Bengal Panchayat Election Result 2023 (পশ্চিমবঙ্গ পঞ্চায়েত নির্বাচনের ফলাফল ) Check LIVE
‘রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ ভেঙে পড়েছে’, এই অভিযোগ বারবারই করে থাকেন বাংলার পদ্ম শিবিরের নেতারা। ‘মনোনয়নপত্র জমা দেওয়ার প্রথম দিনেই মুর্শিদাবাদে খুনের ঘটনা ঘটেছে। প্রথম দিনেই যদি রাজ্যের আইনশৃঙ্খলার এই পরিস্থিতি হয়, তাহলে রাজ্যে কীভাবে সুষ্ঠুভাবে পঞ্চায়েত নির্বাচন পরিচালনা করবে রাজ্য পুলিশ?’ ইতিমধ্যেই এই প্রশ্ন তুলতে শুরু করেছে বিরোধী রাজনৈতিক দলগুলি।
advertisement
রাজ্য পুলিশের উপর তাদের আস্থা নেই, এই কথা হামেশাই শোনা যায় রাজ্যের প্রধান বিরোধীদল বিজেপির মুখে। শুক্রবারই শান্তিপূর্ণ ভোটের আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে বিজেপি এবং কংগ্রেস। বৃহস্পতিবার রাজ্য নির্বাচন কমিশনের তরফে ভোটের নির্ঘণ্ট প্রকাশের সঙ্গে সঙ্গেই কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে বিরোধী শিবির।
আরও পড়ুন, নিয়োগ দুর্নীতি মামলায় চাঞ্চল্যকর তথ্য! পুরসভায় নিয়োগে বড় ভূমিকায় মজদুর ইউনিয়ন?
আরও পড়ুন, পঞ্চায়েত ভোট নিয়ে জরুরী জনস্বার্থ মামলার অনুমতি কংগ্রেস ও বিজেপি-কে
রাজনৈতিক দলগুলোর সঙ্গে সর্বদলীয় বৈঠক না করে ভোটের দিন ঘোষণা-সহ নানান বিষয় নিয়ে রাজ্য নির্বাচন কমিশনকে তোপ দেগেছেন সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ-সহ বঙ্গ বিজেপির পাশাপাশি পদ্ম শিবিরের কেন্দ্রীয় নেতৃত্বও। অন্যান্য বিরোধী রাজনৈতিক দলগুলোরও কার্যত একই সুর। যদিও রাজ্য নির্বাচন কমিশন নিজেদের সিদ্ধান্তে অনড়। নির্দিষ্ট মামলার পরিপ্রেক্ষিতে কলকাতা হাইকোর্টের তরফ থেকেও পদক্ষেপ নেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে সরকার এবং কমিশনকে চাপে রাখতে এবার রাজ্যপালের দ্বারস্থ হচ্ছে বঙ্গ বিজেপি, মত রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের।
