Sanjay Malhotra: রিজার্ভ ব্যাঙ্কের নতুন গভর্নর হচ্ছেন সঞ্জয় মলহোত্রা, শক্তিকান্তের জায়গায় নতুন গভর্নরের পরিচয় জানেন?

Last Updated:

RBI New Governor Sanjay Malhotra: দেশের সর্বোচ্চ ব্যাঙ্ক আরবিআইয়ে-এর নতুন গভর্নর হচ্ছেন সঞ্জয় মলহোত্রা। তার মেয়াদ হবে আগামী ৩ বছরের জন্য।

নতুন গভর্নর হচ্ছেন সঞ্জয়। ছবি- সংগৃহীত।
নতুন গভর্নর হচ্ছেন সঞ্জয়। ছবি- সংগৃহীত।
নয়াদিল্লি: দেশের সর্বোচ্চ ব্যাঙ্ক আরবিআইয়ে-এর নতুন গভর্নর হচ্ছেন সঞ্জয় মলহোত্রা। তার মেয়াদ হবে আগামী ৩ বছরের জন্য। তিনি বর্তমান আরবিআই গভর্নর শক্তিকান্ত দাসের স্থলাভিষিক্ত হবেন। বর্তমান আরবিআই গভর্নর শক্তিকান্ত দাসের কার্যকালের মেয়াদ শেষ হচ্ছে আগামী ১০ ডিসেম্বর । প্রসঙ্গত, ২০২২ সাল থেকে আর্থিক পরিষেবা বিভাগের সচিব সঞ্জয় মলহোত্রাকে কেন্দ্রের পক্ষ থেকে রিজার্ভ ব্যাঙ্কের পরিচালক হিসাবে মনোনীত করা হয়েছে।
কে সঞ্জয় মলহোত্রা?
advertisement
রাজস্থান ক্যাডারের ১৯৯০ ব্যাচের আইএএস অফিসার সঞ্জয় মলহোত্রা। ২০২০ সালের নভেম্বরে আরইসি (REC)-এর চেয়ারম্যান এবং এমডি হন। এর আগে তিনি জ্বালানি মন্ত্রকের অতিরিক্ত সচিব ছিলেন। সঞ্জয় মলহোত্রা আইআইটি কানপুর থেকে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি লাভ করেন। পরবর্তীতিতে তিনি প্রিন্সটন বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স শেষ করেন। গত ৩০ বছরে তিনি অর্থ,আইটি, খনি-সহ একাধিক বড় বড় মন্ত্রকের দায়িত্ব পালন করেছেন।
advertisement
আরবিআইয়ের ক্ষেত্রে উর্জিত প্যাটেলের আকস্মিক পদত্যাগের পর বছর ছয় আগে গভর্নরের পদে এসেছিলেন শক্তিকান্ত দাস। কোভিড এবং কোভিড পরবর্তী সময় দেশে মুদ্রাস্ফীতির সমস্যা নিয়ন্ত্রণে তিনি উল্লেখযোগ্য ভূমিকা পালন করেন।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Sanjay Malhotra: রিজার্ভ ব্যাঙ্কের নতুন গভর্নর হচ্ছেন সঞ্জয় মলহোত্রা, শক্তিকান্তের জায়গায় নতুন গভর্নরের পরিচয় জানেন?
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement