North 24 Parganas News: আচমকাই বন্ধ হল ব্যস্ততম রুটের বাস পরিষেবা, চরম ভোগান্তি যাত্রীদের

Last Updated:

North 24 Parganas News: কোনওরকম আগাম ঘোষণা ছাড়াই হঠাৎই বন্ধ করে দেওয়া হল বাস পরিষেবা। এক নয়, দু-দু'টি ব্যস্ততম রুটে আচমকা পরিষেবা বন্ধ হয়ে পড়ায় চরম ভোগান্তিতে পরেছেন যাত্রীরা।

+
বন্ধ

বন্ধ বাস পরিষেবা

উত্তর ২৪ পরগনা: কোনওরকম আগাম ঘোষণা ছাড়াই হঠাৎই বন্ধ করে দেওয়া হল বাস পরিষেবা। এক নয়, দু-দু’টি ব্যস্ততম রুটে আচমকা পরিষেবা বন্ধ হয়ে পড়ায় চরম ভোগান্তিতে পরেছেন যাত্রীরা। হয়রানির শিকার হয়ে ক্ষোভ উগরে দিচ্ছেন অনেকেই। আর তা নিয়েই এখন শুরু হয়েছে রাজনৈতিক তরজা।জানা যায়, বনগাঁ শহর থেকে বয়রা এবং দত্তফুলিয়ার মধ্যে ৯২ এবং ৯২এ রুটে প্রতিদিন ৪০ টিরও বেশি বাস চলাচল করে। এই এলাকায় কোনও রেল পরিষেবা না থাকায় কয়েক লক্ষ মানুষের অন্যতম ভরসা এই বাস পরিষেবা। আর সেই রুটে হঠাৎ করে বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়।
বাস মালিক ইউনিয়ন সূত্রে জানা গিয়েছে, এই রুটে ৯ টি এমন বাস চলাচল করছে, যাদের কোনও বৈধ কাগজপত্র নেই। মাস দুয়েক আগে ওই ৯ টি বাসের মালিকেরা লিখিতভাবে প্রতিশ্রুতি দেন দু’মাসের মধ্যে তারা প্রয়োজনীয় কাগজপত্র তৈরি করে নেবেন। কিন্তু সেই সময় পার হয়ে যাওয়ার পরেও বৈধ কাগজপত্র ছাড়াই ওই বাসগুলি রুটে চলাচল করছে।
advertisement
advertisement
শ্রমিকদের একাংশের বক্তব্য, কোনও কারণে ওই বাসগুলি দুর্ঘটনাগ্রস্থ হলে বিমা কোম্পানী থেকে কোনও ক্ষতিপূরণ পাবেন না ওই বাসের শ্রমিকেরা বা যাত্রীরা। উল্টে ওই শ্রমিকদের বিরুদ্ধে ফৌজদারি মামলা হবে।যার কারণে, বৈধ কাগজপত্র ছাড়া চলাচল করা ওই ৯ টি বাসকে বন্ধ করে দেওয়া হয়। কিন্তু, সেই বাসগুলি বন্ধ হয়ে যাওয়ায় বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা না হলে ওই বাসের শ্রমিকেরা বেকার হয়ে পড়বেন। আর তারই প্রতিবাদে এদিন থেকে এই দুই রুটে বাস চলাচল বন্ধ করা হয়। হঠাৎ করে বাস চলাচল বন্ধ করে দেওয়ায় সমস্যায় পড়েছেন এই রুটের নিত্যযাত্রীরা। বিকল্প পথে তাঁদের যাতায়াত করতে গিয়ে ভোগান্তির শিকার হতে হচ্ছে। আর এই সমস্যাকে কেন্দ্র করেই শাসক বিরোধী তরজা শুরু হয়েছে। তবে, অবিলম্বে সমস্যার সমাধান বার করে, এই ব্যস্ততম রুটে বাস পরিষেবা স্বাভাবিক করার দাবি জানিয়েছেন সকলে।
advertisement
Rudra Narayan Roy
view comments
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: আচমকাই বন্ধ হল ব্যস্ততম রুটের বাস পরিষেবা, চরম ভোগান্তি যাত্রীদের
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement