হাতে আর কয়েকটা মাস। তারপরই লোকসভা ভোট। বঙ্গে চব্বিশের যুদ্ধ জয়ের লক্ষ্যে এবার বেসরকারি কৌশলী-সংস্থার হাত ধরছে বিজেপি বলে সূত্রের খবর। অতীতেও বিভিন্ন রাজ্যে এমন সাহায্য নিয়েছে বিজেপি। এ বার নরেন্দ্র মোদির প্রধানমন্ত্রিত্বের হ্যাটট্রিক নিশ্চিত করতে এবং বাংলায় অমিত শাহের বেঁধে দেওয়া ৩৫ আসনের লক্ষ্যে পৌঁছতে বিজেপি মরিয়া। সেই লক্ষ্যে ভিনরাজ্যের বেসরকারি কৌশলী সংস্থার সাহায্য নিতে চলেছে বিজেপির বঙ্গ ব্রিগেড। একুশের বিধানসভা ভোটে দলের নেতাদের দেওয়া তথ্যকে সামনে রেখে লড়ে বিজেপি। তাতে দু’শো পারের স্বপ্ন ভেঙে চুরমার হয়েছে। পর্যালোচনা করতে গিয়ে বঙ্গ বিজেপি নেতৃত্ব দেখেছে, জেলা থেকে রাজ্য হয়ে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে যে তথ্য-পরিসংখ্যান পৌঁছেছিল তার সঙ্গে বাস্তবের বিস্তর ফারাক ছিল। তার ফলে অনেক আসনে প্রয়োজনীয় পদক্ষেপ করা যায়নি। এবার তাই প্রথম থেকেই বেসরকারি কৌশলী-সংস্থার তথ্যের উপর ভিত্তি করে এগোতে চাইছে বিজেপি। যাতে আসন ধরে ধরে পরিকল্পনা করা যায়।
advertisement
আরও পড়ুন– বড় খবর! একাধিক সরকারি দফতরে বিপুল নিয়োগের অনুমোদন মন্ত্রিসভার
জোন ভাগ করে ইতিমধ্যে সংস্থাটি কাজ শুরু করে দিয়েছে বলে জানা গিয়েছে। কোন এলাকায় বিজেপির প্রতি আগ্রহ কতটা। বুথস্তরে দলের আসল চেহারা কী, এরকমই নানা তথ্য সংগ্রহের পাশাপাশি কোন এলাকায় কোন বিষয়ে প্রচারে প্রাধান্য দিতে হবে তা নিয়েও পরামর্শ দেবে বেসরকারি সংস্থা বলে পদ্ম শিবির সূত্রের খবর। বঙ্গের ৪২টি লোকসভা কেন্দ্রেই তারা সমীক্ষা চালাবে। বিশেষ জোর দেবে উনিশে জেতা ১৮ আসনে। বিজেপি সূত্রে খবর, উনিশে জেতা প্রার্থীদের একাংশ অনেকটাই জনপ্রিয়তা হারিয়েছেন। তাঁরা এবার টিকিট নাও পেতে পারেন। প্রার্থী তালিকায় দেখা যেতে পারে নতুন মুখ। কারা কারা প্রার্থী হতে পারেন সেই সম্পর্কেও রিপোর্ট দেবে বেসরকারি সংস্থা। যদিও প্রকাশ্যে এই নিয়ে কেউ মুখ খুলতে রাজি নয়।
