Sanjay Malhotra: রিজার্ভ ব্যাঙ্কের নতুন গভর্নর হচ্ছেন সঞ্জয় মলহোত্রা, শক্তিকান্তের জায়গায় নতুন গভর্নরের পরিচয় জানেন?

Last Updated:

RBI New Governor Sanjay Malhotra: দেশের সর্বোচ্চ ব্যাঙ্ক আরবিআইয়ে-এর নতুন গভর্নর হচ্ছেন সঞ্জয় মলহোত্রা। তার মেয়াদ হবে আগামী ৩ বছরের জন্য।

নতুন গভর্নর হচ্ছেন সঞ্জয়। ছবি- সংগৃহীত।
নতুন গভর্নর হচ্ছেন সঞ্জয়। ছবি- সংগৃহীত।
নয়াদিল্লি: দেশের সর্বোচ্চ ব্যাঙ্ক আরবিআইয়ে-এর নতুন গভর্নর হচ্ছেন সঞ্জয় মলহোত্রা। তার মেয়াদ হবে আগামী ৩ বছরের জন্য। তিনি বর্তমান আরবিআই গভর্নর শক্তিকান্ত দাসের স্থলাভিষিক্ত হবেন। বর্তমান আরবিআই গভর্নর শক্তিকান্ত দাসের কার্যকালের মেয়াদ শেষ হচ্ছে আগামী ১০ ডিসেম্বর । প্রসঙ্গত, ২০২২ সাল থেকে আর্থিক পরিষেবা বিভাগের সচিব সঞ্জয় মলহোত্রাকে কেন্দ্রের পক্ষ থেকে রিজার্ভ ব্যাঙ্কের পরিচালক হিসাবে মনোনীত করা হয়েছে।
কে সঞ্জয় মলহোত্রা?
advertisement
রাজস্থান ক্যাডারের ১৯৯০ ব্যাচের আইএএস অফিসার সঞ্জয় মলহোত্রা। ২০২০ সালের নভেম্বরে আরইসি (REC)-এর চেয়ারম্যান এবং এমডি হন। এর আগে তিনি জ্বালানি মন্ত্রকের অতিরিক্ত সচিব ছিলেন। সঞ্জয় মলহোত্রা আইআইটি কানপুর থেকে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি লাভ করেন। পরবর্তীতিতে তিনি প্রিন্সটন বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স শেষ করেন। গত ৩০ বছরে তিনি অর্থ,আইটি, খনি-সহ একাধিক বড় বড় মন্ত্রকের দায়িত্ব পালন করেছেন।
advertisement
আরবিআইয়ের ক্ষেত্রে উর্জিত প্যাটেলের আকস্মিক পদত্যাগের পর বছর ছয় আগে গভর্নরের পদে এসেছিলেন শক্তিকান্ত দাস। কোভিড এবং কোভিড পরবর্তী সময় দেশে মুদ্রাস্ফীতির সমস্যা নিয়ন্ত্রণে তিনি উল্লেখযোগ্য ভূমিকা পালন করেন।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Sanjay Malhotra: রিজার্ভ ব্যাঙ্কের নতুন গভর্নর হচ্ছেন সঞ্জয় মলহোত্রা, শক্তিকান্তের জায়গায় নতুন গভর্নরের পরিচয় জানেন?
Next Article
advertisement
ন্যাশনাল হেরাল্ড মামলা, সনিয়া, রাহুলদের বিরুদ্ধে এবার দিল্লি হাইকোর্টে আবেদন ইডির
ন্যাশনাল হেরাল্ড মামলা, সনিয়া, রাহুলদের বিরুদ্ধে এবার দিল্লি হাইকোর্টে আবেদন ইডির
  • ন্যাশনাল হেরাল্ড মামলায় সনিয়া ও রাহুল গান্ধি-সহ অন্যদের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ কার্যত নাকচ করে দেওয়া ট্রায়াল কোর্টের আদেশকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টে আবেদন করল ইডি. ইডি আদালতের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আর্জি জানিয়েছে.

VIEW MORE
advertisement
advertisement