TRENDING:

Barasat Blast: দত্তপুকুর বিস্ফোরণ কাণ্ডে জোড়া জনস্বার্থ মামলা বিজেপি-র, NIA তদন্ত দাবি শুভেন্দুর

Last Updated:

গত রবিবার, সকাল ১০টা নাগাদ ভয়াবহ বিস্ফোরণ হয় দত্তপুকুরের নীলগঞ্জ এলাকায়৷ বিস্ফোরণের অভিঘাতে নেমে যায় বাড়ির ছাদ৷ আশপাশের তিন-চারটি কংক্রিটের বাড়িও ক্ষতিগ্রস্ত হয়৷ ঘটনায় এখনও পর্যন্ত মোট ৯ জনের মৃত্যু হয়েছে৷ আগত ৩ শিশু ও ৩ মহিলা সহ ৮ জন৷ সোমবার সকালে বিস্ফোরণের ঘটনার সূত্রে একজনকে গ্রেফতার করেছে পুলিশ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বারাসত: দত্তপুকুর বিস্ফোরণ কাণ্ডে সোমবার জোড়া জনস্বার্থ মামলা দায়ের করল বিজেপি৷ আদালতের দ্বারস্থ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং বিজেপি নেতা রাজর্ষি লাহিড়ী৷ উভয়েই ঘটনায় সিবিআই এবং এনআইএ তদন্তের আবেদন জানিয়েছেন৷ আজ, সোমবারই প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে আবেদনের শুনানির সম্ভাবনা। বিস্ফোরণকাণ্ডে আজ বিধানসভার অধিবেশনে মুলতবি প্রস্তাব আনতে চলেছে বিজেপি।
advertisement

গত রবিবার, সকাল ১০টা নাগাদ ভয়াবহ বিস্ফোরণ হয় দত্তপুকুরের নীলগঞ্জ এলাকায়৷ বিস্ফোরণের অভিঘাতে নেমে যায় বাড়ির ছাদ৷ আশপাশের তিন-চারটি কংক্রিটের বাড়িও ক্ষতিগ্রস্ত হয়৷ ঘটনায় এখনও পর্যন্ত মোট ৯ জনের মৃত্যু হয়েছে৷ আগত ৩ শিশু ও ৩ মহিলা সহ ৮ জন৷ সোমবার সকালে বিস্ফোরণের ঘটনার সূত্রে একজনকে গ্রেফতার করেছে পুলিশ৷

আরও পড়ুন:কার জমি, কে চালাচ্ছিল কারখানা? কী হতো সেখানে? বারাসত বিস্ফোরণে সামনে একের পর এক বিস্ফোরক তথ্য

advertisement

এই বিস্ফোরণের ঘটনা নিয়ে গত রবিবারই এনআইএ তদন্তের দাবি জানিয়েছিল বিজেপি৷ তীব্র আশঙ্কা প্রকাশ করে বিজেপি নেতা শমীক ভট্টাচার্য৷ বলেছিলেন, ‘‘এটা সাধারণ কোনও বাজি কারখানায় বিস্ফোরণ নয়, সমস্ত জেলায় এই ধরনের অবৈধ কারখানা তৈরি হয়েছে৷’’

প্রসঙ্গত, রবিবার নিজের বিধানসভা কেন্দ্র নন্দীগ্রামে ‘মন কি বাত’ অনুষ্ঠানে যোগ দিতে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বারাসতে বাজি বিস্ফোরণ ইস্যুতে শাসক দল তৃণমূল এবং রাজ্য সরকারের কড়া সমালোচনা করেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

advertisement

আরও পড়ুন: ‘বাজি নয়, বোমা তৈরি হতো’, বারাসত বিস্ফোরণে জল্পনায় আইএসএফ ‘যোগ’

শুভেন্দু বলেন, ‘এগরার ঘটনার পর বেআইনি কারখানা আর থাকবে না বলেই আশ্বাস দেওয়া হয়েছিল। কিন্তু পুলিশ প্রশাসনের তরফে কোনও পদক্ষেপ করা হয়নি। পুরো রাজ্যটাই বেআইনি ভাবে চলছে। বলা হয়েছিল বাজি কারখানার শ্রমিকদের আলাদা কর্ম সংস্থানের ব্যবস্থা করা হচ্ছে। কিন্তু কিছুই হয়নি।’ শাসক দল তৃণমূল কংগ্রেসের পাশাপাশি বিস্ফোরণকাণ্ডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও এক হাত নেন শুভেন্দু অধিকারী।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

গত রবিবারই বারাসত বিস্ফোরণ কাণ্ডে এনআইএ তদন্ত দাবি করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখেছেন বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার৷

বাংলা খবর/ খবর/কলকাতা/
Barasat Blast: দত্তপুকুর বিস্ফোরণ কাণ্ডে জোড়া জনস্বার্থ মামলা বিজেপি-র, NIA তদন্ত দাবি শুভেন্দুর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল