Drink And Drive: মত্ত অবস্থায় গাড়ি চালাচ্ছেন? 'বড় দুর্ঘটনা'য় এবার 'বড় শাস্তি'-র নির্দেশ হাই কোর্টের
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
কেউ মত্ত অবস্থায় গাড়ি চালালেন এবং তার পর দুর্ঘটনায় পথচারী বা অন্য গাড়ির চালক কিংবা যাত্রীর মৃত্যু হলে ওই মত্ত চালকের নামে অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু করতে বলল হাই কোর্ট
কলকাতা: মত্ত অবস্থায় গাড়ি চালিয়ে কাউকে চাপা দেওয়ার ঘটনায় অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু করা বাধ্যতামূলক করা হোক, রাজ্যকে পরামর্শ কলকাতা হাই কোর্টের। কেউ মত্ত অবস্থায় গাড়ি চালালেন এবং তার পর দুর্ঘটনায় পথচারী বা অন্য গাড়ির চালক কিংবা যাত্রীর মৃত্যু হলে ওই মত্ত চালকের নামে অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু করতে বলল হাই কোর্ট।
সোমবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষের পর্যবেক্ষণ , “মদ খেয়ে গাড়ি চালিয়ে ‘বড় দুর্ঘটনা’র ক্ষেত্রে অনিচ্ছাকৃত খুনের মামলা দায়ের করতে হবে। এ’নিয়ে নির্দিষ্ট করে বলে দিয়েছে সুপ্রিম কোর্ট।” বিচারপতির কথায়, ”মদ খেয়ে অনেকে বেপরোয়া ভাবে গাড়ি চালিয়ে দুর্ঘটনা ঘটান। তখন কেন ওই ধারায় খুনের মামলা দায়ের হবে না?”
হাই কোর্টের পর্যবেক্ষণ, মত্ত অবস্থায় বেপরোয়া ভাবে গাড়ি চালিয়ে দুর্ঘটনা ঘটান অনেকে। অনেকের মৃত্যু পর্যন্ত হয়। কিন্তু অনেক ক্ষেত্রে অনিচ্ছাকৃত খুনের মামলা দায়ের হয় না। ছোট দুর্ঘটনার ক্ষেত্রে ছাড় দেওয়া যেতে পারে। কিন্তু বড় দুর্ঘটনার ক্ষেত্রে কেন ছাড় দেওয়া হচ্ছে, এ নিয়ে প্রশ্ন তোলে আদালত।
advertisement
advertisement
আরও পড়ুন: কলকাতায় কি জাঁকিয়ে শীত পড়বে না? মুহূর্তে বদলাবে আবহাওয়া, দুয়ারে শীত আসতে হাতে ঠিক ৪৮ ঘণ্টা!
আরও পড়ুন:‘মানুষের প্রাপ্য নিয়ে কোনও ভুল বরদাস্ত করব না’, প্রবল ক্ষুব্ধ মমতা! এবার কী নিয়ে ক্ষোভ, চমকে উঠবেন
প্রসঙ্গত, বাবার মৃত্যুর সঠিক তদন্ত করছে না পুলিশ। এই অভিযোগ তুলে হাইকোর্টে মামলা করেন শেখ অসি নামে এক ব্যক্তি। তাঁর বক্তব্য, মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে তাঁর বাবাকে চাপা দেওয়া হয়েছে। অথচ পুলিশ সাধারণ মামলা দায়ের করে তদন্ত করছে। এই মামলার পরিপ্রেক্ষিতে পুলিশকে
advertisement
বিচারপতির নির্দেশ, নতুন ধারা যোগ করতে হবে। তার পরে মামলার পরবর্তী শুনানি। তবে আদালত এও জানায়, ছোট ঘটনার ক্ষেত্রে ছাড় দেওয়া যেতে পারে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 09, 2024 9:07 PM IST