TRENDING:

EXCLUSIVE: ৩০ জানুয়ারি স্বাধীনতা যুদ্ধে শহিদদের স্মরণে দু’মিনিট নীরবতা পালনে প্রচারে নামছে বঙ্গ বিজেপি

Last Updated:

আগামী ৩০ জানুয়ারি, সোমবার সকাল ১১ টা থেকে দু’মিনিট নীরবতা পালন কর্মসূচির ব্যাপারে প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছে এ রাজ্যের বঙ্গ বিজেপিও।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ভেঙ্কটেশ্বর লাহিড়ী, কলকাতা- ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের পক্ষ থেকে সমস্ত রাজ্য প্রশাসনকে আগামী ৩০ জানুয়ারি দু’মিনিট নীরবতা পালন করার বিষয়ে প্রয়োজনীয় চিঠি পাঠিয়েছে। এ ব্যাপারে আগামী ৩০ জানুয়ারি, সোমবার সকাল ১১ টা থেকে দু’মিনিট নীরবতা পালন কর্মসূচির বিষয়েও প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছে এ রাজ্যের বঙ্গ বিজেপিও।
৩০ জানুয়ারি স্বাধীনতা যুদ্ধে শহীদদের স্মরণে দু’মিনিট নীরবতা পালনে প্রচারে নামছে বঙ্গ বিজেপি
৩০ জানুয়ারি স্বাধীনতা যুদ্ধে শহীদদের স্মরণে দু’মিনিট নীরবতা পালনে প্রচারে নামছে বঙ্গ বিজেপি
advertisement

বাংলার প্রতিটি কোনায় কোনায় যাতে রাজ্যের মানুষ এই দু’মিনিট নীরবতা পালন কর্মসূচিতে অংশ নেন সে ব্যাপারে আলাদা করে উদ্যোগী হচ্ছে বঙ্গ পদ্ম শিবির। বিজেপি সূত্রের খবর, এ ব্যাপারে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে গেরুয়া শিবিরের অন্দরে। জানা গিয়েছে, এ রাজ্যের বিজেপি কর্মী, সমর্থক, নেতৃত্বরা আগামী ৩০ জানুয়ারি যে যেখানে থাকবেন সেখানেই তাঁরা নীরবতা পালন কর্মসূচিতে অংশ নেবেন। পাশাপাশি বাংলার প্রতিটি মানুষ যাতে এই কর্মসূচিতে অংশ নেন সে ব্যাপারে রাজ্য বিজেপির পক্ষ থেকে শীঘ্রই আহ্বান জানানো হবে।

advertisement

আরও পড়ুন- সমাজ আর রাজনীতির নেপথ্যকথার অগ্নিমন্থন; বাঙালির খাস কথা বাংলার প্রেক্ষাগৃহে

বলা বাহুল্য, আগামী ৩০ জানুয়ারি দু’মিনিটের নীরবতা পালন করতে হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক এ ব্যাপারে ইতিমধ্যেই সমস্ত রাজ্যকে চিঠি পাঠিয়েছে। দেশের স্বাধীনতা যুদ্ধে প্রাণ হারানো শহিদদের স্মরণে দু’মিনিটের নীরবতা পালন করতে বলা হয়েছে। নীরবতা পালনের শুরু এবং শেষ করতে হবে সাইরেন বাজিয়ে অথবা সেনাবাহিনীর বন্দুক থেকে ফায়ারিং করে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুজো শেষ হতেই ঝাঁকে ঝাঁকে পদ্মার ইলিশ! জলের দরে টাটকা মাছ না খেলেই নয়
আরও দেখুন

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের চিঠিতে এমনটাই উল্লেখ রয়েছে বলে খবর। প্রসঙ্গত , দেশের ৭৫তম স্বাধীনতা দিবস  উপলক্ষে দেশজুড়ে পালিত হচ্ছে ‘আজাদি কা অমৃত মহোৎসব’। কয়েক মাস আগের এক রবিবার ‘মন কি বাত’ অনুষ্ঠানে ভাষণ দেন প্রধানমন্ত্রী। সেখানেই দেশবাসীর উদ্দেশ্যে তাঁর বিশেষ আর্জি ছিল, ‘‘আগামী ২ থেকে ১৫ অগাস্ট পর্যন্ত সকল নাগরিক নিজেদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের ডিপি বদলে ফেলুন। বদলে ব্যবহার করুন তেরঙ্গা পতাকার ছবি।’’ এরপর একই আবেদন করা হয় বিজেপি শিবিরের পক্ষ থেকেও। এবার শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের লক্ষ্যে ৩০ জানুয়ারি দু’মিনিটের বিশেষ নীরবতা পালন কর্মসূচির ক্ষেত্রেও প্রচারে নামতে চলেছে বঙ্গ পদ্ম শিবির বলে সূত্রের খবর।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
EXCLUSIVE: ৩০ জানুয়ারি স্বাধীনতা যুদ্ধে শহিদদের স্মরণে দু’মিনিট নীরবতা পালনে প্রচারে নামছে বঙ্গ বিজেপি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল