জানা গিয়েছে, গত রবিবার রাতে তিনি তার বন্ধু মোঃ চাঁদের সঙ্গে আনন্দপুরের একটি গেস্ট হাউসে রাত কাটান। সূত্রের খবর, দু’জনেই অতিরিক্ত মদ্যপান করেন। পরদিন সকালে শারীরিক অসুস্থতা বোধ করেন শ্রেয়া বর্মা। জানা গিয়েছে, তার সঙ্গী মোঃ চাঁদ তাকে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান।
https://youtu.be/iu8WQr7O7nY?si=AGHQBLJo9Uoq9L6c
আরও পড়ুন: বুধবার থেকেই ভারতীয় পণ্যে ২৫% বাড়তি কর! জানিয়ে দিল আমেরিকা, কী বলল ভারত?
advertisement
হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সকেরা মৃত ঘোষণা করে। ইতিমধ্যে এই ঘটনাকে কেন্দ্র কর অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে পুলিশ। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট এলে মৃত্যুর সঠিক কারণ জানা সম্ভব হবে। মহিলার মৃত্যুর আসল কারণ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ নিশ্চিত হবে বলেই পুলিশের দাবি। আন্দনপুর থানা এলাকায় একটি গেস্ট হাউসের ডান্স বারের কর্মী ছিলেন মৃতা।