অভিষেককে তীব্র নিশানা করে কটাক্ষের সুরে সুকান্ত মজুমদারের মন্তব্য, ‘‘গাড়ির ছাদে উঠে পড়ছেন। নিজেকে সিনেমার হিরো মনে করছেন। এবার তো মনে হচ্ছে দেবের সিনেমার হিরোর ভূমিকায় দেখা যাবে ওঁকে। উনি যতই এসব করুন না কেন, আদিবাসী সম্প্রদায়ের ক্ষোভ মিটবে না।’’
advertisement
এদিকে, বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষও এদিন এই দণ্ডি কাণ্ড নিয়ে তাঁর কড়া প্রতিক্রিয়া জানান৷ বলেন, ‘‘যিনি এটা করালেন, তাকে কি পুলিস গ্রেফতার করেছে? তাকে পদ থেকে সরানো হয়েছে। তিনি যে সামাজিক অপরাধ করেছেন, আদিবাসীদের যেভাবে অপমান করেছেন, তার জন্য তো আইন আছে। তাকে কিছু না করে চাপা দিতে অন্য কাউকে ধরে নিয়ে আসা হয়েছে। আগে তাকে জেলে ঢোকান হোক।’’
প্রসঙ্গত, সম্প্রতি উত্তরবঙ্গের তপন বিধানসভার বিজেপি বিধায়ক বুধরাই টুডুর উপস্থিতিতে বিজেপির জেলা মহিলা মোর্চার নেতৃত্বে গোফানগর অঞ্চলের প্রায় ২০০ জন মহিলা এবং তাঁদের পরিবার তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেছিলেন। তাঁদের মধ্যেই ছিলেন শনকইর গ্রামের বাসিন্দা মার্টিনা কিস্কু, শিউলি মারডি, ঠাকরান সোরেন এবং মালতী মূর্মূ। সেই কথা চাউর হতেই চার আদিবাসী মহিলাকে বালুরঘাট নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ। অভিযোগ, সেখানে দক্ষিণ দিনাজপুরের তৃণমূল মহিলা মোর্চার জেলা সভাপতি প্রদীপ্তা চক্রবর্তীর নেতৃত্বে ‘ঘর ওয়াপসি’ হয় তাঁদের।
জানা যায়, বালুরঘাট কোর্ট মোড় থেকে পার্টি অফিস পর্যন্ত দণ্ডি কাটিয়ে আবার তৃণমূলে যোগ দেওয়ানো হয় তাঁদের। চার আদিবাসী মহিলার দণ্ডি কাটার সেই ভিডিয়ো দ্রুত ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। সেই ভিডিও প্রকাশ্যে আসতেই তা নিয়ে শুরু হয়ে যায় রাজনৈতিক তরজা।
প্রকাশ্যে ঘটনার নিন্দা করেন সুকান্ত মজুমদার সহ একাধিক বিজেপি নেতা৷ অস্বস্তিতে পড়ে তৃণমূলও৷ তারাও জানায়, এমন ঘটনা কখনওই সমর্থন যোগ্য নয়। পরে তৃণমূল জেলা মহিলা সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হয় অভিযুক্ত প্রদীপ্তা চক্রবর্তীকে। নয়া সভাপতির দায়িত্বে নিয়ে আসা হয় উপজাতি মুখ স্নেহলতা হেমব্রমকে।
তপনের সেই আদিবাসী মহিলাদের সঙ্গে গত মঙ্গলবার দেখা করেন তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ মঙ্গলবার দক্ষিণ দিনাজপুর জেলায় জনসংযোগ যাত্রায় ছিলেন অভিষেক। সেখানেই এদিন সন্ধ্যায় তিনি পৌঁছে যান তপনের গ্রামে৷ আদিবাসী গ্রামে এক চা-চক্রের আয়োজন করা হয়েছিল। আর সেখানেই অভিষেক দেখা করেন ওই তিন আদিবাসী মহিলার সঙ্গে। আলাদা করে তাঁদের কথাও শোনেন। আর এরপরই অভিষেককে নিশানা করে সুর চড়ান বঙ্গের পদ্ম সেনাপতি সুকান্ত মজুমদার।
ভেঙ্কটেশ্বর লাহিড়ী