টন টন ইলিশ ঢুকছে পুজোর আগেই...! রুপোলি শস্য রফতানি শুরু করল বাংলাদেশ সরকার, পদ্মা-মেঘনার ইলিশ চাখতে গ্যাঁটের কড়ি খসবে কত?
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Ilish: আগেই বাংলাদেশ সরকার বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছিল ২০২৫ এর দুর্গাপুজো উপলক্ষে ১২০০ মেট্রিক টন সর্বোচ্চ ইলিশ আসবে বাংলাদেশ থেকে। প্রতি কেজি ইলিশের দাম ধার্য করেছে বাংলাদেশে ১২.৫ মার্কিন ডলার। সেক্ষেত্রে এপারের বাজারে ইলিশের দাম উঠবে কত?
কাউন্টডাউন শেষ। বাংলাদেশের রুপোলি শস্য এবার সীমান্ত পাড়ি দেওয়ার অপেক্ষা। আজ মঙ্গলবার থেকেই ইলিশের রফতানি শুরু করল বাংলাদেশ। বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয় বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে আগামী পাঁচই অক্টোবর পর্যন্ত ইলিশ রফতানি করবে বাংলাদেশ।
advertisement
২০২৪-২৭ এর রফতানি নীতি অনুযায়ী বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে ১৬ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর পর্যন্ত রুপোলি শস্য পাড়ি দেবে এপার বাংলায়। বাংলাদেশের মোট ৩৭ সংস্থা এই রফতানির বরাত পেয়েছে।
advertisement
২০ মেট্রিক টন থেকে ৫০ মেট্রিক টন করে এক একটি সংস্থা বরাত পেয়েছে বলে বাংলাদেশ সরকার বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
advertisement
এর আগেই বাংলাদেশ সরকার বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছিল ২০২৫ এর দুর্গাপুজো উপলক্ষে ১২০০ মেট্রিক টন সর্বোচ্চ ইলিশ আসবে বাংলাদেশ থেকে। প্রতি কেজি ইলিশের দাম ধার্য করেছে বাংলাদেশে ১২.৫ মার্কিন ডলার। সেক্ষেত্রে এপারের বাজারে ইলিশের দাম উঠবে কত?
advertisement
বর্তমানে ইলিশের চাহিদাতুঙ্গে। চাহিদা অনুযায়ী যাতে জোগান মেলে তার জন্য কোল্ড স্টোরেজে সঠিকভাবে সংরক্ষণ করা হচ্ছে মাছগুলিকে।
advertisement
তবে বাংলাদেশ থেকে ইলিশ ঢুকলেও পুজোর সময় আরও বাড়বে দাম। অন্যদিকে মায়ানমারের ইলিশ এখন পাওয়া যাচ্ছে কেজি প্রতি ১৫০০ টাকায়। দাম বাড়ার সম্ভাবনা এই মাছেরও।
advertisement
৫০০ গ্রাম বা তার কম ওজনের ইলিশের দাম এখন প্রতি কেজিতে প্রায় ৫৫০-৬০০ টাকায়। বাংলাদেশের ইলিশ রফতানির বিজ্ঞপ্তি জারি হলেও জানা যাচ্ছে, পেট্রাপোল সীমান্ত বা কলকাতা বিমানবন্দর দিয়ে বাংলাদেশি পণ্য প্রবেশে নিষেধাজ্ঞা থাকায় বাংলাদেশের ইলিশ আসার ক্ষেত্রে এখনও রয়েছে প্রশ্ন।
advertisement
এই বর্ষায় মোটের উপর ডায়মন্ড হারবার থেকে ধরা ইলিশের উপরেই ভরসা করেছেন মৎস্যজীবীরা। আবহাওয়ার উন্নতি হলে ইলিশ আরও বেশি ওঠার সম্ভাবনাও রয়েছে বলেও আশ্বাস দিয়েছেন তাঁরা।
advertisement