বিজেপি সূত্রে খবর, কেন্দ্রীয় নেতৃত্বের তরফে রাজ্য নেতৃত্বের কাছে রিপোর্ট তলব। এর আগেও কেন্দ্রীয় নেতৃত্বের তরফ থেকে 'সেন্সর' করা হয়েছিল দিলীপ ঘোষকে। তারপরও থামেননি তিনি। একের পর এক মন্তব্যে বাড়িয়েছেন দলের অস্বস্তি। গতকাল সিবিআই-এর সম্পর্কে 'সেটিং' তত্ত্বেই দিলীপ ঘোষের বিরুদ্ধে ক্ষুব্ধ কেন্দ্রীয় নেতৃত্ব বলে বিজেপি সূত্রের খবর।
আরও পড়ুন: বোলপুর দাপাচ্ছে সিবিআই, হঠাৎ হাসপাতালে অনুব্রত মণ্ডল! তুমুল শোরগোল
advertisement
জানা গিয়েছে, সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ ঠিক কী বলেছেন, তার ভিডিও ফুটেজ রাজ্য নেতৃত্বের কাছে চেয়ে পাঠানো হয়েছে। সিবিআই প্রসঙ্গে দিলীপ ঘোষের 'সেটিং' তত্ত্ব গতকাল খারিজ করে দিয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি বলেছিলেন, ''দিলীপ দা কীভাবে সেটিংয়ের তথ্য জানতে পেরেছেন, বলতে পারব না। তবে একজন রাজনৈতিক নেতার পক্ষে কীভাবে কেন্দ্রীয় তদন্তকারীরা কাজ করে, তা জানার কথা নয়।''
আরও পড়ুন: পরেশের সঙ্গে কোনও যোগ নেই, নারকেলডাঙ্গা প্রসঙ্গে সুকান্তকে কাশীপুর মনে করালেন কুণাল
সূত্রের খবর, রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের কাছে দিলীপ ঘোষের বিষয়ে রিপোর্ট তলব করা হয়েছে। আগেও দিলীপ ঘোষের বেলাগাম একাধিক মন্তব্যের জন্য তাঁকে ‘সেন্সর’ করা হয়েছিল। ফের সিবিআইয়ের উপর অনাস্থা প্রকাশ করে শীর্ষ নেতাদের বিরাগভাজন হলেন মেদিনীপুরের সাংসদ।