রাজ্যে এসআইআর আবহে এনুমারেশন ফর্ম জমা দেওয়ার পর্ব পেরিয়ে এখন চলছে হিয়ারিং। হিয়ারিং পর্ব নিয়ে ইতিমধ্যে একের পর এক অভিযোগ উঠে এসেছে। বয়স্ক ব্যক্তিরা শুনানি নিয়ে প্রবল সমস্যা পড়ছেন বলে অভিযোগ করছেন। আর এবার অসুস্থ জয় গোস্বামীও একই সমস্যায় পড়লেন। খসড়া তালিকায় নাম ছিল তাঁর। এর পরও আচমকা ফোন শুনানির জন্য! বিশিষ্ট কবি, সাহিত্যিক জয় গোস্বামীকে এই হেনস্থার প্রতিবাদ করলেন তাঁর স্ত্রী।
advertisement
জয় গোস্বামীর স্ত্রী কাবেরী গোস্বামীকে ফোন করে জানানো হয়, হিয়ারিং-এ আসতে হবে। জয় গোস্বামী, তাঁর স্ত্রী কাবেরী এবং তাঁদের মেয়ে দেবত্রী এনুমারেশন ফর্ম জমা দেন নিয়ম মেনে। এমনকী খসড়া তালিকায় নামও ছিল। তার পরও আচমকা ফোন পান। তবে তিনি বিএলও-কে স্পষ্ট জানিয়ে দেন, অসুস্থ জয় গোস্বামীকে নিয়ে হিয়ারিং-এ যাওয়া কোনওভাবেই সম্ভব নয়। এখন দেখার, এর পর কী করতে হয়! আর তা নিয়ে রীতিমতো টেনশনে আছে জয় গোস্বামীর গোটা পরিবার।
মাসখানেক আগে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। প্রস্রাবের সমস্যা ছিল তাঁর। তাঁর পরিবারের তরফে জানানো হয়েছিল, এখনও পুরোপুরি সুস্থ হয়ে ওঠেননি কবি। তার পরও তাঁকে হিয়ারিং-এ ডেকে পাঠানোয় প্রবল বিতর্ক।
আরও পড়ুন- কলকাতা মেট্রোর কাজ কেন আটকে? বাংলায় এসেই উত্তর দিলেন অমিত শাহ
জয় গোস্বামীর স্ত্রী সংবাদমাধ্যমে জানিয়েছেন, ২০০২ সালে তাঁদের নাম ছিল না ভোটার তালিকায়। বর্তমানে সল্টলেকে থাকলেও যে বিধানসভা কেন্দ্রে এতদিন তাঁরা ভোট দিয়েছেন, সেখানে গিয়ে সব নিয়ম মেনে এনুমারেশন ফর্ম পূরণ করেছিলেন। খসড়া তালিকায় নাম এসেছিল। ফলে তাঁরা নিশ্চিন্ত ছিলেন। কিন্তু এর পরও হিয়ারিং-এর জন্য ফোন আসতে চিন্তা বেড়েছে তাঁদের।
