TRENDING:

কোন কোন বিভাগে কী কী পুরস্কার? বিশ্ব বাংলা শারদ সম্মানের সূচি প্রকাশ করল নবান্ন

Last Updated:

সোমবার থেকে আগামী ২৫ সেপ্টেম্বর পর্যন্ত পুজো কমিটিগুলির আবেদন পত্র জমা ও তোলার প্রক্রিয়া চলবে। কলকাতার পাশাপাশি জেলা পুজো কমিটি গুলি ও এই প্রক্রিয়া অংশগ্রহণ করতে পারবেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: আগামী রবিবার মহালয়া, তারপরের রবিবার সপ্তমী৷ অর্থাৎ, পুজোর ঢাকে যে কাঠি পড়ে গিয়েছে সে কথা বলাই বাহুল্য৷ এবার নবান্নের তরফে এক বিশেষ ঘোষণা৷  বিশ্ব বাংলা শারদ সম্মানের বিভাগগুলি সম্পর্কে আলোকপাত করল নবান্ন৷ এদিন রাজ্যের তথ্য ও সংস্কৃতি দফতরের মন্ত্রী ইন্দ্রনীল সেন সাংবাদিক সম্মেলন করে কোন কোন ক্যাটাগরিতে কী কী সম্মান দেওয়া হবে তার আনুষ্ঠানিক ঘোষণা করেন। পাশাপাশি এ বছর রেড রোডে পুজোকে কেন্দ্র করে বিশেষভাবে কার্নিভাল অনুষ্ঠান ও আয়োজিত হবে বলেও জানানো হয়। ৮ অক্টোবর কলকাতার রেড রোডে, ৭ অক্টোবর বিভিন্ন জেলায় কার্নিভাল বিশেষভাবে আয়োজিত করবে রাজ্য। তবে কোন কোন পুজো কমিটি এই কার্নিভালে অংশগ্রহণ করবে তা নির্দিষ্ট সময় জানিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন মন্ত্রী ইন্দ্রনীল সেন।
advertisement

বাংলার দুর্গাপুজো কে বিশেষ স্বীকৃতি দিয়েছে ইউনেস্কো। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইউনেস্কোর এই স্বীকৃতিকে ধন্যবাদ জানিয়ে গত ১  সেপ্টেম্বর কলকাতা জুড়ে মেগা শোভাযাত্রা করেছেন। ইউনেস্কোর প্রতিনিধিদের রেড রোডে বিশেষ সম্মানও জানানো হয়েছে রাজ্য সরকারের তরফে। কিছুদিনের মধ্যেই ইউনেস্কোর প্রতিনিধিদের কলকাতার কয়েকটি দুর্গাপুজো পরিদর্শন করার কথা রয়েছে। রাজ্য সরকারের তরফে কলকাতা ও সংলগ্ন এলাকা অর্থাৎ কলকাতা পৌরনিগম, দক্ষিণ দমদম পৌরসভা, বরানগর পৌরসভা বিধান নগর পৌরনিগম, একাধিক ক্যাটাগরিতে বিশ্ব বাংলা শারদ সম্মান দেওয়া হবে।

advertisement

আরও পড়ুন: হাত বদল হয়ে যাচ্ছে সম্পত্তি, দিল্লিতে সায়গলের মা- স্ত্রীকে তলব করল ইডি

আরও পড়ুন: ওয়াকিটকির হাতেই তুলি, মা দুর্গার চক্ষুদানে ব্যস্ত ‘কনস্টেবল’ সুকুমার

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

মূলত যে যে ক্যাটাগরিতে এই সম্মান দেওয়া হবে তা হল সেরা প্রতিমা,  সেরা মণ্ডপ, সেরা ভাবনা, সেরা আলোকসজ্জা, সেরা পরিবেশবান্ধব পুজো, সেরা সাবেকিয়ানা, সেরা সমাজ চেতনা পুজো, সেরা অন্য ভাবনা, বিশেষ পুরস্কার, সেরা ঢাকেশ্রী, সেরা বিশ্ববাংলা ব্র্যান্ডিং এবং সেরার সেরা। কলকাতা পাশাপাশি, জেলাগুলিকে যে বিশেষ ক্যাটাগরিতে বিশ্ব বাংলা শারদ সম্মান দেওয়া হবে তা হল সেরা পুজো, সেরা প্রতিমা, সেরা মণ্ডপ ও সেরা সমাজ সচেতনতা। কোন কোন পুজো কমিটি বিশ্ব বাংলা শারদ সম্মানে সম্মানিত হয়েছেন তার তালিকা আগামী ১ অক্টোবর অর্থাৎ মহাষষ্ঠীর দিন ঘোষণা করা হবে বলে মন্ত্রী ইন্দ্রনীল সেন জানিয়েছেন। কলকাতার পাশাপাশি জেলাগুলির পুজো কমিটিগুলির নামও একই দিনেই ঘোষণা হবে।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
কোন কোন বিভাগে কী কী পুরস্কার? বিশ্ব বাংলা শারদ সম্মানের সূচি প্রকাশ করল নবান্ন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল