বেলগাছিয়ার বাসিন্দা ৬৫ বছর বয়সি জাইবুন নিশাকে গুরুতর শ্বাসকষ্টের অবস্থায় মঙ্গলবার রাতে হাসপাতালে নিয়ে আসা হয়। পরিবারের দাবি, রাত ৭টা ৫২ নাগাদ তাঁকে আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টারের সামনে আনা হলেও হাসপাতাল কর্তৃপক্ষ প্রথমে টিকিট কেটে আনার নির্দেশ দেন। অভিযোগ, চিকিৎসা শুরু হওয়ার আগেই রোগীর শারীরিক অবস্থার দ্রুত অবনতি হয় এবং তাঁর মৃত্যু হয়।
advertisement
মকর সংক্রান্তি উদযাপন করবেন? তার আগে ‘গুরুত্বপূর্ণ’ এই বিষয় জেনে নিন
এখন দেখছেন স্থল? আগে এই ৫ স্থানই ছিল অথৈ সমুদ্রের তলায়! জানেন কোনগুলো?
পরিবারের অভিযোগ, সঠিক সময়ে চিকিৎসা না পাওয়ার কারণেই ওই বৃদ্ধার মৃত্যু হয়েছে। পাশাপাশি, ট্রমা কেয়ার সেন্টারে চিকিৎসকের অনুপস্থিতির অভিযোগও তোলা হয়েছে। চিকিৎসায় গাফিলতির অভিযোগ ঘিরে ঘটনাস্থলে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে বেলগাছিয়া এলাকা থেকে বহু মানুষ হাসপাতালে পৌঁছন। এর জেরে হাসপাতাল চত্বরে বিক্ষোভ শুরু হয় এবং ধাক্কাধাক্কির ঘটনাও ঘটে বলে অভিযোগ। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে মোতায়েন করা হয় কেন্দ্রীয় বাহিনী। এই মুহূর্তে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।
পরিবারের আরও অভিযোগ, ঘটনার সময় ভিডিও রেকর্ড করা হলে তা জোর করে মুছে দেওয়া হয়েছে। যদিও এই অভিযোগ নিয়ে হাসপাতাল বা প্রশাসনের তরফে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
চিকিৎসা গাফিলতির অভিযোগে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে এই মুহূর্তে আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টার সংলগ্ন এলাকা উত্তপ্ত রয়েছে। প্রশাসনের তরফে পরিস্থিতির উপর কড়া নজর রাখা হচ্ছে বলে জানা গিয়েছে।
