TRENDING:

Mamata Banerjee: দিল্লিতে বিকল্প নেই বলে বিজেপি, আমাদের বিকল্প পৌঁছে দিতে হবে, বললেন মমতা

Last Updated:

Mamata Banerjee: এ দিনের অনুষ্ঠান থেকে জাতীয় রাজনীতির প্রেক্ষিতে বিজেপিকে তীব্র আক্রমণ করেন মমতা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: পাখির চোখ ২০২৪। এখনও সেই লক্ষ্যেই অটল তৃণমূল, অটল তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আন্তর্জাতিক নারী দিবসের অনুষ্ঠান থেকে সেই কথাই আরও একবার মনে করিয়ে দিলেন তিনি (Mamata Banerjee)। বললেন, দিল্লিতে বিজেপি সরকার ক্ষমতায় আছে কারণ সাধারণ মানুষের সামনে শক্তিশালী কোনও বিকল্প নেই। আমাদের সেই বিকল্প সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে হবে।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷
advertisement

এ দিনের অনুষ্ঠান থেকে জাতীয় রাজনীতির প্রেক্ষিতে বিজেপিকে তীব্র আক্রমণ করেন মমতা (Mamata Banerjee)। বলেন, নিজের ওয়ার্ডে ওরা জিততে পারে না, তার পর বড় বড় কথা বলে। অনেক বিজেপি নেতা বলছেন, উত্তরপ্রদেশে জিতলে নবান্নে তুফান তুলে দেব। আমি বলছি, ওঁরা তুফান তুললে আমরা টর্নেডো তুলব। ওদের আগে নিজেদের ওয়ার্ডের তুফান সামলাতে বলুন। উল্লেখ্য, সদ্য শেষ হওয়া পুর নির্বাচনের ফলে দেখা গিয়েছে, রাজ্য করুণ অবস্থা হয়েছে গেরুয়া শিবিরের। অনেক সাংসদ, বিধায়কের নিজের ওয়ার্ডে দল হেরেছে, সেই বিষয়টিই তুলে আনলেন মমতা।

advertisement

আরও পড়ুন: নির্দলদের প্রশ্রয় নয়, সাহায্য করলেও কঠোর পদক্ষেপ, নেতাদের কড়া বার্তা মমতার

সম্প্রতি উত্তরপ্রদেশে অখিলেশ যাদবের হয়ে প্রচার করতে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেখানে তৃণমূল লড়ছে না, সমর্থন করছে সমাজবাদী পার্টিকে। মমতা সেই কথা উল্লেখ করে বলেন, সব জায়গায় আমাদের ভোটে লড়তে হবে, এমন কোনও বিষয় নেই। ঠিক মতো ভূমিকা পালন করা গুরুত্বপূর্ণ। অর্থাৎ আবারও আঞ্চলিক দলগুলিকে নিয়ে বিজেপি বিরোধী শক্তিশালী বিকল্প তৈরিতেই জোর দিলেন মমতা।

advertisement

আরও পড়ুন: চন্দ্রিমাকে অর্থ ছাড়লেন মমতা! অনুমোদন রাজ্যপালের, মন্ত্রিসভায় আর কোন চমক?

পাশাপাশি জাতীয় রাজনীতির সূত্রে এসেছে গোয়ার প্রসঙ্গও। সদ্য বিধানসভা নির্বাচন শেষ হয়েছে গোয়ায়। সেখানে তৃণমূল কয়েকটি আসন পেতে পারে বলে জানিয়েছে বুথ ফেরত সমীক্ষাও। মমতা বলেন, গোয়ায় আরও সময় পাওয়া গেলে আরও ভাল ফল হত। তবে ভোটে হার-জিত থাকতেই পারে, সেটা বড় কথা নয়। গোয়ায় সাধারণ মানুষের বাড়ি বাড়ি পৌঁছে দিতে হবে তৃণমূলে চিহ্ন। সাধারণ মানুষকে আমি ধনব্যবাদ জানাই, এই ক'মাসে যা হয়েছে, তা সাধারণ মানুষের জন্যই।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

আবীর ঘোষাল

বাংলা খবর/ খবর/কলকাতা/
Mamata Banerjee: দিল্লিতে বিকল্প নেই বলে বিজেপি, আমাদের বিকল্প পৌঁছে দিতে হবে, বললেন মমতা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল