আরও পড়ুন: আর নাইট-শো নয়? রাজ্যে করোনাবিধির কড়াকড়ি সিনেমা হলেও, মানতে হবে একাধিক শর্ত!
করোনা বিধি মেনে মানুষের কাছে কী ভাবে পৌঁছানো যায় সেই নিয়ে আলোচনা হয় এদিনের পুরভোটের আগের এই কর্মীসভায়। কর্মী সভায় উপস্থিত হন বিধাননগরের (Bidhannagar Municipal Election) বিধায়ক ও দমকল মন্ত্রী সুজিত বসু (Sujit Basu)। উপস্থিত ছিলেন প্রাক্তন মেয়র বৃন্দ চক্রবর্তী-সহ ২৮ থেকে ৪১ নম্বর ওয়ার্ড পর্যন্ত সমস্ত প্রার্থীরা। ছিলেন এলাকার তৃণমূলের সক্রিয় কর্মীরা। যদিও দেখা মেলেনি ৩১ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী সব্যসাচী দত্তর (Sabyasachi Dutta)।
advertisement
করোনা পরিস্থিতিতে তৃণমূলের কাজের খতিয়ান যাতে ঘরে ঘরে পৌঁছানো যায় এই নিয়ে আলোচনা হয় এই বৈঠকে। কর্মীদের চাঙ্গা করতে কর্মী সভায় উপস্থিত হন সুজিত বসু (Sujit Basu)। প্রার্থীদের আরও বেশি উৎসাহিত করতে বিভিন্ন ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের প্রার্থী এবং কর্মীদের নিয়ে আয়োজন করা হল আরও একটি কর্মীসভার। সেখানে উপস্থিত ছিলেন তৃণমূল নেতা দেবরাজ চক্রবর্তী, সাংসদ সৌগত রায় সহ বিভিন্ন ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা।
এই কর্মী সভার (Trinamool Congress) উদ্দেশ্য মূলত নবাগত তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের উৎসাহিত করা। এর পরবর্তী পর্যায়ে তাঁদের কি কি করনীয় সেসব বিষয়ে আলোচনা করা। এদিন বিধাননগর পৌরনিগমের (Bidhannagar Municipal Election) অন্তর্গত রাজারহাট ,গোপালপুর এলাকার সমস্ত ওয়ার্ডের সকল তৃণমূল প্রার্থীরা উপস্থিত ছিলেন এই কর্মীসভায়।