বাংলার দুর্গাপুজো কে বিশেষ স্বীকৃতি দিয়েছে ইউনেস্কো। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইউনেস্কোর এই স্বীকৃতিকে ধন্যবাদ জানিয়ে গত ১ সেপ্টেম্বর কলকাতা জুড়ে মেগা শোভাযাত্রা করেছেন। ইউনেস্কোর প্রতিনিধিদের রেড রোডে বিশেষ সম্মানও জানানো হয়েছে রাজ্য সরকারের তরফে। কিছুদিনের মধ্যেই ইউনেস্কোর প্রতিনিধিদের কলকাতার কয়েকটি দুর্গাপুজো পরিদর্শন করার কথা রয়েছে। রাজ্য সরকারের তরফে কলকাতা ও সংলগ্ন এলাকা অর্থাৎ কলকাতা পৌরনিগম, দক্ষিণ দমদম পৌরসভা, বরানগর পৌরসভা বিধান নগর পৌরনিগম, একাধিক ক্যাটাগরিতে বিশ্ব বাংলা শারদ সম্মান দেওয়া হবে।
advertisement
আরও পড়ুন: হাত বদল হয়ে যাচ্ছে সম্পত্তি, দিল্লিতে সায়গলের মা- স্ত্রীকে তলব করল ইডি
আরও পড়ুন: ওয়াকিটকির হাতেই তুলি, মা দুর্গার চক্ষুদানে ব্যস্ত ‘কনস্টেবল’ সুকুমার
মূলত যে যে ক্যাটাগরিতে এই সম্মান দেওয়া হবে তা হল সেরা প্রতিমা, সেরা মণ্ডপ, সেরা ভাবনা, সেরা আলোকসজ্জা, সেরা পরিবেশবান্ধব পুজো, সেরা সাবেকিয়ানা, সেরা সমাজ চেতনা পুজো, সেরা অন্য ভাবনা, বিশেষ পুরস্কার, সেরা ঢাকেশ্রী, সেরা বিশ্ববাংলা ব্র্যান্ডিং এবং সেরার সেরা। কলকাতা পাশাপাশি, জেলাগুলিকে যে বিশেষ ক্যাটাগরিতে বিশ্ব বাংলা শারদ সম্মান দেওয়া হবে তা হল সেরা পুজো, সেরা প্রতিমা, সেরা মণ্ডপ ও সেরা সমাজ সচেতনতা। কোন কোন পুজো কমিটি বিশ্ব বাংলা শারদ সম্মানে সম্মানিত হয়েছেন তার তালিকা আগামী ১ অক্টোবর অর্থাৎ মহাষষ্ঠীর দিন ঘোষণা করা হবে বলে মন্ত্রী ইন্দ্রনীল সেন জানিয়েছেন। কলকাতার পাশাপাশি জেলাগুলির পুজো কমিটিগুলির নামও একই দিনেই ঘোষণা হবে।