TRENDING:

মহালয়ায় বাংলার মহিলাদের বড় উপহার বঙ্গ বিজেপির...! মহিলা ভোটার বাড়ানোর কৌশল? জানেন, কেমন হবে বিশেষ এই শাড়ি?

Last Updated:

Bengal Bjp: মহিলাদের মন পেতে রাজ্য বিজেপির নয়া উদ্যোগ। মহালয়ার দিন জেলায় জেলায় মহিলাদের শাড়ি দেওয়ার পরিকল্পনা বঙ্গ বিজেপির তরফে। মহালয়ার দিন মহিলাদের মন পেতে শাড়ি উপহার দেওয়ার ভাবনা বঙ্গের গেরুয়া শিবিরের।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: মহিলাদের মন পেতে রাজ্য বিজেপির নয়া উদ্যোগ। মহালয়ার দিন জেলায় জেলায় মহিলাদের শাড়ি দেওয়ার পরিকল্পনা বঙ্গ বিজেপির তরফে। মহালয়ার দিন মহিলাদের মন পেতে শাড়ি উপহার দেওয়ার ভাবনা বঙ্গের গেরুয়া শিবিরের।
বঙ্গ বিজেপির বড় উপহার
বঙ্গ বিজেপির বড় উপহার
advertisement

দুর্গাপুজোর উপহার হিসেবেই এই শাড়ি জেলা সভাপতি এবং জেলা নেতৃত্বের মারফত ব্লক স্তরে পৌঁছানোর কথা রয়েছে খবর বিজেপি সূত্রে। বুকস্টল-অনুদানের পর এবার জেলায়-জেলায় পুজোয় উপহার দেবে বিজেপি।

আরও পড়ুন: পূর্ণিমার চাঁদের মতো ঝলমল করবে মুখ…! রাতে ঘুমোনোর আগে এই জিনিস দিয়ে করুন ছোট্ট ‘কাজ’, ৭ দিনেই দেখুন তফাৎ, ম্যাজিক ‘ফল’, কনফার্মড!

advertisement

তবে সরাসরি বিজেপি নয়, তাঁদের ঘনিষ্ঠ বিভিন্ন সংগঠন এই কাজ করবে। সমস্ত জেলায় মহিলাদের এবার লাল পেড়ে শাড়ি দিতে চলেছে পদ্মশিবির। শুধু তাই নয়, মহালয়ার দিন জেলায় জেলায় পুজোর উপহার দেওয়ার কর্মসূচি পালন করবে বঙ্গ বিজেপি।

বিজেপি সূত্রে খবর, পুজোর এই অনুষ্ঠানের আয়োজন করবে বিজেপি ঘনিষ্ঠ সংগঠন। তাঁদের মাধ্যমে এই শাড়ি দেওয়া হবে। তবে অনুষ্ঠানে হাজির থাকবেন বিজেপির বিভিন্ন নেতৃত্ব। আর এই কর্মসূচির পর প্রশ্ন উঠছে তবে পরোক্ষে বাংলার লক্ষ্মীদের মন জয়ের চেষ্টা করছে নাকি পদ্মশিবির?

advertisement

আরও পড়ুন: ‘পায়ে পড়ি, চাকরি চলে যাবে আমার…’ বার বার বলতে থাকেন GRP, পরমুহূর্তে তরুণী যা করে বসলেন, কনস্টেবলের ছুটল ঘাম!

এবারে রাজ্য সরকারের মতো অনুদান দেওয়ার কথা ঘোষণা করেছে বঙ্গ বিজেপিও।আর সেই টাকা বণ্টনের দায়িত্ব দেওয়া হয়েছে মিঠুন চক্রবর্তীকে। পুজো কত বড় তার ভিত্তিতেই এই অনুদান দেওয়া হবে।

advertisement

এই আবহের মধ্যে এবার আরও এক ধাপ এগিয়ে বাংলার লক্ষ্মীদের শাড়ি দেবে বলে জানাল বঙ্গ বিজেপি। পুজো মানেই বাঙালির কাছে উপহার আর নতুন পোশাকের আনন্দ। আর সেই আবেগকে কাজে লাগিয়েই এবার মহিলা ভোটারদের কাছে পৌঁছাতে চাইছে বঙ্গ বিজেপি।

আরও পড়ুন: টন টন ইলিশ ঢুকছে পুজোর আগেই…! রুপোলি শস্য রফতানি শুরু করল বাংলাদেশ সরকার, পদ্মা-মেঘনার ইলিশ চাখতে গ্যাঁটের কড়ি খসবে কত?

advertisement

সূত্রের খবর, জেলা সভাপতি ও নেতৃত্বের মাধ্যমে ব্লক স্তরে শাড়ি পৌঁছে যাবে। এরপর পুজোর উপহার হিসেবে মহিলাদের হাতে তুলে দেওয়া হবে লাল পেড়ে শাড়ি। এর আগে কলকাতার ক্লাবগুলিকে অনুদান দেওয়ার সিদ্ধান্ত নিয়েও জল্পনা সৃষ্টি হয়েছিল, যার দায়িত্ব দেওয়া হয়েছিল মিঠুন চক্রবর্তীর নেতৃত্বাধীন কমিটিকে।

আরও পড়ুন: ১০০০ ফলোয়ার্স হলেই কি মিলতে শুরু করে টাকা…? ‘ফেসবুক’ কী ভাবে মানিটাইজড হয় জানেন? চমকে উঠবেন শুনলেই!

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

সেই বিতর্কের আবহেই এবার প্রকাশ্যে এল শাড়ি বিতরণের এই নতুন উদ্যোগ। যদিও এই অনুদান নিয়েও বিতর্ক পিছু ছাড়েনি, কারণ অনুদানপ্রাপ্ত ক্লাবগুলোকে প্যান্ডেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি রাখার শর্ত দেওয়া হয়েছে। তবে বঙ্গ বিজেপির নেতাদের দাবি, এতে বিতর্কের কোনও কারণ নেই।

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
মহালয়ায় বাংলার মহিলাদের বড় উপহার বঙ্গ বিজেপির...! মহিলা ভোটার বাড়ানোর কৌশল? জানেন, কেমন হবে বিশেষ এই শাড়ি?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল