প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে একদিকে যেমন চলছে প্রশাসনিক তাৎপরতা, পাশাপাশি বিজেপি রাজ্য নেতৃত্বও প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে বেশ উজ্জীবিত হয়ে। একুশের বিধানসভা নির্বাচনের আগে রাজ্যে এসে একাধিক জনসভা করেছিলেন নরেন্দ্র মোদি। ফের পঞ্চায়েত নির্বাচনের আগে প্রধানমন্ত্রীর রাজ্য সফর এবং রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেওয়া অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।
আরও পড়ুন-আজ রানাঘাটে মমতা-অভিষেকের পাল্টা সভা শুভেন্দুর, কী বার্তা দেবেন বিরোধী দলনেতা?
advertisement
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কলকাতা সফরে বিজেপির বিধায়ক সাংসদদের পাশাপাশি রাজ্য নেতৃত্বও আলাদা করে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করতে পারেন বলেও জানা যাচ্ছে। ৩০ ডিসেম্বর কলকাতায় জাতীয় গঙ্গা পরিষদের বৈঠক-সহ সরকারি ঠাসা কর্মসূচির রয়েছে।
কয়েকদিন আগেই কলকাতা সফরে আসেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ প্রথমেই বিজেপির রাজ্য দফতরে সাংগঠনিক বৈঠক করেন বাংলার বিজেপি নেতাদের সঙ্গে। এবার সরকারি অনুষ্ঠানসূচির মধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেওয়া যথেষ্টই তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ।