উল্লেখযোগ্য বিষয় হল, এই মলটি কলকাতারই নয়, পূর্ব ভারতের বৃহত্তম শপিং মল হতে চলেছে। আগামী বছরের দ্বিতীয়ভাগের মধ্যে মলের নির্মাণ কাজ শেষ করার পরিকল্পনা রয়েছে বলে জানা গিয়েছে।
আরও পড়ুন: দুর্গাপুজোর আগেই বিরাট চাপে অনুব্রত মণ্ডল! ইডি-র এক পদক্ষেপেই তিহাড় সেলে আতঙ্ক
ঠিক কতটা বড় হচ্ছে এই শপিং মল? জানা গিয়েছে, শপিং মলটির আয়তন প্রায় ১০ লক্ষ স্কয়ার ফিট হতে চলেছে। মুম্বাইয়ের মল ডেভেলপার ফিনিক্স মিলস এবং কানাডা পেনশন প্ল্যান ইনভেস্টমেন্ট বোর্ড যৌথভাবে এই মল তৈরির কাজ করছে। নির্মাণকারী সংস্থা এই মলের জন্য জমি কিনেছিল ৩০০ কোটি বিনিয়োগ করে। কানাডা পেনশন প্ল্যান ইনভেস্টমেন্ট বোর্ড প্রায় ৫৬০ কোটি টাকা বিনিয়োগ করছে এই মল নির্মাণে।
advertisement
আরও পড়ুন: প্লেনে করে ‘এঁদের’ দিল্লি নিয়ে যাচ্ছে তৃণমূল! শুভেন্দুর বিস্ফোরক অভিযোগ! করলেন ‘সতর্ক’ও
প্রসঙ্গত, ফিনিক্স মিলস লিমিটেড এর আগেও বহু মহানগরে বড় বড় মল তৈরি করেছে। যার মধ্যে রয়েছে চেন্নাই, বেঙ্গালুরু, পুনে, মুম্বাই, লখনউ, আগ্রা প্রভৃতি শহরে তারা আগে মল তৈরি করেছে। এছাড়াও, বহু আবাসন তৈরি করেছে এই সংস্থা। আর এবার কলকাতার এই শপিং মলটি তৈরি করছে এই সংস্থা। এই মল তৈরির জন্য পরিবেশগত ছাড়পত্র চেয়ে রাজ্যের কাছে আবেদন জানানো হয়েছিল। গত বছরের জুন মাসে ছাড়পত্র পেয়েছিল নির্মাতা সংস্থা। তারপরেই মল তৈরির প্রক্রিয়া শুরু করে দেয় সংস্থাটি।
বিনিয়োগকারী সংস্থা কানাডা পেনশন প্ল্যান ইনভেস্টমেন্ট বোর্ড এই মলের ৪৯ শতাংশ অংশীদার হবে। আধুনিক জীবনে ওপেন পাবলিক স্পেসের ভাবনা অভিনব। এই পরিকল্পনা বেশি করে তুলে ধরা হবে বলেই চিন্তা করা হচ্ছে। আলিপুরের মত জায়গা বলেই বেহালা, হাওড়া এবং উত্তর কলকাতার মানুষ খুব সহজে পৌঁছতে পারবেন এই মলে।