এরপরই মুর্শিদাবাদ-সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির সদস্যরা সরেজমিনে গিয়ে তথ্য সংগ্রহ করবেন। স্থানীয় মানুষের সঙ্গে কথা বলা, নিহতদের পরিবার ও আক্রান্তদের সঙ্গেও কথা বলবেন তাঁরা। বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা নিযুক্ত ৪ সদস্যের প্রতিনিধি দলের শীর্ষে রয়েছেন রবিশঙ্কর প্রসাদ। কমিটির বাকি তিন সদস্য হলেন যথাক্রমে মুম্বাই পুলিশের প্রাক্তন পুলিশ কমিশনার তথা সাংসদ সত্যপাল সিং, সাংসদ রাজদীপ রায় ও বিজেপির জাতীয় সহ সভাপতি তথা সাংসদ রেখা ভার্মা।
advertisement
রাজ্যের বিভিন্ন জেলা পরিদর্শন করার পর রাজ্য নির্বাচন কমিশনারের সঙ্গেও বৈঠক করতে পারেন কেন্দ্রীয় অনুসন্ধানকারী দলের সদস্যেরা। চলতি সপ্তাহের শেষেই জেপি নাড্ডার কাছে পূর্ণাঙ্গ রিপোর্ট পেশ করবে এই কমিটি। বলাবাহুল্য, পঞ্চায়েত ভোটের দিনক্ষণ ঘোষণার সঙ্গে সঙ্গেই শাসক দলকে নিশানা করে সন্ত্রাসের অভিযোগে সরব হয়েছিল বঙ্গ বিজেপি। ভোটের দিন পরিকল্পিত গণহত্যার মারাত্মক অভিযোগও তোলে গেরুয়া শিবির। খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বঙ্গ বিজেপি নেতাদের ফোন করে পরিস্থিতির খোঁজখবর নেন। গত বিধানসভা নির্বাচনের পরপরই রাজ্যে কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশে ফ্যাক্ট ফাইন্ডিং টিম পাঠানোর পর এবার পঞ্চায়েত ভোটেও সন্ত্রাসের অভিযোগ খতিয়ে দেখতে ভোটগণনা মিটতেই রাজ্যে আসছে বিজেপির তথ্যানুসন্ধানকারী কমিটি।
প্রসঙ্গত, ২০২১ সালের বিধানসভা ভোটের পর রাজ্যে হিংসা পরিস্থিতি খতিয়ে দেখতেও বিজেপি তথ্যানুসন্ধানী দল পাঠিয়েছিল বঙ্গে। বিজেপির ওই তথ্যানুসন্ধানী দলের অন্যতম সদস্য ছিলেন বাংলার বর্তমান সি ভি আনন্দ বোস।