আমরা নিরপরাধী এই দাবি জানিয়ে এসএসসি দাগি তালিকা প্রকাশের পরই এবার তাদের চাকরিতে পুনর্বহালের আবেদন জানালেন এই শিক্ষক-শিক্ষিকারা। যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের তরফে এই মর্মে একটি ই-মেইল পাঠানো হয়েছে তাঁদের আবেদন নিয়ে। তাঁদের বক্তব্য, “অযোগ্য শিক্ষক যখন চিহ্নিত হয়েই গিয়েছে তখন তাঁরা আবার পরীক্ষায় বসতে নারাজ।”
advertisement
প্রসঙ্গত, গত ৩ এপ্রিল ২০২৫ এক বিতর্কিত রায়ের মাধ্যমে সুপ্রিম কোর্ট রাজ্যের ২৬,০০০ শিক্ষক পদ বাতিলের সিদ্ধান্ত নেয়। এরপর মধ্যশিক্ষা পর্ষদ শীর্ষ আদালতের কাছে আবেদন করে যাতে বলা হয় এই ভাবে রাতারাতি ২৬০০০ চাকরি বাতিল হয়ে গেলে রাজ্যে শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়ার সমূহ আশঙ্কা। এতে রাজ্যের বিদ্যালয়গুলি শিক্ষক সঙ্কটে ভুগবে। তাই যতদিন না নিয়োগ পুনরায় হচ্ছে ততদিন চিহ্নিত দাগি নন এমন শিক্ষকদের বহাল রাখার আবেদনও জানানো হয় সুপ্রিম কোর্টে।
আরও পড়ুন: পৃথিবীর সব ‘কুয়ো’ কেন ‘গোলাকার’ হয়…? গ্যারান্টি, আসল ‘কারণ’ শুনলেই চমকাবেন!
পর্ষদের এই আবেদনের পরেই সুপ্রিম কোর্ট নির্দেশ দেয় ৩১ ডিসেম্বর পর্যন্ত যাঁরা চিহ্নিত দাগি নন তাঁরা শিক্ষকতা করতে পারবেন। সেই অনুযায়ী এই শিক্ষকদের তালিকা প্রকাশ করা হয় কমিশনের তরফে। এই চিহ্নিত দাগি নন এমন ১৫৪০৩ শিক্ষকই তাঁদের মঞ্চের তরফে আজ এই দাবি তুললেন। মঞ্চের তরফে এমনটাই জানান চাকরিহারা শিক্ষক মেহবুব মণ্ডল। এই শিক্ষকরা চান নতুন করে পরীক্ষা কেন, তাঁদের আবার তাঁদের চাকরিতেই পুনর্বহাল করা হোক।