TRENDING:

'নিরপরাধী শিক্ষকদের চাকরিতে বহাল করা হোক...', ই-মেইলে মুখ্যমন্ত্রী, বিরোধী দলনেতাকে আবেদন 'যোগ্য' শিক্ষকদের

Last Updated:

Bengal SSC Scam: 'আমরা নিরপরাধী', অযোগ্য লিস্ট বেরোতেই চাকরিতে ফেরানোর আবেদন নিয়ে মুখ্যমন্ত্রী ও বিরোধী দলনেতাকে ই-মেইল এবার 'যোগ্য' শিক্ষকদের মঞ্চের তরফে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: ‘আমরা নিরপরাধী’, অযোগ্য লিস্ট বেরোতেই চাকরিতে ফেরানোর আবেদন নিয়ে মুখ্যমন্ত্রী ও বিরোধী দলনেতাকে ই-মেইল এবার ‘যোগ্য’ শিক্ষকদের মঞ্চের তরফে। আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত স্কুলে কর্মরত যে ১৫৪০৩ চাকরিহারা শিক্ষকরা রাজ্য জুড়ে আন্দোলন চালাচ্ছেন এবার অযোগ্যদের তালিকা প্রকাশের পরেই তাঁদের মঞ্চের তরফে চিঠি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে।
 মুখ্যমন্ত্রী ও বিরোধী দলনেতাকে ই-মেইল 'যোগ্য' শিক্ষকদের
মুখ্যমন্ত্রী ও বিরোধী দলনেতাকে ই-মেইল 'যোগ্য' শিক্ষকদের
advertisement

আমরা নিরপরাধী এই দাবি জানিয়ে এসএসসি দাগি তালিকা প্রকাশের পরই এবার তাদের চাকরিতে পুনর্বহালের আবেদন জানালেন এই শিক্ষক-শিক্ষিকারা। যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের তরফে এই মর্মে একটি ই-মেইল পাঠানো হয়েছে তাঁদের আবেদন নিয়ে। তাঁদের বক্তব্য, “অযোগ্য শিক্ষক যখন চিহ্নিত হয়েই গিয়েছে তখন তাঁরা আবার পরীক্ষায় বসতে নারাজ।”

আরও পড়ুন: চেকে ‘লাখ’ টাকা কীভাবে লিখবেন..? Lakh নাকি Lac..! সবাই এই ‘ভুলটাই’ করে, আপনি জানেন সঠিক নিয়ম?

advertisement

প্রসঙ্গত, গত ৩ এপ্রিল ২০২৫ এক বিতর্কিত রায়ের মাধ্যমে সুপ্রিম কোর্ট রাজ্যের ২৬,০০০ শিক্ষক পদ বাতিলের সিদ্ধান্ত নেয়। এরপর মধ্যশিক্ষা পর্ষদ শীর্ষ আদালতের কাছে আবেদন করে যাতে বলা হয় এই ভাবে রাতারাতি ২৬০০০ চাকরি বাতিল হয়ে গেলে রাজ্যে শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়ার সমূহ আশঙ্কা। এতে রাজ্যের বিদ্যালয়গুলি শিক্ষক সঙ্কটে ভুগবে। তাই যতদিন না নিয়োগ পুনরায় হচ্ছে ততদিন চিহ্নিত দাগি নন এমন শিক্ষকদের বহাল রাখার আবেদনও জানানো হয় সুপ্রিম কোর্টে।

advertisement

আরও পড়ুন: পৃথিবীর সব ‘কুয়ো’ কেন ‘গোলাকার’ হয়…? গ্যারান্টি, আসল ‘কারণ’ শুনলেই চমকাবেন!

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

পর্ষদের এই আবেদনের পরেই সুপ্রিম কোর্ট নির্দেশ দেয় ৩১ ডিসেম্বর পর্যন্ত যাঁরা চিহ্নিত দাগি নন তাঁরা শিক্ষকতা করতে পারবেন। সেই অনুযায়ী এই শিক্ষকদের তালিকা প্রকাশ করা হয় কমিশনের তরফে। এই চিহ্নিত দাগি নন এমন ১৫৪০৩ শিক্ষকই তাঁদের মঞ্চের তরফে আজ এই দাবি তুললেন। মঞ্চের তরফে এমনটাই জানান চাকরিহারা শিক্ষক মেহবুব মণ্ডল। এই শিক্ষকরা চান নতুন করে পরীক্ষা কেন, তাঁদের আবার তাঁদের চাকরিতেই পুনর্বহাল করা হোক।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
'নিরপরাধী শিক্ষকদের চাকরিতে বহাল করা হোক...', ই-মেইলে মুখ্যমন্ত্রী, বিরোধী দলনেতাকে আবেদন 'যোগ্য' শিক্ষকদের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল