TRENDING:

Howrah Municipal Election: রাজ্যপালের জন্যই হাওড়ায় পুরভোটে দেরি, তোপ বিমানের! পাল্টা জবাব দিলেন ধনখড়

Last Updated:

আগামী ১৯ ডিসেম্বর কলকাতায় পুরভোট হওয়ার কথা৷ রাজ্য সরকার ও রাজ্য নির্বাচন কমিশনের পরিকল্পনা ছিল, কলকাতার সঙ্গেই হাওড়া পুরসভার ভোট করিয়ে নেওয়া হবে (Howrah Municipal Election)৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: রাজ্যপাল জগদীপ ধনখড়ের (Jagdeep Dhankhar) জন্যই হাওড়ায় (Howrah Municipal Election) পুরভোট করানো সম্ভব হল না৷ সোমবার সরাসরি এই অভিযোগ তুললেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়৷ তাঁর অভিযোগ, হাওড়া থেকে বালি পুরসভাকে আলাদা করার জন্য বিলে রাজ্যপাল সই করতে দেরি করার কারণেই হাওড়ায় ভোট করানো সম্ভব হচ্ছে না৷ পাল্টা বিধানসভার অধ্যক্ষকে আক্রমণ করেছেন রাজ্যপালও৷
হাওড়ায় ভোট নিয়ে অধ্যক্ষ রাজ্যপাল সংঘাত৷
হাওড়ায় ভোট নিয়ে অধ্যক্ষ রাজ্যপাল সংঘাত৷
advertisement

বালি পুরসভাকে হাওড়া (Howrah) পুরনিগম থেকে আলাদা করার সিদ্ধান্ত নিয়ে রাজ্য সরকার৷ এর জন্য গত ১৭ নভেম্বর বিধানসভায় পাশ হয় হাওড়া পুরসভা সংশোধনী বিল৷ সূত্রের খবর, বিল অনুমোদনের জন্য তিন বার তা রাজ ভবনে পাঠানো হলেও সই করেননি রাজ্যপাল৷ বরং বিল নিয়ে ১৮টি প্রশ্ন তুলে ট্যুইট করেন জগদীপ ধনখড়৷

আরও পড়ুন: 'অন্তত দশ ওয়ার্ডে জিততেই হবে', বাস্তব বুঝেই দলকে লক্ষ্য বেঁধে দিলেন শুভেন্দু

advertisement

আগামী ১৯ ডিসেম্বর কলকাতায় পুরভোট হওয়ার কথা৷ রাজ্য সরকার ও রাজ্য নির্বাচন কমিশনের পরিকল্পনা ছিল, কলকাতার সঙ্গেই হাওড়া পুরসভার ভোট করিয়ে নেওয়া হবে৷ কিন্তু রাজ্যপাল বিলে সই না করায় হাওড়ায় পুরভোটের বিজ্ঞপ্তি জারি করা সম্ভব হয়নি৷

এই প্রসঙ্গ তুলে বিধানসভার অধ্যক্ষ সোমবার বলেন, 'রাজ্যপালের দেরির জন্যই হাওড়ায় ভোট করানো সম্ভব হল না৷ রাষ্ট্রপতি যদি এক রাতের মধ্যে তিনটি কৃষি বিলে সই করতে পারেন তাহলে রাজ্যপালের কী উদ্দেশ্য নিয়ে এটাকে আটকে রেখেছেন?'

advertisement

অধ্যক্ষের এই অভিযোগ অবশ্য মানতে চাননি রাজ্যপাল৷ তাঁর পাল্টা জবাব, 'অধ্যক্ষ মনে করেন বিধানসভায় উনিই শেষ কথা বলবেন৷ আর এই ভুলটাই উনি করেন৷ আমাদের সমন্বয় রেখে কাজ করা উচিত৷ যা হচ্ছে সেটা খুবই দুর্ভাগ্যজনক৷'

আরও পড়ুন: কলকাতায় চাই সবুজ-ঝড়, দুদিনেই 'গুরুদায়িত্ব' সামলাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

রাজ্যপালের সমর্থনের মুখ খুলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী৷ তাঁর দাবি, 'কী যুক্তিতে বালিকে হাওড়ার সঙ্গে যুক্ত করা হয়েছিল, আর কেনই বা তাকে আলাদা করা হচ্ছে, রাজ্যপাল সেটাই রাজ্য সরকারের কাছে জানতে চেয়েছেন৷ তা জানিয়ে দিলেই বিষয়টির নিষ্পত্তি হয়ে যায়৷'

advertisement

রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমের আবার পাল্টা দাবি, 'রাজ্যপালকে বলব রাজ ভবনের একটা নিজস্ব গরিমা আছে৷ আপনাকে হাতজোড় করে বলছি, দয়া করে বিজেপি-র কথায় কাজ করবেন না৷ বিজেপি কী বলল আর শুভেন্দু অধিকারী কী বলল, তা আপনার শোনা উচিত নয়৷'

সূত্রের খবর, হাওড়া পুরসভার সংশোধনী বিল নিয়ে রাজ্যপালের সঙ্গে রাজ্যের এক সিনিয়র মন্ত্রীর কথাও হয়৷ কিন্তু তার পরেও নিজের অবস্থানে অনড় থাকেন জগদীপ ধনখড়৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পাঁচতালার উপর আটকে...কাকে উদ্ধার করতে এল দমকল জানেন? ঘটনা শুনলে বিশ্বাসই হবে না
আরও দেখুন

এই পরিস্থিতিতে আজ ফের রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাসকে রাজ ভবনে তলব করেছেন জগদীপ ধনখড়৷ কলকাতা পুরভোটের নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা নিয়ে কমিশনারের সঙ্গে আলোচনা চান রাজ্যপাল৷ পাশাপাশি, অন্যান্য পুরসভায় কবে ভোট হবে তা নিয়েও আলোচনা চান তিনি৷ এই নিয়ে গত কয়েকদিনের মধ্যে তিন বার নির্বাচন কমিশনারকে তলব করলেন রাজ্যপাল৷

বাংলা খবর/ খবর/কলকাতা/
Howrah Municipal Election: রাজ্যপালের জন্যই হাওড়ায় পুরভোটে দেরি, তোপ বিমানের! পাল্টা জবাব দিলেন ধনখড়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল