আরও পড়ুন- কলকাতায় ফের পর্নোগ্রাফির শুটিং, ওয়েব সিরিজ-এর নাম করে নীল ছবির শট
“সকলকে অবগত করছি, ভারতীয় জনতা পার্টির সঙ্গে আমার যোগসূত্র আজ থেকে ছিন্ন করলাম৷ দল নিজের প্রতিশ্রুতি রাখতে ব্যর্থ হয়েছে এবং আমি উন্নয়নের কোনও রূপ দেখতে পাইনি। বিজেপি পশ্চিমবঙ্গের বা বাংলা চলচ্চিত্রের উন্নতির জন্য যা যা প্রতিশ্রুতি দিয়েছিল BJP তা রাখতে ব্যর্থ,” ট্যুইট করে জানিয়েছেন বনি৷ সাংবাদিকদের বনি আরও জানিয়েছেন যে ২০২১ এর ২ মে বিধানসভা নির্বাচনের ফলাফলের পর থেকে বিজেপি নেতারা তাঁর সঙ্গে কোনও যোগাযোগই রাখেননি (Bonny Sengupta Quits BJP)৷
advertisement
আরও পড়ুন- দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগ, দল থেকে সাময়িক বরখাস্ত রীতেশ-জয়প্রকাশ
রাজ্য বিজেপি অবশ্য মনে করছে বনির চলে যাওয়ায় (Bonny Sengupta Quits BJP) দলে সামান্যতম প্রভাবও পড়বে না। “এটা তাঁর সিদ্ধান্ত, তাহলে আমাদের কী বলার আছে? আর আমরা পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসিনি। অতএব, আমাদের প্রতিশ্রুতি অনুযায়ী বাংলা চলচ্চিত্র শিল্পের বিকাশের জন্য আমাদের কিছু করার ক্ষমতাও নেই,” বলেছেন রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য।
এর আগে নায়িকা শ্রাবন্তী চট্টোপাধ্যায় এবং তনুশ্রী চক্রবর্তীও বিজেপি ছেড়ে দিয়েছেন।