বচ্ছ্ব ভাবমূর্তির লক্ষ্যে তৃণমূল যতই কৌশল নিক না কেন মানুষ আর তৃণমূলকে ভরসা করবে না। সবাই তলে তলে এক হয়ে আছে।’’ '‘পুরাতনই ভিত্তি, নতুনই ভবিষ্যৎ’’- এই স্লোগানে পোস্টার দেওয়া হয়েছে৷  পোস্টার দিয়েছে বাংলা সিটিজেন্স ফোরাম। পোস্টারে উল্লেখ হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে তৃণমূল কংগ্রেস ছিল, আছে, থাকবে।

advertisement

আরও পড়ুন - শিখর ধাওয়ান নাকি সম্ভাব্য প্লেয়িং ইলেভেন থেকে বাদ! ভারত বনাম জিম্বাবোয়ের তৃতীয় একদিনে দলে কি বড় চমক

শহরের একাংশ জুড়ে থাকা এই পোস্টার ঘিরেই শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। কিছু দিন আগেই দক্ষিণ কলকাতার একাধিক জায়গায় পোস্টার পড়েছিল। যেখানে, দু’টি সংগঠনের নামে একাধিক হোর্ডিং দেওয়া হয়েছিল। ওই দুই সংগঠনের সভাপতি কুমার সাহা বলেছিলেন, ‘‘অভিষেককে আলাদা ভাবে নেতা হিসাবে তুলে ধরার কোনও প্রয়োজন নেই। তিনি নেতা হিসাবে প্রতিষ্ঠিত। আমরা তাঁকে ভালবাসি। তিনি দলে স্বচ্ছ্বতার কথা বলেছেন। তাই পোস্টার দিয়েছি। আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দিয়েও আমরা পোস্টার দিয়েছিলাম।’’

advertisement

শহরে রবিবার যে নয়া পোস্টার পড়েছে সেখানে বোঝানো হয়েছে,  তৃণমূল কংগ্রেসকে বিভক্ত দেখিয়ে লাভ নেই৷ তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বেই চলছে৷ দলের সুপ্রিমো একাধিকবার বলে এসেছেন তিনি পাঁচটি জেনারেশন তৈরি করে দিয়ে যেতে চান৷ তারই পরিপ্রেক্ষিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলাচ্ছেন৷ নবীন-প্রবীণ মিলিয়েই যে দল চলবে তা পরিষ্কার করে দেওয়া হয়েছে এই পোস্টারের মাধ্যমে। সবমিলিয়ে দু'বার শহরের দুই প্রান্তে  তৃণমূলের হোডিং ,পোস্টার লাগানোকে দুর্নীতির মুখ বদলের কৌশল বলেই মনে করছে পদ্ম শিবির।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

VENKATESWAR LAHIRI

বাংলা খবর/ খবর/কলকাতা/
'পুরাতনই ভিত্তি, নতুনই ভবিষ্যৎ' কলকাতায় জোড়া ফুলের নয়া পোস্টার নিয়ে কটাক্ষ পদ্ম ফুল শিবিরের 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল