রাজ্য সরকারের সমস্ত অনুষ্ঠান, কর্মসূচির শুরুতে গাইতে হবে রাজ্য সঙ্গীত। প্রত্যেক বছর ১ বৈশাখ রাজ্য দিবস হিসাবে পালন করতে হবে বলে নির্দেশিকা দিয়ে জানানো হয় নবান্নের তরফে। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বাংলার মাটি বাংলার জলকে রাজ্য সঙ্গীত ঘোষণা করা হয়। রাজ্য সরকারের সমস্ত অনুষ্ঠান কর্মসূচি শুরুতে এক মিনিট ৫৯ সেকেন্ড ধরে গাইতে হবে এই গান। অনুষ্ঠানের শেষে গাইতে হবে। রাজ্য সঙ্গীতের সময়ও উঠে দাঁড়াতে হবে সকলকে, এমনটাই ছিল নির্দেশ।
advertisement
আরও পড়ুন : ‘কেউ কোনও ফ্যাক্টরই নয়…’, বহরমপুরেও প্রার্থী দেবে তৃণমূল? ‘বড়’ ইঙ্গিত মমতার!
রাজ্য সঙ্গীত হিসাবে ‘বাংলার মাটি বাংলার জল’ গানটি বেছে নেওয়ার পরেই চলতি বছর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে তা গাওয়া হয়। সেই সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সকলকে উঠে দাঁড়াতে নির্দেশ দিয়েছিলেন। এবার পৌরসভার অধিবেশনেও এই গান। রাজ্য সঙ্গীত দিয়ে শুরু হল অধিবেশন, শেষ হয় জাতীয় সঙ্গীত দিয়ে। এতদিন শোক প্রস্তাব দিয়ে শুরু হত। এখন থেকে শুরুতে রাজ্য সঙ্গীত এবং শেষে জাতীয় সঙ্গীত বাজবে কলকাতা পৌরসভার অধিবেশনে।