Karnataka Assembly Election 2023: কর্ণাটকে কংগ্রেসের ইস্তেহারে বঙ্গের 'লক্ষ্মীর ভাণ্ডার', 'যুবশ্রী' প্রকল্পের ছায়া! প্রতিশ্রুতির বন্যা বিজেপি-রও
- Published by:Satabdi Adhikary
- Written by:Rajib Chakraborty
Last Updated:
এদিকে, কংগ্রেসের এবারের ইস্তেহারে তৃণমূল তথা মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের নীতিরও একাধিক প্রতিফলন দেখতে পাচ্ছে রাজনৈতিক মহল। এই বিধানসভা নির্বাচনে জয়ী হলে কর্নাটকের মহিলাদের গৃহলক্ষ্মী প্রকল্পের আওতায় প্রতিমাসে ভাতা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে কংগ্রেস।
নয়াদিল্লি: কর্নাটকে ক্ষমতায় এলে নিষিদ্ধ ঘোষণা করা হবে বজরং দলকে। নির্বাচনী ইস্তেহারে কংগ্রেসের এ হেন প্রতিশ্রুতি নিয়ে মঙ্গলবার দিনভর চলেছে চাপানউতোর। এমনকি, কংগ্রেসের বিরুদ্ধে তোষণের রাজনীতির অভিযোগ এনেছে বিজেপি। মাসখানেক আগেই পিএফআই-কে নিষিদ্ধ করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। বজরং দলকে নিষিদ্ধ করে সংগঠনটিকে পিএফআইয়ের সঙ্গে একসারিতে বসানো হচ্ছে বলে অভিযোগ বিজেপির।
সে রাজ্যের বিদায়ী মন্ত্রিসভার সদস্য এবং বিজেপি নেতা সিএন অশথ্থ নারায়ণ বলেছেন, "কংগ্রেস সবসময়েই পিএফআই-কে সমর্থন করেছে। তাই ওদের কোনও অধিকার নেই বজরং দলকে নিষিদ্ধ ঘোষণা করার। কংগ্রেস তাদের তোষণের রাজনীতি ফের ফিরিয়ে নিয়ে এসেছে। এরা উন্নয়নের পক্ষে নয়। জনগণের উচিত কংগ্রেসকে পরাজিত করা। কারণ, তারা রাজ্যের পক্ষে ক্ষতিকর।"
আরও পড়ুন: 'ব্রিটিশ আমলেও এমন অত্যাচার হয়নি', শহিদ শ্রদ্ধাঞ্জলি দিবস মঞ্চে দাঁড়িয়ে কেন এই কথা বললেন শুভেন্দু?
এদিকে, কংগ্রেসের এবারের ইস্তেহারে তৃণমূল তথা মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের নীতিরও একাধিক প্রতিফলন দেখতে পাচ্ছে রাজনৈতিক মহল। এই বিধানসভা নির্বাচনে জয়ী হলে কর্নাটকের মহিলাদের গৃহলক্ষ্মী প্রকল্পের আওতায় প্রতিমাসে ভাতা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে কংগ্রেস। একইভাবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে মহিলাদের টাকা দেয় বাংলা সরকার। অন্যদিকে, যুবশ্রী প্রকল্পের অনুকরণে বেকার যুবকদের প্রতি মাসে ভাতা দেওয়ার কথা বলা হয়েছে।
advertisement
advertisement
এনআরসি, সিএএ বড় ভরসা বিজেপির। কর্নাটকে বিজেপি দ্বিতীয়বার ক্ষমতায় এলে চালু হবে এনআরসি, অভিন্ন দেওয়ানি বিধি। ভোটমুখী কন্নড়ভূমে সোমবার নির্বাচনী ইস্তেহার প্রকাশ করে বিজেপি নেতৃত্বের। ঘোষণা করেন, তাঁরা এই দফায় ক্ষমতায় এলে বিপিএল তালিকাভুক্তদের জন্য বছরে তিনবার বিনামূল্যে গ্যাস সিলিন্ডার আর প্রতিদিন আধ লিটার দুধ দেওয়া হবে। বিজেপি-র ইস্তেহারে পাঁচ বছরে মোট ১৫ লক্ষ বাড়ি তৈরির প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। বেঙ্গালুরু শহরে বাসস্থানের সমস্যা মেটাতে এবার ১৯৭২ সালের আইন সংশোধনের আশ্বাস দেওয়া হয়েছে।
advertisement
আরও পড়ুন: বেড-এর ঠিক নীচে এসে ঘাপটি মেরে বসে আছে ওটা কী, সাপ না গোসাপ, এ কেমন হাসপাতাল
এছাড়াও, বয়স্কদের জন্য বছরে একবার বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা করা হবে বলে জানানো হয়েছে। কংগ্রেস রাজ্যে ক্ষমতায় থাকাকালীন দরিদ্রদের সস্তায় খাবার দিতে চালু করা হয়েছিল ইন্দিরা ক্যান্টিন। তাঁর মোকাবিলায় এবার শহরাঞ্চলের প্রতিটি ওয়ার্ডে অটল আহার কেন্দ্র চালু করার প্রতিশ্রুতি দিয়েছেন বিজেপি নেতারা। এর পাশাপাশি, প্রতিটি ওয়ার্ডে স্বাস্থ্যপরীক্ষার জন্য ল্যাবরেটরি তৈরির প্রসঙ্গও উল্লেখ করা হয়েছে ইস্তেহারে।
advertisement
রাজীব চক্রবর্তী
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
May 03, 2023 8:27 AM IST