দুর্গাপুজোর উপহার হিসেবেই এই শাড়ি জেলা সভাপতি এবং জেলা নেতৃত্বের মারফত ব্লক স্তরে পৌঁছানোর কথা রয়েছে খবর বিজেপি সূত্রে। বুকস্টল-অনুদানের পর এবার জেলায়-জেলায় পুজোয় উপহার দেবে বিজেপি।
advertisement
তবে সরাসরি বিজেপি নয়, তাঁদের ঘনিষ্ঠ বিভিন্ন সংগঠন এই কাজ করবে। সমস্ত জেলায় মহিলাদের এবার লাল পেড়ে শাড়ি দিতে চলেছে পদ্মশিবির। শুধু তাই নয়, মহালয়ার দিন জেলায় জেলায় পুজোর উপহার দেওয়ার কর্মসূচি পালন করবে বঙ্গ বিজেপি।
বিজেপি সূত্রে খবর, পুজোর এই অনুষ্ঠানের আয়োজন করবে বিজেপি ঘনিষ্ঠ সংগঠন। তাঁদের মাধ্যমে এই শাড়ি দেওয়া হবে। তবে অনুষ্ঠানে হাজির থাকবেন বিজেপির বিভিন্ন নেতৃত্ব। আর এই কর্মসূচির পর প্রশ্ন উঠছে তবে পরোক্ষে বাংলার লক্ষ্মীদের মন জয়ের চেষ্টা করছে নাকি পদ্মশিবির?
এবারে রাজ্য সরকারের মতো অনুদান দেওয়ার কথা ঘোষণা করেছে বঙ্গ বিজেপিও।আর সেই টাকা বণ্টনের দায়িত্ব দেওয়া হয়েছে মিঠুন চক্রবর্তীকে। পুজো কত বড় তার ভিত্তিতেই এই অনুদান দেওয়া হবে।
এই আবহের মধ্যে এবার আরও এক ধাপ এগিয়ে বাংলার লক্ষ্মীদের শাড়ি দেবে বলে জানাল বঙ্গ বিজেপি। পুজো মানেই বাঙালির কাছে উপহার আর নতুন পোশাকের আনন্দ। আর সেই আবেগকে কাজে লাগিয়েই এবার মহিলা ভোটারদের কাছে পৌঁছাতে চাইছে বঙ্গ বিজেপি।
সূত্রের খবর, জেলা সভাপতি ও নেতৃত্বের মাধ্যমে ব্লক স্তরে শাড়ি পৌঁছে যাবে। এরপর পুজোর উপহার হিসেবে মহিলাদের হাতে তুলে দেওয়া হবে লাল পেড়ে শাড়ি। এর আগে কলকাতার ক্লাবগুলিকে অনুদান দেওয়ার সিদ্ধান্ত নিয়েও জল্পনা সৃষ্টি হয়েছিল, যার দায়িত্ব দেওয়া হয়েছিল মিঠুন চক্রবর্তীর নেতৃত্বাধীন কমিটিকে।
সেই বিতর্কের আবহেই এবার প্রকাশ্যে এল শাড়ি বিতরণের এই নতুন উদ্যোগ। যদিও এই অনুদান নিয়েও বিতর্ক পিছু ছাড়েনি, কারণ অনুদানপ্রাপ্ত ক্লাবগুলোকে প্যান্ডেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি রাখার শর্ত দেওয়া হয়েছে। তবে বঙ্গ বিজেপির নেতাদের দাবি, এতে বিতর্কের কোনও কারণ নেই।