প্রাথমিকভাবে সূত্রের খবর, সোমবার সকালে আচমকাই অসুস্থ হয়ে পড়েন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। রাজ্যপালের সুগার ফল করে ও আচমকা বুকে ব্যথা ( chest congesetion) অনুভব করেন তিনি। এরপরেই তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয় রাজ্যপালকে।
আরও পড়ুন: এই ‘ভিটামিনের’ অভাবে মুখের রং ‘কালো’ হতে শুরু করে…! সতর্ক হন, ডায়েটে আনুন ‘জরুরি’ চেঞ্জ
advertisement
এখন চিকিৎসকরা যা পরামর্শ দেবেন সেই অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে। আপাতত কমান্ড হাসপাতালে চেস্ট ডিপার্টমেন্টে চিকিৎসকরা তাঁকে দেখছেন। এখনও পর্যন্ত অন্য কোনও হাসপাতালে রেফার করার চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি কম্যান্ড হাসপাতাল কর্তৃপক্ষ।
প্রসঙ্গত, শনিবার মুর্শিদাবাদের উপদ্রুত এলাকা পরিদর্শনে যান রাজ্যপাল সিভি আনন্দ বোস। তবে রাজ্যপালের সঙ্গে দেখা না হওয়ায় ক্ষোভে ফেটে পড়েন সামশেরগঞ্জ বেতবোনার বাসিন্দাদের একাংশ। প্ল্যাকার্ড হাতে চলে তুমুল বিক্ষোভ। খবর পেয়েই ঘটনাস্থলে ফিরে যান রাজ্যপাল। শোনেন বিক্ষোভকারীদের অভাব-অভিযোগ। ঘুরে দেখেন গ্রাম। কথা বলেন গ্রামবাসীদের সঙ্গে। এ প্রসঙ্গে রাজ্যপাল বলেন, “এটি হৃদয় বিদারক। যেটা ঘটা উচিত ছিল না, সেটাই ঘটেছে। তাঁদের বিশ্বাস ফিরিয়ে আনতে হবে। তাঁদেরকে নিরাপত্তা দিতে হবে। যাতে তাঁদের আতঙ্ক, ভয় কেটে যায়।”