কংগ্রেসের টিকিটে জেতার তিন মাসের মধ্যে দলবদল করেছেন সাগরদিঘির বিধায়ক বায়রন বিশ্বাস। বাযরন বিশ্বাসের দলত্যাগে তাঁর বিধায়ক পদ বাতিল সংক্রান্ত এই মামলার শুনানি আগামী সপ্তাহে হাইকোর্টের প্রধান বিচারপতি টি শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চে হওয়ার সম্ভাবনা। ভোটে জেতার তিনমাসের মধ্যে দলবদল করে মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন বায়রন বিশ্বাস, এমনটাই দাবি করা হয়েছে জনস্বার্থ মামলায়।
advertisement
আরও পড়ুন: রুজিরা প্রসঙ্গে চড়া সুর মমতার…! অভিষেক-পত্নীকে ইডির তলব নিয়ে ‘বিস্ফোরক’ মুখ্যমন্ত্রী
সাগরদিঘি উপনির্বাচনে জিতে উলটপুরাণ ঘটিয়েছিলেন কংগ্রেস প্রার্থী বায়রন বিশ্বাস। তৃণমূলকে হারিয়ে কংগ্রেসের টিকিটে সাগরদিঘি থেকে নির্বাচিত হয়েছিল বায়রন বিশ্বাস। বাম সমর্থিত কংগ্রেস জোটের প্রার্থী ছিলেন তিনি। তাঁর জয়ে বাংলায় তৈরি হয়েছির সাগরদিঘি মডেল।
রাতারাতি নজির হয়ে উঠেছিলেন এই বিধায়ক। আর এই সাগরদিঘি মডেলকে সামনে রেখেই আসন্ন পঞ্চায়েত নির্বাচনে জিততে চাইছিল বাম-কংগ্রেস জোট। বায়রনের তৃণমূলে যোগ তাই সব দিক থেকেই রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
