TRENDING:

পঞ্চায়েত নির্বাচনের আগে ভিত শক্ত করছে বিজেপি! রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী, তুঙ্গে তৎপরতা

Last Updated:

সরকারি অনুষ্ঠানসূচির মধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেওয়া যথেষ্টই তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: পঞ্চায়েত নির্বাচন আসন্ন৷ ভোটের দামামা বেজে গিয়েছে৷ শুরু হয়ে গিয়েছে রাজনীতির রণকৌশল৷ এরই মধ্যে কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সূত্রের খবর, ৩০ ডিসেম্বর সরকারি অনুষ্ঠানের পাশাপাশি রাজনৈতিক কর্মসূচিতেও অংশ নেওয়ার সম্ভাবনা থাকছে প্রধানমন্ত্রীর। হাওড়াতে করতে পারেন রাজনৈতিক জনসভা। ফের বিজেপির কর্মসূচিতে অংশ নিতে পারেন মোদি। বিজেপি সূত্রে খবর পঞ্চায়েত নির্বাচনের আগে আগামী দু মাসের মধ্যে রাজ্যে ছ'টি জনসভা করবেন মোদি। তার প্রথমটি ৩০ ডিসেম্বর।
advertisement

প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে একদিকে যেমন চলছে প্রশাসনিক তাৎপরতা, পাশাপাশি বিজেপি রাজ্য নেতৃত্বও প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে বেশ উজ্জীবিত হয়ে। একুশের বিধানসভা নির্বাচনের আগে রাজ্যে এসে একাধিক জনসভা করেছিলেন নরেন্দ্র মোদি। ফের পঞ্চায়েত নির্বাচনের আগে প্রধানমন্ত্রীর রাজ্য সফর এবং রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেওয়া অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।

আরও পড়ুন-আজ রানাঘাটে মমতা-অভিষেকের পাল্টা সভা শুভেন্দুর, কী বার্তা দেবেন বিরোধী দলনেতা?

advertisement

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কলকাতা সফরে বিজেপির বিধায়ক সাংসদদের পাশাপাশি রাজ্য নেতৃত্বও আলাদা করে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করতে পারেন বলেও জানা যাচ্ছে। ৩০ ডিসেম্বর কলকাতায় জাতীয় গঙ্গা পরিষদের বৈঠক-সহ সরকারি ঠাসা কর্মসূচির রয়েছে।

সেরা ভিডিও

আরও দেখুন
পুজো শেষ হতেই ঝাঁকে ঝাঁকে পদ্মার ইলিশ! জলের দরে টাটকা মাছ না খেলেই নয়
আরও দেখুন

কয়েকদিন আগেই কলকাতা সফরে আসেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ প্রথমেই বিজেপির রাজ্য দফতরে সাংগঠনিক বৈঠক করেন বাংলার বিজেপি নেতাদের সঙ্গে। এবার সরকারি অনুষ্ঠানসূচির মধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেওয়া যথেষ্টই তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
পঞ্চায়েত নির্বাচনের আগে ভিত শক্ত করছে বিজেপি! রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী, তুঙ্গে তৎপরতা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল