কেন তৃণমূলে ফিরে গেলেন সব্যসাচী দত্ত? বিজেপি নেতা শমীক ভট্টাচার্য বলছেন, ''সেটা উনি বলতে পারবেন। আমাদের দলে ছিলেন, ওদের দলে চলে গেছেন। মুকুল রায়ের সঙ্গেই এসেছিলেন। মুকুল রায় চলে গেছেন, তাই তিনিও হয়ত গেলেন।'' একইসঙ্গে তৃণমূলকে কটাক্ষ করে শমীক বলেন, ''তৃণমূল যাদের গদ্দার বলত, সেই গদ্দাররাই আবার চলে যাচ্ছেন।'' কিন্তু বিজেপির কতটা ক্ষতি হল, ''বিজেপি একটা বহমানতা, কে থাকবে, কে যাবে সেটা ভেবে লাভ নেই। বিজেপি নিজের নীতিতে চলবে। বিজেপি কাউকে জোর করে দলে নেয়নি। মানুষের সামনে যা হওয়ার হয়েছে, তিনি যখন বিজেপিতে ছিলেন, তখন তাঁর কথা শুনেছে মানুষ। গণতন্ত্রে মানুষই শেষ কথা বলে।''
advertisement
আরও পড়ুন: তৃণমূল কেন ছেড়েছিলেন? 'ঘরে' ফিরে 'আবেগের' কথা বলেই ফেললেন সব্যসাচী দত্ত!
সব্যসাচীর জন্য দলের তেমন ক্ষতি হল, তা বিজেপি নেতারা মানতে চাইলেও দলের অস্বস্তি লুকোনো যাচ্ছে না কোনওভাবেই। প্রসঙ্গত, লখিমপুর খেরিতে তৃণমূল প্রতিনিধি দল যাওয়া প্রবল কটাক্ষ করেছিলেন দিলীপ ঘোষ। সব্যসাচী তার বিরোধিতা করে বলেন, "সব দলের প্রতিনিধি যাওয়ার চেষ্টা করেছেন। যতই টাকা থাকুক না কেন যদি কৃষক না থাকে খাবেনটা কী আপনি ? সেই জায়গায় সেখানে যেটা হয়েছে, আমার মনে হয় সেই রাজ্যের এবং দেশের প্রতি এটা কলঙ্কময় দিন।" অর্থাৎ, বোঝাই যাচ্ছিল বিজেপির বিরোধিতা করছিলেন তিনি। তা অবশ্য বেশ কয়েকদিন ধরেই বোঝা যাচ্ছিল। নানা বিষয়ে বেসুরো বাজছিলেন তিনি।
অবশেষে আজ, বৃহস্পতিবার শপথ নেওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "আমি আজই ওকে (সব্যসাচী) নিয়ে নিতে বলেছি।" তারপরই সাংবাদিক বৈঠক করে আনুষ্ঠানিকভাবে নিজের পুরনো ঘর তৃণমূলে ফেরেন বিধাননগরের প্রাক্তন বিধায়ক।