TRENDING:

SSC নিয়োগ দুর্নীতি মামলা...! আচমকা কোর্টরুমে তুলকালাম, সিবিআই‍য়ের সহকারী আইনজীবীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ!

Last Updated:

Bengal SSC Scam: এসএসসি নিয়োগ দুর্নীতি মামলার শুনানিতে আচমকা তুমুল হইচই। মঙ্গলবার সাক্ষ‍্যগ্রহণ চলাকালীন সিবিআই‍য়ের আইনজীবীর সহকারী আইনজীবীর সঙ্গে অভ‍ব‍্য আচরণ ও অশালীন মন্তব্য ঘিরে উত্তাল হল কোর্ট রুম।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: এসএসসি নিয়োগ দুর্নীতি মামলার শুনানিতে আচমকা তুমুল হইচই। মঙ্গলবার সাক্ষ‍্যগ্রহণ চলাকালীন সিবিআই‍য়ের আইনজীবীর সহকারী আইনজীবীর সঙ্গে অভ‍ব‍্য আচরণ ও অশালীন মন্তব্য ঘিরে উত্তাল হল কোর্ট রুম।
SSC নিয়োগ দুর্নীতি মামলা
SSC নিয়োগ দুর্নীতি মামলা
advertisement

অভিযুক্তপক্ষের আইনজীবীকে উদ্দেশ্য করে অশালীন মন্তব্যের অভিযোগ উঠল সিবিআইয়ের সহকারী আইনজীবীর বিরুদ্ধে। পাল্টা প্রতিবাদ করেন অভিযুক্ত পক্ষের আইনজীবীরা

আরও পড়ুন: SIR শুরুর আর কয়েক ঘণ্টা…! ‘বয়স’ অনুযায়ী আপনার কী কী ‘নথি’ লাগবে? সম্পূর্ণ তালিকা দেখুন

আলিপুর সিবিআই আদালতের বিচারকের সামনেই এজলাসে দুপক্ষের তুমুল বচসা বেধে যায়।

সিবিআইয়ের সহকারী আইনজীবীকে কোর্ট রুম অর্থাৎ এজলাস থেকে চলে যেতে নির্দেশ আদালতের।

advertisement

এদিকে সোমবার আলিপুরে সিবিআইয়ের বিশেষ আদালতে এসএসসি (SSC) নিয়োগ দুর্নীতির তিনটি মামলায় এক টেকনিক্যাল অফিসারের দ্বিতীয় দফার সাক্ষ্যগ্রহণ হয়। ওই সাক্ষী জানান, “কর্তৃপক্ষের নির্দেশে চাকরিপ্রার্থীদের নিয়োগপত্র দেওয়া ছিল আমার দায়িত্ব। ২০১৮ সালে প্রায় পাঁচ থেকে ছ’হাজার নিয়োগপত্র দেওয়া হয়েছিল। হার্ড কপির ভিত্তিতে তৈরি হত সফট কপি।”

আরও পড়ুন: ছুঁলেই লটারি…! ৪০ টাকার জিনিস কিনে ১৫০ টাকায় বিক্রি, ঘরে বসেই জমিয়ে চালান ব্যবসা, কী ভাবে? জানুন খুঁটিনাটি!

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
প্লাস্টিকের টব হাউইয়ের মতো উঠলেও, ফের বাজার ধরছে মাটির টব, হচ্ছে টাকা কামাই
আরও দেখুন

অভিযোগ, লকডাউনের সময়েও চাকরিপ্রার্থীদের নিয়োগপত্র দেওয়া হয়েছিল। আর সেই প্রক্রিয়া চালু করেছিলেন তৎকালীন চেয়ারম্যান কল্যাণময় গঙ্গোপাধ্যায় ও শান্তিপ্রসাদ সিংহ। সাক্ষীর দাবি, ওই নিয়োগপত্র আরটিআইয়ের নাম করে বিতরণ করা হয়!

বাংলা খবর/ খবর/কলকাতা/
SSC নিয়োগ দুর্নীতি মামলা...! আচমকা কোর্টরুমে তুলকালাম, সিবিআই‍য়ের সহকারী আইনজীবীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল