TRENDING:

ব্রাত্য বসুর ভিনরাজ্যের পরীক্ষার্থী কটাক্ষের জবাব শমীকের, পাল্টা পরিযায়ী শ্রমিকের সংখ্যা ও এফডিআই শতাংশ স্মরণ বিজেপির

Last Updated:

Bengal BJP: রবিবার, একাদশ-দ্বাদশের এসএসসি পরীক্ষায় ভিনরাজ্যের পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১৩ হাজার ৫১৭। আর নবম দশমে ভিনরাজ্যের পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৩১ হাজার ৩৬২ জন। তা নিয়ে ডবল ইঞ্জিন সরকারকে খোঁচা দিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এবার তার পাল্টা উত্তর দিল বিজেপি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: রবিবার, একাদশ-দ্বাদশের এসএসসি পরীক্ষায় ভিনরাজ্যের পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১৩ হাজার ৫১৭। আর নবম দশমে ভিনরাজ্যের পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৩১ হাজার ৩৬২ জন। তা নিয়ে ডবল ইঞ্জিন সরকারকে খোঁচা দিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এবার তার পাল্টা উত্তর দিল বিজেপি।
samik bhattacharya Bratya Basu
samik bhattacharya Bratya Basu
advertisement

শিক্ষামন্ত্রী বলেন, “ভিনরাজ্যের পরীক্ষার্থীদের মধ্যে একটা বড় অংশ এসেছেন উত্তরপ্রদেশ বিহার থেকে। এটা উল্লেখ না করে পারা যাচ্ছে না, যে তথাকথিত বহু ঢক্কানিনাদে শোনা, বহু আড়ম্বরের শব্দ ডবল ইঞ্জিন সরকারের সাফল্য বা ব্যর্থতার খতিয়ান আসলে কত, তার হিসাব আন্দাজ করতে পারেন?”

আরও পড়ুন: ১০০০ ফলোয়ার্স হলেই কি মিলতে শুরু করে টাকা…? ‘ফেসবুক’ কী ভাবে মানিটাইজড হয় জানেন? চমকে উঠবেন শুনলেই!

advertisement

যদিও ব্রাত্যর ‘ডবল ইঞ্জিন সরকারের’ খোঁচার পাল্টা জবাব দেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। তিনি আবার স্মরণ করিয়ে দেন গুজরাতের FDI অর্থাৎ নির্দিষ্ট রাজ্যে সরাসরি বিদেশি বিনিয়োগের হিসাব। বাংলায় শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগে রাজ্য সরকারকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে যুযুধান বিরোধী পক্ষ বিজেপি। এমনকি বাংলায় এসে এবিষয়ে সুর চড়িয়েছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

advertisement

আরও পড়ুন: নেপালে ভারতের ১০০ টাকার ‘মূল্য’ কত জানেন…? গ্যারান্টি, শুনলেই চমকাবেন ‘উত্তরে’!

ব্রাত্য এদিন এও বলেন, “বাংলা বরাবরই বাইরের রাজ‍্যের লোকেদের আপন করে নিয়েছে ওরা অধম হলে আমরা উত্তম হইব না কেন?” যদিও শিক্ষামন্ত্রীর এই বক্তব্যের প্রেক্ষিতে বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য বলেন, “আমাদের রাজ্যের ছেলেমেয়েরাও ভিনরাজ্যে পরীক্ষা দিতে যাচ্ছে, সেই সংখ্যাটা কত? একটা সময়ে পশ্চিমবঙ্গ মানুষকে রোজগার দিত, মানুষ নতুন নতুন কর্মসংস্থানের সুযোগ দিত। ব্রিটিশরা চলে যাওয়ার পরে আমাদের বাণিজ্যে কনট্রিবিউশন ছিল ২৭ শতাংশ। আমাদের রাজ্যের FDI এখন .৬ শতাংশ। আর বাংলাকে গুজরাত হতে দেব না বলে যাঁরা বলেন, তাঁরা মনে রাখবেন গুজরাতের FDI হচ্ছে ৩৯.৬ শতাংশ। আর আমাদেরকে .৬ শতাংশ। এটাই তো চিত্র।”

advertisement

আরও পড়ুন: ইলিশ, সরপুঁটি ছাড়ুন…! হার্ট অ্যাটাকে ‘ধন্বন্তরি’ এই মাছ, কমায় ডিমনেশিয়া, অ্যালঝাইমার্স ‘রিস্ক’, বাজারে দেখলেই ঝাঁপিয়ে পড়ুন!

সেরা ভিডিও

আরও দেখুন
কমবে চাষের খরচ, বৃদ্ধি পাবে চিনাবাদাম উৎপাদন! কৃষকদের দেওয়া হল বিশেষ প্রশিক্ষণ
আরও দেখুন

অন্যদিকে ব্রাত্য বসুর বক্তব্যের পাল্টা দিতে গিয়ে সুকান্ত মজুমদার বলেন, “আগে ব্রাত্য বসুকে হিসাব নিতে বলুন এ রাজ্য থেকে কত পরিযায়ী শ্রমিক ভিনরাজ্যে রয়েছে। ব্রাত্য বসুর ভিনরাজ্যের পরীক্ষার্থী নিয়ে চিন্তা না করে চিন্তা করা উচিত এ রাজ্যে কেন সরকারি কলেজ বা বিশ্ববিদ্যালয়গুলিতে অনার্সে ভর্তির সিট ফাঁকা চাকরি কিংবা পড়াশোনা উভয় ক্ষেত্রে কেন অনীহা এসেছে যুব সমাজের?

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
ব্রাত্য বসুর ভিনরাজ্যের পরীক্ষার্থী কটাক্ষের জবাব শমীকের, পাল্টা পরিযায়ী শ্রমিকের সংখ্যা ও এফডিআই শতাংশ স্মরণ বিজেপির
Open in App
হোম
খবর
ফটো
লোকাল