TRENDING:

বিলকিস বানোর দোষীদের মুক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিলের ডাক 'আহিম'-এর, জানুন

Last Updated:

২৯ অগাস্ট কলকাতার কার্ল মার্ক্স সরণি থেকে খিদিরপুর পর্যন্ত মিছিল করা হবে বলে সংগঠনের তরফে জানানো হয়েছে। (Bilkis Bano Case)

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: বিলকিস বানোর দোষীদের মুক্তির প্রতিবাদে রাস্তায় নামার ডাক দিল 'আহিম' অর্থাৎ আজাদ হিন্দ মঞ্চ। আগামী ২৯ অগাস্ট কলকাতার কার্ল মার্ক্স সরণি থেকে খিদিরপুর পর্যন্ত মিছিল করা হবে বলে সংগঠনের তরফে জানানো হয়েছে।
বিলকিস বানো মামলা
বিলকিস বানো মামলা
advertisement

সংগঠনের নেতা তথা প্রাক্তন বিধায়ক আলি ইমরান রামজ জানিয়েছেন, "২০০২ সালে গুজরাত গণহত্যার সময়ে দাহোদর এক গ্রামে আক্রান্ত হয় বিলকিস বানোর পরিবার। ৩ মার্চ আক্রমণের সময় গাছ দিয়ে ঘেরা একটি মাঠের মধ্যে লুকিয়ে ছিলেন বিলকিসের পরিবার ও প্রতিবেশীরা। ২০-৩০ জন আততায়ী তাঁদের ঘিরে ধরে আক্রমণ করে। বানোর পরিবারে ১৪ জনকে খুন করা হয়। বিলকিসের ৩ বছরের শিশুকে কোল থেকে ছিনিয়ে মায়ের সামনেই পাথরে আছরে মেরে হত্যা করা হয়।'

advertisement

আরও পড়ুন: অসুস্থ হয়ে হাসপাতালে অধ্যক্ষ, জলপাইগুড়ির কলেজে মারাত্মক ঘটনার অভিযোগ পরিবারের

তাঁর দাবি, 'শুধু তাই নয়, বিলকিস-সহ ৮ জন মহিলাকে ধর্ষন করা হয়। ২০০৮ সালে ২১ জানুয়ারি সিবিআই বিশেষ আদালত ১১ জনকে দোষী সাব্যস্ত করে। যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেয়। মুম্বই হাইকোর্টও একই রায় দেন। সেই দোষীদের আদালতের রায় নয়, পঞ্চমহলের জেলাশাসককে চেয়ারম্যান করে একটি কমিটি করে তাদের মুক্তির সুপারিশ করে। তারপরেই এই দাগী আসামীদের মুক্তি দেওয়া হয়।'

advertisement

.

আরও পড়ুন: ৩৭০০ কেজি বিস্ফোরক ঠেসে দেওয়া হবে ট্যুইন টাওয়ারে, বহুতল গুঁড়িয়ে যাবে ১৫ সেকেন্ডে! অপেক্ষা শুরু

বিধায়ক আলি ইমরান রামজ জানিয়েছেন, 'আজাদ হিন্দ মঞ্চ মনে করে ঠান্ডা মাথায় নৃশংস অপরাধ করতে পারে যে সব দাগী অপরাধীরা, দলের লোক হলেই বিজেপি কীভাবে সমস্ত আইন ও নীতি-নৈতিকতাকে অগ্রাহ্য করে তাদের মদত দেয় ও রক্ষা করে। এই ঘটনা দেশের কাছে আরও একটি নির্লজ্জ উদাহরণ। সর্বোপরি, এই জঘন্য ঘটনা একটি বিপজ্জনক নজির তৈরি করল। সমস্ত স্তরের মানুষকে এই ঐক্যবদ্ধ ভাবে বিজেপির বিরুদ্ধে সোচ্চার হতে হবে।"

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

বিলকিস বানোর দোষীদের মুক্তি দেওয়ায় বিষয়টিকে সামনে রেখে বিজেপিকে ঘিরতে চাইছে বিরোধীরা। একই সঙ্গে গুজরাতের ঘটনাকে ফের সামনে নিয়ে এসে রাজনীতির ময়দানে শাসকদলকে কোণঠাসা করার কৌশল নেওয়া হয়েছে তাঁদের তরফে। এবার রাজ্য রাজনীতিতেও এই বিষয়টিকে সামনে আনতে চাইছে বামেরা। বিলকিসের দোষীদের মুক্তি বাতিল করে কারাদণ্ড বহাল রাখার দাবি জানানো হয়েছে বামফ্রন্টের তরফে।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
বিলকিস বানোর দোষীদের মুক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিলের ডাক 'আহিম'-এর, জানুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল