সোমবার হঠাৎই স্থানীয়রা বহুতলে আগুন দেখতে পায়। খবর দেওয়া হয় দমকলে। দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘরের মধ্যে অসুস্থ অবস্থায় ছিলেন অমিতা দাস। অগ্নিদগ্ধ অবস্থায় তাঁকে উদ্ধার করেন দমকল কর্মীরা। অগ্নিকাণ্ডে মৃত্যু হয়েছে একটি পোষ্যেরও।
চলতি বছরের অক্টোবর মাসে আগুন লাগে বেলেঘাটার পরিত্যক্ত কারখানায় তেলের ট্যাঙ্কারে। আগুন নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের পাঁচটি ইঞ্জিন। স্থানীয়েরা পরিত্যক্ত ওই কারখানা থেকে কালো ধোঁয়া বেরোতে দেখেন। দাউদাউ করে জ্বলতে শুরু করে কারখানায় থাকা তেলের কয়েকটি ট্যাঙ্কার। খবর পেয়ে দমকলের পাঁচটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। আগুন নিয়ন্ত্রণে আনতে যথেষ্ট বেগ পেতে হয় দমকলকে।
advertisement
আরও পড়ুন:মত্ত অবস্থায় গাড়ি চালাচ্ছেন? ‘বড় দুর্ঘটনা’য় এবার ‘বড় শাস্তি’-র নির্দেশ হাই কোর্টের
আরও পড়ুন:রিজার্ভ ব্যাঙ্কের নতুন গভর্নর হচ্ছেন সঞ্জয় মলহোত্রা, শক্তিকান্তের জায়গায় নতুন গভর্নরের পরিচয় জানেন?
এই ঘটনার কয়েকমাস আগেই,মার্চ মাসে আগুন লাগে বেলেঘাটার একটি বসতবাড়িতে। আগুন ছড়িয়ে পড়ে গোটা বাড়িতে। ঘটনাস্থলে ছ’টি দমকলের ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। বেলেঘাটার চাউলপট্টির এই বাড়িটিতে থাকত ছ’টি পরিবার। আগুন লাগার সময়ও ওই বাড়িতেই ছিলেন ওই পরিবারের সদস্যরা। তাঁদের দ্রুততার সঙ্গে বের করে আনে দমকল বাহিনী। তবে তার পরেই আচমকা পর পর বিস্ফোরণের শব্দ শোনা যায় বাড়ির ভিতর থেকে। মুহূর্তে গোটা বাড়িটিকেই গ্রাস করে নেয় আগুনের শিখা।
