পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন মিটতেই ফের পশ্চিমবঙ্গে নির্বাচনের দামামা বেজে গেল৷ কেন্দ্রীয় নির্বাচন কমিশনের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, আগামী ১২ এপ্রিল আসানসোল (Asansol By Election) লোকসভা কেন্দ্র এবং বালীগঞ্জ (Ballygunge By Election) বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন হবে৷ নির্বাচনের ফল ঘোষণা হবে ১৬ এপ্রিল৷ আর এরপরই বড় সিদ্ধান্ত নিল তৃণমূল। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রবিবার ট্যুইট করে জানিয়ে দিলেন, আসানসোল লোকসভা উপনির্বাচনে দলের প্রার্থী হচ্ছেন শত্রুঘ্ন সিনহা আর বালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনে প্রার্থী করা হল বাবুল সুপ্রিয়কে (Babul Supriyo)।
advertisement
আরও পড়ুন: সব জল্পনা শেষে বালীগঞ্জের তৃণমূল প্রার্থী, আদৌ কতটা খুশি? বাবুল সুপ্রিয় বললেন...
ট্য়ুইটে এই দুজনের নাম ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। আসানসোলের বিজেপি সাংসদ ছিলেন বাবুল সুপ্রিয়। কিন্তু তিনি সাংসদ পদ থেকে পদত্যাগ করে তৃণমূলে যোগ দেন। ফলে ওই আসনে উপনির্বাচন হচ্ছে৷ অন্য দিকে সুব্রত মুখোপাধ্যায়ের মৃত্যুতে বালীগঞ্জ বিধানসভা কেন্দ্রও বিধায়কশূন্য অবস্থায় রয়েছে৷
আরও পড়ুন: উত্তর প্রদেশ জিতেই 'গিফট কার্ড' বিজেপির, কী তা? ট্যুইট মমতা বন্দ্যোপাধ্যায়ের!
বিজেপি ছেড়ে তৃণমূলে আসার সময় বাবুল বলেছিলেন, ''তিনি প্রথম এগারোয় খেলতে চান। কিন্তু বিজেপি-তে তা করা যাচ্ছে না।'' এরপর থেকেই জল্পনা ছিল, বাবুলকে তবে কি রাজ্য মন্ত্রিসভায় আনতে চলেছে তৃণমূল? অবশেষে সেই সম্ভাবনাই জোরাল হল। এখন দেখার, বিজেপির তরফে ভোট পরিচালন কমিটি গঠনের পর আসানসোল ও বালিগঞ্জ কেন্দ্রে কাদেরকে প্রার্থী করে গেরুয়া শিবির।
