প্রবীণ সিপিআইএম নেতা বিকাশ ভট্টাচার্য বলেন, "যে কথার কোনও সততা নেই, তা নিয়ে মানহানির মামলা করার কোনও প্রয়োজন নেই। তিনি আরও বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) পাগল হয়ে গিয়েছেন, সেই জন্য আজেবাজে মন্তব্য করছেন তিনি।" এদিন নয়াদিল্লিতে আইনজীবী সাংসদ বিকাশ ভট্টাচার্য বলেন, "টাকা দিয়ে চাকরি নিয়েছেন, এবার চাকরি চলে গিয়েছে এবং টাকাও ফেরৎ দিতে হবে।" বিকাশ ভট্টাচার্যের কথায়, এবার টাকার জন্য তাঁরা কী করবেন তা ভেবেই ভয় পাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলনেত্রীর দাবি এবং মন্তব্য খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠনেরও দাবি করেন তিনি (Bikash Ranjan Bhattacharya Vs Mamata Banerjee)।
advertisement
আরও পড়ুন : 'ফাইলটা বের করব...' একুশের মঞ্চ থেকে কাদের নিশানা করলেন মমতা! বললেন, 'বদলা চাই না'
ধর্মতলায় শহিদ সমাবেশে একুশে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "আমাকে অনেকেই বলেছেন, সিপিএমের আমলে এক একটা চাকরি দশ লাখ, পনেরো লাখ টাকায় বিক্রি হয়েছে৷ শিক্ষক নিয়োগ নিয়ে আদালতে মামলা চলছে, নাহলে আমাদেরও ১৭ হাজার পদ তৈরি রয়েছে৷" এ দিন শিক্ষক নিয়োগ সহ রাজ্য সরকারের বিভিন্ন দফতরের চাকরির নিয়োগ দুর্নীতির অভিযোগের জবাব দিতে গিয়ে বিজেপি-র পাশাপাশি সিপিএম সহ পূর্বতন বাম সরকারকেও সমান ভাবে নিশানা করেন মুখ্যমন্ত্রী৷
আরও পড়ুন : অনলাইনেও 'মিলিয়ন ভিউজ'! শহিদ দিবসে বিপুল, বিশাল জনসমাগমে অভিভূত তৃণমূল কংগ্রেস
জবাবে তৃণমূলনেত্রীকে রীতিমত চ্যালেঞ্জ করেন বিকাশ ভট্টাচার্য। তিনি বলেন, "মুখ্যমন্ত্রী ১৫ দিনের মধ্যে প্রমাণ করতে না পারলে পাগলা গারদে যান।" গণশক্তির সাংবাদিকদের স্ত্রী দের চাকরি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন তৃণমূলনেত্রী। তার জবাবে বিকাশ ভট্টাচার্য বলেন, তিনি রহস্য উদঘাটন করুন। তাঁর আমলেই ১৫ লক্ষ ২০ লক্ষ টাকায় চাকরি বিক্রি হয়েছে। এটাকে বলে ফ্রয়েডিয়ান আইন। তিনি স্পষ্ট বলেন, যে গরীব মানুষদের থেকে লক্ষ লক্ষ টাকা আদায় করা হয়েছে, সেই টাকা কীভাবে আদায় করতে হয় সে রাস্তা জানা আছে (Bikash Ranjan Bhattacharya Vs Mamata Banerjee)।