TRENDING:

Bengal Train Accident: বিভীষিকার বেলাইন ! ICF কোচ দুর্ঘটনার অভিঘাত বাড়িয়েছে বেশি, এমনটাই মত বিশেষজ্ঞদের

Last Updated:

Bikaner-Guwahati Express train accident: এখনও LHB কোচ নয় অধিকাংশ ট্রেনের।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আবীর ঘোষাল, কলকাতা: মান্ধাতার আমলের কোচেই বাড়ল দুর্ঘটনার ভয়াবহতা। আধুনিক প্রযুক্তির এলএইচবি বা লিঙ্ক হফম্যান বুশ কোচ থাকলে অনেক ক্ষয়ক্ষতিই এড়ানো যেত। ২০০০ সাল থেকেই একটু একটু করে শুরু হয় ওই কোচ ব্যবহার (Bikaner-Guwahati Express train accident)। কিন্তু, কেন এতদিনেও পুরোপুরি চালু করা গেল না ওই বিশেষ কোচ?  দেশে একের পর এক রেল দুর্ঘটনাই ফের সেই প্রশ্ন উসকে দিয়েছে ৷ এসি ২ টিয়ার কামরা ২টি, এসি ৩ টিয়ার কামরা ২টি,  স্লিপার কোচ ১২টি, অসংরক্ষিত কামরা ৪টি, মহিলা কামরা ১টি, লাগেজ-প্রতিবন্ধী কামরা ১টি (Bengal Train Accident) ৷
নিজস্ব চিত্র
নিজস্ব চিত্র
advertisement

আরও পড়ুন-ময়নাগুড়ির ঘটনা দুর্ভাগ্যজনক, আহতদের দ্রুত চিকিৎসার ব্যবস্থা হচ্ছে! উদ্বিগ্ন হয়ে ট্যুইট মুখ্যমন্ত্রীর

কোন ট্রেনে পুরনো কামরা ?

- পুরোনো কামরা রয়েছে ইনদওর-রাজেন্দ্রনগর এক্সপ্রেসে

- রয়েছে ইনদওর-পুণে এক্সপ্রেসে

- পুরনো কামরা ইনদওর-নাগপুর এক্সপ্রেসে ও শিপ্রা এক্সপ্রেসেও এই ধরনের মান্ধাতার আমলের কামরাগুলির জন্য নির্দিষ্ট গতিও বেঁধে দেওয়া হয়েছে।

advertisement

গতিতে নিষেধাজ্ঞা

- ট্রেনের সর্বোচ্চ গতি হবে ঘণ্টা প্রতি ৬৬ কিমি

ফলে, নিষেধাজ্ঞা উপেক্ষা করে ট্রেন তার বেশি জোরে ছোটানো সম্ভব ছিল না। জার্মান প্রযুক্তির এলএইচবি বা লিঙ্ক হফম্যান বুশ কোচ থাকলে দুর্ঘটনার ভয়াবহতা অনেকটাই এড়ানো সম্ভব। কী কী বিশেষত্ব রয়েছে এই কোচে ?

দেখে নেওয়া যাক এলএইচবি কোচের সুবিধা

advertisement

- এই ধরনের কোচ ঘণ্টায় সর্বোচ্চ ২০০ কিমি গতিতে ছুটতে পারে

- আঘাতের অভিঘাত এড়াতে কোচের ভিতরে রাবার প্যাডিং

- কামরাটি তৈরি হয় স্টেইনলেস স্টিল ও অ্যালুমিনিয়াম দিয়ে

- দুর্ঘটনায় শক অ্যাবজর্ভার হিসেবে থাকে অ্যান্টি টেলিস্কোপিক প্রযুক্তি

- তাতে দুর্ঘটনার সময় বগিগুলি একে অপরের ঘাড়ে উঠে যায় না

advertisement

- কমে হতাহতের সংখ্যা

- প্রতি কোচে আধুনিক নিউম্যাটিক ডিস্ক ব্রেক সিস্টেম ২০১০ সাল থেকেই

এই ধরনের কামরা ব্যবহার হচ্ছে ভারতীয় রেলে। তবে তার গতি অত্যন্ত ধীর।

আরও পড়ুন-খবরের চ্যানেলগুলির TRP রেটিং ফেরানোর কেন্দ্রের নির্দেশকে স্বাগত NBDA-র, জানাল উন্নতির জায়গা রয়েছে

কোথায়  তৈরি হয় এলএইচবি কামরা ?

advertisement

রেল কোচ ফ্যাক্টরি কাপুরথালা

ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি

রেল কোচ ফ্যাক্টরি রায়বরেলিতে ১০০০টি কোচ তৈরির পরিকল্পনা রয়েছে প্রতি বছরে।

সমস্ত পুরনো কোচ বদলে এলএইবি প্রযুক্তির নয়া কোচ চালু করা ভারতীয় রেলের সামনে এখন চ্যালেঞ্জ। মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীন সেই কাজ শুরু করেছিলেন। কিন্তু, এতদিনেও এলএইচবি কোচ পুরোপুরি ব্যবহার না করার খেসারত দিচ্ছেন রেলযাত্রীরা।

বাংলা খবর/ খবর/কলকাতা/
Bengal Train Accident: বিভীষিকার বেলাইন ! ICF কোচ দুর্ঘটনার অভিঘাত বাড়িয়েছে বেশি, এমনটাই মত বিশেষজ্ঞদের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল