মনোনয়ন, ভোট গণনার দিন ISF সমর্থকরা ঝামেলায় জড়িয়ে পড়েছিলেন। ভাঙড়ে মুড়ি-মুড়কির মতো বোমাবাজি হয় সেই সময়। পরবর্তী সময়েও ভাঙরের পরিবেশ থমথমে।
অতিরিক্ত পুলিস সুপার মাখসুদ হাসান ও তাঁর দেহরক্ষী গুলিবিদ্ধ হন ভাঙরে। কেন বারবার অশান্ত হয় ভাঙড়! কেন লাগাতার অশান্তি সেখানে? উদ্বেগ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আলিপুর বডিগার্ড লাইনসে এক অনুষ্ঠানে ভাঙড় ও কাশীপুর থানাকে কলকাতা পুলিসের আওতায় আনার নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী।
advertisement
আরও পড়ুন- আচমকাই বন্ধ হল ব্যস্ততম রুটের বাস পরিষেবা, চরম ভোগান্তি যাত্রীদের
মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনে এবার প্রস্তুতি শুরু জোরকদমে। সেই মতো কাজও শুরু হয়ে গেল এবার। ২৭ জুলাই কলকাতা পুলিসের প্রতিনিধিদল ভাঙড় ও কাশীপুরে থানা পরিদর্শন করে আসে। এবার নবান্ন সূত্রে খবর, কেএলসি, ভাঙড়, কাশীপুর থানা ভেঙে এবার ৯টি থানা তৈরি হবে।
সেই থানাগুলির এলাকা নির্ধারণ নিয়ে তথ্য জমা পড়েছে নবান্নে। রাজ্য পুলিশের ভাঙড়, কাশীপুর এবং কলকাতা পুলিশের কলকাতা লেদার কমপ্লেক্সের থানার অন্তর্গত এলাকা নিয়ে ৯ টি নতুন থানার প্রস্তাব জমা পড়েছে নবান্নে।
৯টি থানা- কলকাতা লেদার কমপ্লেক্স থানা, হাতিশালা, পোলেহাট, উত্তর কাশিপুর, বিজয়গঞ্জ বাজার,নারায়ণপুর, ভাঙর,বদ্রা, চন্দনেশ্বর।