১৬- ১৭ জানুয়ারি দিল্লিতে দলের জাতীয় কর্মসমিতির বৈঠকেই ২৪-এর লোকসভা ভোটের বাদ্যি বাজিয়ে দেবেন মোদি - শাহ - নাড্ডারা। বৈঠক চুকলেই দেশজুড়ে প্রবাস কর্মসূচিতে জনসংযোগ যাত্রায় বেরিয়ে পড়বে বিজেপি। রাজ্যে বিজেপির এই জনসংযোগ যাত্রারই পোশাকি নাম রথযাত্রা। ইতিমধ্যেই তা নিয়ে কথাবার্তা শুরু হয়ে গেছে দলে। নিউ টাউনের একটি বেসরকারি হোটেলে চার কেন্দ্রীয় নেতা সহ রাজ্যের কোর কমিটির বৈঠকের আগে সুকান্ত বলেন, লোকসভা ভোটকে সামনে রেখে রাজ্যজুড়ে রথযাত্রায় বেরোবে দল। ফেব্রুয়ারিতে শুরু করার পরিকল্পনা আছে।'
advertisement
আরও পড়ুন: মুখ্যমন্ত্রীর জাতীয় সঙ্গীত অবমাননা মামলা, সব নজর ১২ জানুয়ারির দিকে
দলের প্রবাস কর্মসূচিতে অংশ নিতে ৭ জানুয়ারি রাজ্যে আসার কথা ছিল নাড্ডার। ১৭ জানুয়ারি অমিত শাহের সিউড়ি ও আরামবাগে সভা করার কথা ছিল। সুকান্তর দাবি, জাতীয় কর্মসমিতির বৈঠকের জন্য তা পিছিয়ে গেলেও, বৈঠকের পরেই ১৯ জানুয়ারি রাজ্যে আসছেন নাড্ডা। এরপরেই দফায় দফায় রাজ্যে সভা করতে আসবেন মোদি, শাহরা।
দলের কোর কমিটির এক সদস্য বলেন, ' রাজ্যে ফেব্রুয়ারিতে রথযাত্রা শুরু হলে সেই কর্মসূচির সূচনা করতেই পারেন মোদি বা অমিত শাহেরা। রথযাত্রার পরিকল্পনায় সেই বিষয়টিকে অবশ্যই মাথায় রাখা হবে।"
আরও পড়ুন: ক্যামেরা দেখে অবশেষে মিলল হদিশ! বন্দে ভারতে পাথর ছোড়ায় ধৃত ৩
তৃণমূল নেতা তাপস রায়ের মতে , 'বন্দেভারত বা উন্নয়নের ঘোষণা দিয়ে বিজেপি লোকসভার বৈতরণী পেরোতে পারবে না। সে কারণেই রথযাত্রার নামে এ রাজ্যে ফের ধর্মীয় মেরুকরণের চেষ্টা হবে। যদিও, এ রাজ্যে তা সফল হবে না।' যদিও, বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, রথযাত্রা বিজেপির রাজনীতিতে নতুন কিছু নয়। তৃণমূলের সাগরযাত্রা শুরু হয়ে গেছে। চাটাই চলে গেছে সাগরে। বিজেপি যাই করুক, মানুষ তৃণমূলকে আর বিশ্বাস করবে না।" বাম, কংগ্রেসের মতে, বিজেপির ডিসেম্বর হুঁশিয়ারি শেষ। দুর্নীতি আর আইন শৃঙ্খলার প্রশ্নে জেরবার তৃণমূল অন্যদিকে সাংগঠনিক ভাবে বেহাল অবস্থা বিজেপির। রাজ্যে রথ রাজনীতিকে সামনে রেখে একে অপরকে ধরে বাঁচতে চাইছে।
এ রাজ্যে ২০১৯ এর লোকসভা ভোটের আগে রথযাত্রা করতে চেয়েছিল বিজেপি। রথযাত্রাকে কেন্দ্র করে রাজ্যে আইন শৃঙ্খলার অবনতি হতে পারে এই আশঙ্কা করে অনুমতি দেয় নি রাজ্য। শেষপর্যন্ত সুপ্রীম কোর্টে গিয়েও দাবি আদায় করতে পারে নি বিজেপি। বিধানসভা ভোটের আগেও সেই পরিস্থিতি তৈরি হলেও, শেষমেশ আদালতের নির্দেশে শর্ত স্বাপেক্ষে রথে ছাড়পত্র দিতে বাধ্য হয় রাজ্য। ৬ ফেব্রুয়ারি নবদ্বীপ থেকে সেই রথের সূচনা করেন নাড্ডা। কিন্তু, আদালত আর প্রশাসনের গেরোয় রথযাত্রার রাজনৈতিক ফায়দা তুলতে ব্যার্থ হয় বিজেপি।
