কল্যাণ মণ্ডল, বাসন্তী: আবারও বাসন্তী হাইওয়েতে দুর্ঘটনা। এবার দুর্ঘটনায় মৃত্যু হল কলকাতা পুলিশের এক অফিসারের। বাসন্তী হাইওয়ের মাধবপুর থানার বৈরামপুর এলাকার ঘটনা। ভাঙড় ডিভিশনের ডিসি অফিসে কর্মরত ছিলেন ASI শাহাবুদ্দিন বিশ্বাস। কাজ শেষে কলকাতার দিকে ফেরার পথেই মৃত্যু হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।
advertisement
ডিউটি ছেড়ে বাসন্তী হাইওয়ে দিয়ে যাওয়ার সময় ইট বোঝায় লরির সঙ্গে সংঘর্ষ হয়। সেই ঘটনায় লরির চাকার তলায় পিষ্ট হয়ে মৃত্যু হয় ওই অফিসারের। ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ভাঙড় ডিভিশনের ডিসি সৈকত ঘোষ সহ পুলিশ আধিকারিকরা ঘটনাস্থলে আসে।
আরও পড়ুন: সফর শেষেও মনে লেগে আছে ভারত! এ দেশের কোন জিনিসটা সবচেয়ে টেনেছে তাঁকে, জানিয়ে দিলেন পুতিন
মৃতদেহ উদ্ধার করে নলমুড়ি গ্রামীণ হাসপাতালে পাঠায় পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে যানজট সৃষ্টি হয় বাসন্তী হাইওয়েতে।
